Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pep Guardiola: ‘ফুটবল ট্রান্সফার মার্কেটের ভোল বদলে দিয়েছে সৌদি আরব’, বলছেন ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওলা

সম্প্রতি ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল আহলিতে যোগ দিয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ (Riyad Mahrez)। তারপর ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) কোচ পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola) বলেছেন, 'ফুটবল ট্রান্সফার মার্কেটের ভোল বদলে দিচ্ছে সৌদি।'

Pep Guardiola: 'ফুটবল ট্রান্সফার মার্কেটের ভোল বদলে দিয়েছে সৌদি আরব', বলছেন ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওলা
'ফুটবল ট্রান্সফার মার্কেটের ভোল বদলে দিয়েছে সৌদি আরব', বলছেন ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওলাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 7:48 AM

ম্যাঞ্চেস্টার: এক এক তারকা ফুটবলার সৌদির পথে পা বাড়াচ্ছেন। সেই সব তারকা ফুটবলারদের পেয়ে ঢেলে সেজে উঠছে সৌদি ফুটবল। সম্প্রতি ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল আহলিতে যোগ দিয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ (Riyad Mahrez)। তারপর ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) কোচ পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola) বলেছেন, ‘ফুটবল ট্রান্সফার মার্কেটের ভোল বদলে দিচ্ছে সৌদি।’ বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্রিমিয়ার লিগ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-আহলিতে নতুন কেরিয়ার শুরু করতে চলেছেন আরজেরিয়ার ফুটবলার রিয়াদ মাহরেজ। জানা গিয়েছে, সৌদির ক্লাব আল-আহলির সঙ্গে রিয়াদ মাহরেজের ৩০ মিলিয়ন পাউন্ডের চুক্তি হয়েছে। ম্যান সিটির স্প্যানিশ ম্যানেজার পেপ গুয়ার্দিওলাকে জিজ্ঞাসা করা হয়, মাহরেজকে তিনি সিটিতেই রেখে দিতে চেয়েছিলেন কিনা? উত্তরে গুয়ার্দিওলা বলেন, “অবশ্যই। আমি একজন ম্যানেজার হিসাবে ওর সঙ্গে থাকাটা উপভোগ করেছি। ওর সঙ্গে আমার বিশেষ সম্পর্ক ছিল। সৌদি আরর ফুটবলের ট্রান্সফার বাজার বদলেছে। কয়েক মাস আগে যখন ক্রিশ্চিয়ানো (রোনাল্ডো) একমাত্র সৌদির ক্লাবে গেল, তখন কেউ ভাবেনি এত তারকা ফুটবলার সৌদি লিগে খেলবে।”

পেপ গুয়ার্দিওলা আরও বলেন, “ভবিষ্যতে আরও অনেক কিছু হবে এবং সেই জন্য ক্লাবগুলিকে কী ঘটছে তা নিয়ে সচেতন হতে হবে। রিয়াদ মাহরেজ একটা অবিশ্বাস্য অফার পেয়েছিল এবং সেই কারণেই আমরা ওকে আটকে রাখতে পারিনি।” পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে সৌদি প্রো লিগ ইউরোপ-ভিত্তিক ফুটবলারদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমা, বিশ্বকাপ জয়ী এন’গোলো কান্তে এবং প্রাক্তন লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসনও সৌদির ক্লাবে দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ম্যান সিটি ছেড়ে সৌদির ক্লাবে যোগ দিতে পারেন পর্তুগিজ সুপারস্টার বের্নান্দো সিলভা। আল হিলালে তাঁর যোগ দেওয়ার খবর শোনা যাচ্ছে। পেপ গুয়ার্দিওলা বলেন, ‘ওরা একটা শক্তিশালী লিগ তৈরি করতে চাইছে। এই মুহূর্তে সৌদি লিগ তাবড় ফুটবলারদের সই করিয়ে নিতে চাইছে। এবং তাঁদের অন্য লিগে খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছে।’