AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনমনীয় AIFF ও FSDL, ISL ঘিরে হঠাৎই আশঙ্কার কালো মেঘ!

ISL: ২০১০ সালে ফেডারেশনের সঙ্গে ১৫ বছরের চুক্তি করে FSDL (তৎকালীন IMG-R)। এই বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে চুক্তি। শোনা যাচ্ছে, ফেডারেশনের সঙ্গে নতুন চুক্তি না হলে আর লিগ চালাবে না এফএসডিএল।

অনমনীয় AIFF ও FSDL, ISL ঘিরে হঠাৎই আশঙ্কার কালো মেঘ!
অনমনীয় AIFF ও FSDL, ISL ঘিরে হঠাৎই আশঙ্কার কালো মেঘ!
| Edited By: | Updated on: Jun 19, 2025 | 1:47 PM
Share

কলকাতা: ১৪ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ইন্ডিয়ান সুপার লিগের। দলবদল শেষ। টিমগুলো প্রাক মরসুম প্রস্তুতিতে নেমেও পড়েছে। তারই মধ্যে দানা বাঁধছে আশঙ্কার কালো মেঘ। আইএসএল আদৌ হবে কিনা, তা নিয়েই দেখা দিয়েছে সংশয়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএলের মধ্যে চলছে দড়ি টানাটানি। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, তাতে কিন্তু কোনও পক্ষই নিজেদের দাবি ছাড়তে নারাজ। সমাধান সূত্র যদি না বেরোয়, আইসএলের ভবিষ্যৎ কী হবে, তা বলা যাচ্ছে না।

২০১০ সালে ফেডারেশনের সঙ্গে ১৫ বছরের চুক্তি করে FSDL (তৎকালীন IMG-R)। এই বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে চুক্তি। শোনা যাচ্ছে, ফেডারেশনের সঙ্গে নতুন চুক্তি না হলে আর লিগ চালাবে না এফএসডিএল। নতুন চুক্তি নিয়েই তৈরি হয়েছে জটিলতা। ১০ বছর আগের চুক্তি মতো বছরে ২০ কোটি টাকা বা লভ্যাংশের ২০ শতাংশ অর্থ এফএসডিএল দেয় ফেডারেশনকে। কিন্তু নতুন চুক্তিতে লভ্যাংশের ১৪ শতাংশ পাবে এআইএফএফ। তা নিয়েই তৈরি হয়েছে সমস্যা। ৩০ এপ্রিলের মধ্যে চুক্তিপত্রে সই করার কথা ছিল। যা এখনও হয়নি। এও শোনা যাচ্ছে, আইএসএল ক্লাবগুলোকে নাকি ইতিমধ্যেই এফএসডিএলের তরফে জটিলতার কথা জানিয়েও দেওয়া হয়েছে।

আইএসএল শুরু হওয়ার পর থেকেই ফেডারেশন জানিয়েছিল, চুক্তির ১০ বছরের মেয়াদ শেষ হলে এআইএফএফ নিজের দায়িত্বেই চালাবে দেশের সর্বোচ্চ লিগ। ১০ বছর চুক্তি শেষ হওয়ার মুখেই ফেডারেশনের নয়া গঠনতন্ত্র পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে জানা যাচ্ছে। নয়া গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে, দেশের সর্বোচ্চ লিগ পরিচালনা করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অন্য কোনও সংস্থা এই লিগ পরিচালনা করতে পারবে না। সুপ্রিম কোর্টে ফেডারেশনের নতুন গঠনতন্ত্রের খসড়া জমা দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও। তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও চুক্তিতে সই করতে পারবে না ফেডারেশন, আগেই নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচী ও পিএস নরসিমার ডিভিশন বেঞ্চ।

ফলে পুরো পরিস্থিতিই জট পেকে রয়েছে। ফেডারেশন কিংবা এফএসডিএল কোনও সমাধান সূত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছে না। দেশের সর্বোচ্চ আদালত যদি ফেডারেশনের খসড়া চুক্তি মেনে নেয়, তা হলে আইএসএল আয়োজনের পুরো দায়িত্ব নেবে তারাই। সে ক্ষেত্রে এফএসডিএল কী করবে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবল মহল।