Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA Women’s World Cup 2023: বন্দুকবাজের হামলার পর অগ্নিকাণ্ড! মহিলাদের বিশ্বকাপে দুর্ঘটনার কবলে নিউজিল্যান্ড

New Zealand Women's Football Team: দিন তিনেক আগে, যে দিন মহিলাদের বিশ্বকাপ শুরু হল সে দিন অকল্যান্ডে বন্দুকবাজের হামলা হয়েছিল। সেই হামলায় ৩ জন মারা গিয়েছেন। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক দুর্ঘটনা। এ বার অগ্নিকাণ্ডের কবলে নিউজিল্যান্ডের মহিলা ফুটবলারদের টিম হোটেল।

FIFA Women's World Cup 2023: বন্দুকবাজের হামলার পর অগ্নিকাণ্ড! মহিলাদের বিশ্বকাপে দুর্ঘটনার কবলে নিউজিল্যান্ড
FIFA Women's World Cup 2023: বন্দুকবাজের হামলার পর অগ্নিকাণ্ড! মহিলাদের বিশ্বকাপে দুর্ঘটনার কবলে নিউজিল্যান্ড
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 5:57 PM

অকল্যান্ড: মহিলাদের ফুটবল বিশ্বকাপ (FIFA Women’s World Cup 2023) চলার মাঝেই নিউজিল্যান্ডে (New Zealand) ঘটে চলেছে একের পর এক অপ্রীতিকর ঘটনা। দিন তিনেক আগে, যে দিন মহিলাদের বিশ্বকাপ শুরু হল সে দিন অকল্যান্ডে বন্দুকবাজের হামলা হয়েছিল। সেই হামলায় ৩ জন মারা গিয়েছেন। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক দুর্ঘটনা। এ বার অগ্নিকাণ্ডের কবলে নিউজিল্যান্ডের মহিলা ফুটবলারদের টিম হোটেল। অলকল্যান্ডের পুলম্যান হোটেলে ছিলেন নিউজিল্যান্ডের জাতীয় ফুটবল দলের মহিলা ফুটবলাররা। রবিবার রাত ৮টা নাগাদ তাঁদের টিম হোটেলে আগুন লেগে যায়। এই ঘটনাটি ঘটার পরই নিউজিল্যান্ডের ফুটবলারদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আগুন লাগার সময় অকল্যান্ডের পুলম্যান হোটেলেই ছিলেন নিউজিল্যান্ডের মহিলা ফুটবলার, সাপোর্ট স্টাফরা। সাময়িকভাবে প্রথমে নিউজিল্যান্ডের মহিলা ফুটবলার, সাপোর্ট স্টাফরা হোটেলের নিকটবর্তী রেস্তোরাঁয় আশ্রয় নেয়। নিউজিল্যান্ড ফুটবলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, টিম হোটেলে আগুন লাগার খবর পাওয়ার পরই দলের সদস্য ও সাপোর্ট স্টাফদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কোনও ফুটবলারই ক্ষতিগ্রস্ত হননি। নিউজিল্যান্ড হেরল্ড সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, আগুন লাগার ফলে যে ধোঁয়া তৈরি হয়েছিল, তার ফলে হোটেলে থাকা চারজন ব্যক্তির শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল। আর স্থানীয় দমকল সূত্রে জানা গিয়েছে, হোটেলের উপরের দিকে বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছিল। সেই জায়গা থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

নিউজিল্যান্ডের ডিফেন্ডার সিজে বট জানান, আগুন লাগার পর তাঁরা যখন হোটেলের এক এমার্জেন্সি গেট দিয়ে বেরোনোর চেষ্টা করেন তখন তার আশপাশ ধুঁয়োয় ভরে গিয়েছিল। ফলে তাঁরা অন্য এক এমার্জেন্সি গেট দিয়ে নিরাপদে হোটেলের বাইরে বেরিয়ে আসেন। নিউজিল্যান্ড পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে এই অগ্নিকাণ্ডের জেরে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপের জন্য অকল্যান্ডে রয়েছে নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, আর্জেন্টিনা, নরওয়ে, ফিলিপাইনস, পর্তুগাল ও ইতালি — এই আটটি দল।