Lionel Messi: মায়ামির সর্বকালের সেরা… নিজের দেশের প্রাক্তনীর রেকর্ড ভাঙলেন মেসি!
Leo Messi-Inter Miami: স্কোরলাইনে আর একবার নাম লেখাতে পারতেন আর্জেন্টাইন সুপারস্টার। একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল আসেনি।

কলকাতা: সময়টা খারাপ যাচ্ছিল। চোটের কারণে দেশের হয়ে খেলতে পারছিলেন না। এখনই নীল-সাদাদের হয়ে নেমে পড়বেন, তা বলা যাচ্ছে না। তবে ফিট হয়ে উঠেছেন যে, তা প্রমাণ করে দিলেন। ইন্টার মায়ামির হয়ে এক অনন্য রেকর্ড করে বসলেন লিওনেল মেসি। টরন্টো এফসির বিরুদ্ধে গোল করে আরও এক রেকর্ডের মালিক বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ইন্টার মায়ামি দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিগুয়েনের রেকর্ড ভেঙে দিলেন এই ম্যাচে। নিজের দেশের সতীর্থর ৩৯ গোলের রেকর্ড ছিল মায়ামির হয়ে। তা ভাঙলেন মেসি। ইন্টার মিয়ামির জার্সি গায়ে টরোন্টো এফসির ম্যাচে দলের সর্বোচ্চ গোলদাতা হলেন।
আর্জেন্টাইন কোচ মাসচেরানো এই ম্যাচে প্রথম একাদশ থেকে বাইরে রেখেছিলেন মেসিকে। ম্যাচের প্রথমার্ধেই এক গোলে পিছিয়ে পড়ে মায়ামি। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগেই অসাধারণ হাফ ভলিতে নিজের দলকে সমতায় ফেরান মেসি। যদিও স্কোরলাইনে আর একবার নাম লেখাতে পারতেন আর্জেন্টাইন সুপারস্টার। একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল আসেনি। ম্যাচ শেষ হয় ১-১।
এই ম্যাচের পর ইন্টার মায়ামির জার্সি গায়ে ৪০টি গোল ও ২০টা অ্যাসিস্ট হয়ে গেল। বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন মায়ামির ইতিহাসের পাতায় নাম লেখালেন। মেসির আগমনের পর মায়ামি এখন এমএলএসের সেরা দল।
PASIÓN. pic.twitter.com/P2P1D1bSHa
— Inter Miami CF (@InterMiamiCF) April 7, 2025





