AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo: আমাদের লড়াই শেষ… মেসিকে নিয়ে রোনাল্ডো কেন বললেন এমন কথা?

Lionel Messi: কেরিয়ারের একবারে শেষ দিকে দাঁড়িয়ে রয়েছেন দুই তারকা। তবু দু'জনই সেরাটা দিচ্ছেন। ডেভিড বেকহ্যামের মায়ামির হয়ে মেসি দুরন্ত খেলছেন।

Cristiano Ronaldo: আমাদের লড়াই শেষ... মেসিকে নিয়ে রোনাল্ডো কেন বললেন এমন কথা?
আমাদের লড়াই শেষ... মেসিকে নিয়ে রোনাল্ডো কেন বললেন এমন কথা?Image Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 7:00 AM
Share

লিসবন: প্রতি প্রজন্মে কেউ না কেউ তারকা হন। তাঁকে ঘিরেই আবর্তিত হয় ফুটবল। পেলে, মারাদোনা যেমন ছিলেন। কিন্তু একই প্রজন্মে জোড়া তারকার দেখা খুব একটা মেলে না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), লিওনেল মেসির (Lionel Messi) মতো। ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মাঠ আর মাঠের বাইরে, এলএম টেন বনাম সিআর সেভেন দেখতেই অভ্যস্ত ছিল সারা দুনিয়া। গোলের জবাব গোল, ব্যালন ডি’অরের বদলে ব্যালন ডি’অর। এই লড়াই যেন শেষই হচ্ছিল না। রোনাল্ডো ইউরো জিতেছেন তো মেসি কেন দেশের হয়ে সফল নন, তা নিয়ে চর্চা হয়েছে। মেসি জবাব দেওয়ার জন্য জিতেছেন কোপা আমেরিকা, বিশ্বকাপ। রোনাল্ডো আবার পড়েছেন সমালোচনার মুখে। দুই তারকার অগণিত ভক্ত। তর্ক, যুদ্ধ, লড়াই হয়েছে তাঁদের মধ্য়েও। রোনাল্ডোর এখন ৩৮ বছর বয়স। মেসির ৩৬। এই বয়সে আর দু’জনের লড়াই কি দেখা যাবে। সে সম্ভাবনা নেই। রোনাল্ডো চলে গিয়েছেন সৌদি লিগে। মেসি আমেরিকায়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও বলে দিচ্ছেন, তাঁদের সেই লড়াই শেষ হয়ে গিয়েছে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে বিস্তারিত।

রোনাল্ডো-মেসি যৌথ ভাবে জিতেছেন ৭৯ ট্রফি। দু’জন মিলে করেছেন ৮০০ গোল। রোনাল্ডো বলছেন, ‘আমি আর ও ভাবে ব্য়াপারটা দেখছি না। আমাদের লড়াইয়ের দিন শেষ। দর্শকদের আমাদের লড়াই ভালো লাগত, এটা একটা ভালো দিক। যারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ভালোবাসত, তারা কিন্তু লিওনেল মেসিকে অপছন্দ করত না। ও দিক থেকেও ব্যাপারটা তাইই ছিল। আমরা দু’জনই মাঠে ভালো পারফর্ম করেছি। ফুটবল ইতিহাসটাই পাল্টে দিয়েছিলাম। সারা বিশ্ব আমাদের সম্মান করেছে। এটাই তো সবচেয়ে বড় ব্যাপার।’

কেরিয়ারের একবারে শেষ দিকে দাঁড়িয়ে রয়েছেন দুই তারকা। তবু দু’জনই সেরাটা দিচ্ছেন। ডেভিড বেকহ্যামের মায়ামির হয়ে মেসি দুরন্ত খেলছেন। মার্কিন মুলুকে আবার ফুটবল জোয়ার এসেছে। আগামী বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। মেসি মেজর সকার লিগে নাম লেখায় ফুটবল উন্মাদনা আরও বাড়বে। যা বিশ্বকাপের পারদ চড়িয়ে দেবে। সে দিক থেকে দেখলে, মেসির মতো রোনাল্ডোও যেন এক ফুটবল গোলার্ধ তৈরিতে ব্যস্ত। সৌদি প্রো লিগকে জনপ্রিয়তার শিখরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। রোনাল্ডোকে দেখেই ইউরোপ ছেড়ে একে একে নামী ফুটবলাররা যোগ দিয়েছেন। মেসির এক সময়ের সতীর্থ নেইমার এখন রোনাল্ডোর প্রতিবেশী। লড়াই শেষ যতই বলুন, সত্যিই কি শেষ হয়? সারা জীবন থেকে যাবে রোনাল্ডো বনাম মেসি!