Mohun Bagan: বড় সমস্যায় মোহনবাগান, ফিফার রোষে আইএসএলে দ্বি-মুকুটজয়ী টিম
Mohun Bagan Transfer Ban: ফিফায় অভিযোগ জমা পড়ার পরই নড়েচড়ে বসে তারা। এরপরই মোহনবাগানকে ট্রান্সফার ব্যান করে ফিফা। মোহনবাগানের দাবি, ফিফার কাছে গত দু'বছর ধরে তারা চিঠি দেয়।

সলিডারিটি পেমেন্ট না করায় মোহনবাগানকে ট্রান্সফার ব্যান করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। মোহনবাগানের এক বিদেশি ফুটবলারের পেমেন্ট সংক্রান্ত সমস্যায় ফিফায় অভিযোগ হওয়ায় ক্লাবকে ট্রান্সফার ব্যান করল ফিফা। সলিডারিটি পেমেন্ট কী? যে বিদেশি ফুটবলারকে সই করিয়েছে মোহনবাগান, তাঁর পুরনো ক্লাব থেকে অ্যাকাডেমিকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। সূত্রের খবর সেই বিদেশি ফুটবলারের পেমেন্টের ১০ শতাংশ অর্থ না পাওয়ায় ফিফায় অভিযোগ জমা পড়ে। এরপরই মোহনবাগানকে ট্রান্সফার ব্যান করে ফিফা। সর্বভারতীয় ফুটবল সংস্থার কাছে এ বিষয়ে চিঠিও পাঠিয়েছে ফিফা।
মোহনবাগানের তরফে দাবি করা হয়েছে, ফিফার কাছে গত দু’বছর ধরে তারা এই বিষয়টি নিয়ে চিঠি দেয়। নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্রান্সফার করার জন্য চিঠি পাঠালেও, ফিফা মোহনবাগানকে error লিখে রিপ্লাই পাঠায়। অর্থাৎ মোহনবাগান যে সলিডারিটি পেমেন্টটা করবে, তা কোন পদ্ধতিতে বা প্রক্রিয়ার করবে তার জন্য চিঠি পাঠিয়ে জানতে চেয়েও নির্দিষ্ট করে কোনও উত্তর পায়নি। অবশ্য তার পরও প্রশ্ন উঠছে মোহনবাগানের ম্যানেজমেন্টকে নিয়ে।
কার ভুলে বা দোষে এই সমস্যায় মোহনবাগান তা পরিষ্কার নয়। তবে সমস্যায় পড়েছে মোহনবাগানই। সদ্য সমাপ্ত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছে মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগে টানা দু-বার লিগ শিল্ড জিতেছে তারা। শুধু তাই নয়, আইএসএলে এ বার দ্বি-মুকুটও। শিল্ডের পাশাপাশি নকআউট ট্রফিও জিতেছে মোহনবাগান সুপার জায়ান্টস। সূত্রের খবর, যে বিদেশি ফুটবলারকে নিয়ে মোহনবাগান সমস্যায় পড়েছেন, তিনি বিশ্বকাপার জেসন কামিংস।





