Lionel Messi: স্বামী চিনতে ভুল! মেসির সতীর্থকে জড়িয়ে চুমু খেতে যাচ্ছিলেন আন্তোনেলা
Antonela Roccuzzo: অপেক্ষার অবসান অবশেষে মেজর লিগ সকারে ডেবিউ হয়েছে লিওনেল মেসির। নিউইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে মেজর লিগ সকারে মেসির অভিষেক ম্যাচ দেখতে হাজির ছিলেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং সন্তানরা।

মায়ামি: আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পরিবারের সদস্যরা এখন মায়ামিতে রয়েছেন। লিওনেল মেসি (Lionel Messi) ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দেওয়ার পর দল পুরো পাল্টে গিয়েছে। সদ্য মেসির মেজর লিগ সকারে অভিষেকও হয়েছে। আরও কিছুদিন আগে মেজর লিগ সকারে মেসির ডেবিউ হয়ে যেত। কিন্তু লিগস কাপের ফাইনালে মায়ামি ওঠায়, তাতে দেরি হল। মেসির ম্যাজিকে প্রথম বার লিগস কাপ চ্যাম্পিয়ন হয়েছে মায়ামি। ন্যাশভিল এফসির বিরুদ্ধে ম্যারাথান পেনাল্টি শুট আউটে শেষমেশ ১০-৯ ব্যবধানে জেতে মায়ামি। স্বাভাবিক ভাবেই চ্যাম্পিয়ন হওয়ার পর মায়ামি শিবিরে চলে বিরাট সেলিব্রেশন। এ বার সেই সেলিব্রেশনের সময়ের এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা গিয়েছে স্বামীকে চিনতে ভুল করে, মেসির সতীর্থকে জড়িয়ে চুমু খেতে যাচ্ছিলেন আন্তোনেলা রোকুজ্জো (Antonela Roccuzzo)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, মায়ামির লিগস কাপ জয়ের পর মাঠের মধ্যে ফুটবলাররা এবং তাঁদের পরিবারের সদস্যরা সেলিব্রেট করছেন। সেখানে দেখা যায় মেসির স্ত্রী আন্তোনেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মেসির খোঁজে। এরপর আন্তোনেলা তাঁর দিকে এগিয়ে আসা জর্ডি আলবাকে জড়িয়ে ধরেন। এরপর আলবাকে মেসি ভেবে চুমু খেতে যাচ্ছিলেন আন্তোনেলা। তবে ততক্ষণাৎ আন্তোনেলা বুঝতে পারেন তিনি মেসি নন। কাছাকাছি আসতেই দু’জনই চমকে যান। একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান জর্ডি ও আন্তোনেলা। তারপর জর্ডি মেসির সন্তাদের দিকে এগিয়ে যান। আর মেসির স্ত্রী সামনের দিকে এগিয়ে যান।
Antonella thought Jordi Alba was Messi 😭😭😭 pic.twitter.com/hRoDwBtP0Q
— Sara 🦋 (@SaraFCBi) August 26, 2023
উল্লেখ্য, লিওনেল মেসি এবং জর্ডি আলবা বার্সেলোনায় একসঙ্গে খেলতেন। এখন তাঁরা মায়ামির হয়ে খেলছেন। মেসির স্ত্রী আন্তোনেলার তাঁর স্বামীকে চিনতে ভুল হওয়ার কয়েকটি কারণ রয়েছে। যেমন – মেসি এবং আলবা দু’জনই একই রংয়ের জার্সি পরেছিলেন। এবং তাঁদের দু’জনের উচ্চতা প্রায় একই। শুধু তাই নয়, মেসি ও আলবা দু’জনের বডি ল্যাঙ্গোয়েজ এবং তাঁদের চুল-দাঁড়ির মধ্যেও মিল রয়েছে। তাই আন্তোনেলা মেসিকে চিনতে ভুল করেছেন।





