Lionel Messi: মেসি ম্যাজিক অব্যহত! টানা ৫ ম্যাচে গোল করে মায়ামিকে সেমিফাইনালে তুললেন LM10
Inter Miami: লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দলের খোলনলচে যেন পাল্টে গিয়েছে। এ বার লিগস কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ডেভিড বেকহ্যামের ক্লাব মায়ামি।

মায়ামি: আমেরিকায় গিয়ে সেরা ছন্দে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। মায়ামির জার্সিতে প্রতিটি ম্যাচেই লিওনেল মেসির (Lionel Messi) নতুন নতুন চমক দেখা যাচ্ছে। ডেভিড বেকহ্যামের ক্লাবে এই নিয়ে ৫টি ম্যাচ খেললেন। টানা ৫ ম্যাচেই গোল করেছেন এলএমটেন। এ বার লিগস কাপের (Leagues Cup) কোয়ার্টার ফাইনালে শার্লটের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল মায়ামি। এই ম্যাচের পর ইন্টার মায়ামির (Inter Miami) জার্সিতে মেসির গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৮। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ১২ মিনিটে শার্লটের বিরুদ্ধে এগিয়ে যায় মায়ামি। পেনাল্টি থেকে মায়ামির হয়ে প্রথম গোলটি করেন জোসেফ মার্টিনেজ। এরপর ৩২ মিনিটে মায়ামির হয়ে ব্যবধান বাড়ান রবার্ট টেলর। ২-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়। প্রথমার্ধে শার্লটের ফুটবলাররা মেসিকে আটকে রেখেছিলেন গোল করা থেকে। প্রথমার্ধে মেসির একটি শট রুখে দেন শার্লটের প্রতিপক্ষ। কিন্তু দ্বিতীয়ার্ধে তা আর সম্ভব হয়নি। যদিও মেসির গোলের আগে ৭৮ মিনিটে শার্লটের ডিফেন্ডার আদিলসন মান্ডালার আত্মঘাতী গোলে ৩-০ এগিয়ে যায় মায়ামি।
Messi does it again 🔥🔥 5 games straight✅ 8 goals✅
Campana to Messi for our fourth 👏#MIAvCLT | 4-0 pic.twitter.com/l7amAxwzrB
— Inter Miami CF (@InterMiamiCF) August 12, 2023
মায়ামির ম্যাচ আর মেসি গোল করবেন না, তাও আবার হয় নাকি! ৮৬ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যান লিওনেল মেসি। কাম্পানার পাস থেকে শার্লটের জালে বল জড়িয়ে দিয়ে মায়ামির পক্ষে স্কোরলাইন ৪-০ করেন মেসি। এই জয়ের ফলেই লিগস কাপের শেষ চারের টিকিট পেয়ে গেল ইন্টার মায়ামি। এ বার লিগস কাপের সেমিফাইনালে মেসির মায়ামির প্রতিপক্ষ ফিলাডেলফিয়া ইউনিয়ন। সেই ম্যাচটি হবে ১৫ অগস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ম জনবহুল শহর ফিলাডেলফিয়াতে।
Heading to Philly ✈️
We will face Philadelphia Union on the road for the @leaguescup Semifinals on Tuesday, August 15. pic.twitter.com/mR6xMYYJes
— Inter Miami CF (@InterMiamiCF) August 12, 2023