Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: সৃঞ্জয়ের সমর্থনে হাত ধরতে পেরেছিলাম…, সঞ্জীব গোয়েঙ্কাকে শুভেচ্ছা মোহনবাগান সভাপতির

Mohun Bagan, ISL 2024-25: সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে হাত মেলানোর সময় প্রচুর সমালোচনার সামনে পড়তে হয়েছিল মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু) এবং সে সময় সচিব পদে থাকা সৃঞ্জয় বোস ও তাঁর কমিটিকে। সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক, বারবার প্রমাণ হচ্ছে।

Mohun Bagan: সৃঞ্জয়ের সমর্থনে হাত ধরতে পেরেছিলাম..., সঞ্জীব গোয়েঙ্কাকে শুভেচ্ছা মোহনবাগান সভাপতির
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2025 | 7:28 PM

একের পর এক সাফল্য। ইন্ডিয়ান সুপার লিগে এ বার দ্বিমুকটও জিতেছে মোহনবাগান। এখনও মরসুম শেষ হয়নি। জাতীয় স্তরে আরও একটা ট্রফিও জেতার সুযোগ রয়েছে। কয়েক দিন পরই শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। ধারাবাহিক সাফল্য পেয়ে চলেছে মোহনবাগান। যদিও সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে হাত মেলানোর সময় প্রচুর সমালোচনার সামনে পড়তে হয়েছিল মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু) এবং সে সময় সচিব পদে থাকা সৃঞ্জয় বোস ও তাঁর কমিটিকে। সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক, বারবার প্রমাণ হচ্ছে। আইএসএলে দ্বিমুকুট জিততেই সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠিতে শুভেচ্ছা জানালেন এবং টিমের সাফল্যের কৃতিত্বও দিলেন।

সামনেই মোহনবাগান ক্লাবে নির্বাচন। তার আগে পয়লা বৈশাখে প্রতি বছরের মতোই বারপুজো হবে। আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল নকআউট ট্রফি ক্লাব তাঁবুতে রাখা হতে পারে। অনেকেই মনে করছেন, ট্রফি আনাটা অন্য সময়ের মতো নয়। বরং মোহনবাগানের বর্তমান শাসক গোষ্ঠী এই জোড়া ট্রফিকে নিজেদের সাফল্য হিসেবে তুলে ধরে নির্বাচনের বৈতরণী পেরোনোর হাতিয়ার করতে চাইছে না। এমন পরিস্থিতিতে মোহনবাগান সভাপতি সমর্থকদের যেন মনে করিয়ে দিলেন, কৃতিত্বটা আসলে কাঁর।

মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠিতে নানা বিষয়ে লিখেছেন। টুটু বোস চিঠিতে লেখেন, ‘মোহনবাগান ঐতিহাসিক দ্বিমুকুট জিতেছে। খেলার প্রতি আবেগ, টিমের মধ্যে বোঝাপড়া এবং দূরদর্শিতা থাকলেই এমন ধারাবাহিকতা সম্ভব। প্রচণ্ড আনন্দের মুহূর্তে আপনাকে শুভেচ্ছা জানাই।’

দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ এবং টিমের সঙ্গে যুক্ত সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন। কয়েকবছর আগে নেওয়া সিদ্ধান্ত যে দূরদর্শিতারই উদাহরণ ছিল, সেটাও তুলে ধরেন মোহনবাগান সভাপতি। চিঠিতে আরও লেখেন, ‘আমার আরও বেশি আনন্দ হচ্ছে, আমার মাতৃসম ক্লাবকে নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। নানা প্রতিকৃলতার মধ্যেও সে সময় মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস পাশে ছিলেন। তিনি সমর্থন করেছেন। কার্যকরী কমিটি পাশে ছিল। সে কারণেই আপনার সঙ্গে হাত মেলানোর এমন দৃষ্টান্তকারী সিদ্ধান্তটা নিতে পেরেছিলাম।’

ভারতীয় ফুটবলে মোহনবাগান একটি নতুন যুগের সূচনা করেছে। এই সাফল্য বজায় থাকবে। শুধু সর্বভারতীয় স্তরেই নয়, আগামীতে এএফসির টুর্নামেন্টের চ্যালেঞ্জ পেরিয়ে মোহনবাগান সাফল্য পাবে, আশাবাদী মোহনবাগান সভাপতি। সবশেষে মাতৃসম ক্লাবকে নিয়ে লেখেন, ‘জয় মোহনবাগান’।