লুসেইল : দেখতে দেখতে শেষলগ্নে কাতার বিশ্বকাপ। একের পর এক ভেলকির রঙ্গমঞ্চ হয়ে উঠেছে মরুশহর। তবে ফুটবল বিশ্বের কাছে এখন যেন একটাই ইচ্ছাপূরণের প্রত্যাশা। লিওনেল আন্দ্রেস মেসির হাতে উঠুক বিশ্বকাপের শিরোপা। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে,তবে মেসি নাম লেখাবেন বেকেনবাওয়ার,রোনাল্ডিনহো,জিদানের মতো কিংবদন্তিদের দলে। জিতলে মেসি কীভাবে তাঁদের দলে নাম লেখাবেন? তুলে ধরল TV9BANGLA।
কাতার বিশ্বকাপ যাত্রা আর্জেন্টিনার কাছে যেন এক রূপকথার মতো। বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ১-২ গোলে পরাজিত হয় মেসিবাহিনীরা। এর পর কোনও ফুটবল বোদ্ধার কাছে বোঝা সম্ভবপর হয়নি যে, আর্জেন্টিনা এর পরের ম্যাচ থেকে অপরাজিত থেকে ফাইনালে উত্তীর্ণ হয়ে যাবে। কথায় বলে,ভুল থেকে সর্বদা শিক্ষা নেওয়া উচিত। এই বাণী অক্ষরে অক্ষরে পালন করেছে বলেই আজকে ফাইনালে বিরাজমান মেসিবাহিনী। অধিনায়ক লিওর জন্য এই বিশ্বকাপ জিততে শেষ বিন্দু দিয়ে লড়তে চায় তাঁর দল। ফুটবল কেরিয়ারে মেসির হাতে আছে চ্যাম্পিয়ন্স লিগের একাধিক শিরোপা। ফুটবল বিশ্বের ইতিহাসে সর্বাধিক ব্য়ালন ডি’অরের শিরোপা জয়ীও লিও মেসি (সাত বার)। এরপর বিশ্বকাপের শিরোপা পেলে তাঁর নাম উজ্জ্বল করবে বেকেনবাওয়ার, রোনাল্ডিনহো, জিদানের মতো কিংবদন্তিদের পাশে। এই কিংবদন্তিরা তাঁদের ফুটবল জীবনে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ, ব্যালন ডি’অরের মতো শিরোপা। মেসিও কি পারবেন এই কিংবদন্তিদের দলে নিজের জায়গা করে নিতে? প্রশ্ন ঘুরছে ফুটবল মহলে।
মেসির বিশ্বকাপ স্বপ্ন পূরণ হোক। এ যেন কোটি কোটি সমর্থকের বাসনা। আজ লুসেইল স্টেডিয়ামে শুরু কাতার বিশ্বকাপের শেষ যুদ্ধ। ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল। ম্যাচ দেখতে যেন গদ গদ চিত্তে বিশ্ববাসী। মেসি-এমবাপে ডুয়েলে সাক্ষী হতে চলেছে ফুটবল বিশ্ব। কার হাতে উঠবে শিরোপা?কে হবেন শো স্টপার? জানতে চোখ রাখুন।