ISL 2021-22: ঘোষিত হল আইএসএলের নকআউট পর্বের সূচি, ২০ মার্চ ফাইনাল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 17, 2022 | 8:22 PM

আর এক মাসের পালা। তারপরই শেষ হবে ভারতীয় ফুটবলের মহাযুদ্ধ আইএসএল (ISL)।

ISL 2021-22: ঘোষিত হল আইএসএলের নকআউট পর্বের সূচি, ২০ মার্চ ফাইনাল
আইএসএল ট্রফি (ছবি-আইএসএল ওয়েবসাইট)

Follow Us

ফতোরদা: চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নক আউট পর্যায়ের সূচি প্রকাশ করল এফএসডিএল (FSDL)। প্রতিবারের মতো এ বারও আইএসএলের সেমিফাইনালের দু’টি লেগ হতে চলেছে। প্রকাশিত হওয়া সূচি অনুযায়ী, সেমিফাইনালের প্রথম লেগ হবে ১১ ও ১২ মার্চ। এবং দ্বিতীয় লেগের দু’টি সেমিফাইনাল ম্যাচ হবে ১৫ ও ১৬ মার্চ। টুর্নামেন্টের ফাইনাল হবে ফতোরদার পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে, ২০ মার্চ।

গ্রুপ লিগের ম্যাচ শেষ হওয়ার পথে। এমন সময় নকআউট পর্বের সূচি জানিয়ে দিল এফএসডিএল। লিগ টেবলে এখন ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। সম সংখ্যক ম্যাচ খেলে একই পয়েন্ট রয়েছে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। তবে তারা রয়েছে লিগ তালিকায় দু’ নম্বরে। এবং সেরা চারের দৌড়ে রয়েছে মোট ৯টি দল। এ বার সেমিফাইনালে অ্যাওয়ে গোলের নিয়ম বহাল থাকছে না। ৭ মার্চ লিগ পর্বের খেলা শেষ হওয়ার কথায়। দুই সেমিফাইনাল মিলিয়ে যে দল সব থেকে বেশি গোল করবে, তারাই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। লিগ পর্ব শেষ হওয়ার পর যে দল লিগ টেবলের এক নম্বরে থাকবে, তাদের হাতে লিগশিল্ড তুলে দেওয়া হবে। এবং তারা আগামী বছর এশিয়ার সবচেয়ে বড় ক্লাব লিগ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।

এক নজরে দেখে নিন আইএসএলের নকআউট সূচি—

১১ মার্চ, শুক্রবার – প্রথম সেমিফাইনাল (প্রথম পর্ব)

১২ মার্চ, শনিবার – দ্বিতীয় সেমিফাইনাল (প্রথম পর্ব)

১৫ মার্চ, মঙ্গলবার – প্রথম সেমিফাইনাল (দ্বিতীয় পর্ব)

১৬ মার্চ, বুধবার – দ্বিতীয় সেমিফাইনাল (দ্বিতীয় পর্ব)

২০ মার্চ, রবিবার – ফাইনাল

করোনার থাবা বসেছিল আইএসএলেও। সব কিছু কাটিয়ে এগিয়ে চলেছে এই টুর্নামেন্ট। আর এক মাসের পালা। তারপরই শেষ হবে ভারতীয় ফুটবলের মহাযুদ্ধ আইএসএল।

Next Article