লুসেইল : বিশ্বকাপে গোল সংখ্যায় সমান মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লুসেইল স্টেডিয়ামে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্বকাপে দু-জনেরই গোল ৮টি করে। সংখ্যায় ফের ছাপিয়ে যাওয়ার সুযোগ ছিল রোনাল্ডোর সামনে। হয়েও, হল না। কাতার বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হল পর্তুগাল বনাম উরুগুয়ে (PORTUGAL vs URUGUAY)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফার্নান্ডেজ, লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, দিয়েগো গডিন, বেন্তাঙ্কুর। ক্লাব ফুটবলে এক ঝাঁক পরিচিত নাম। আকর্ষণের কেন্দ্রে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পর্তুগাল। টানা দ্বিতীয় জয়ে শেষ ষোলোও নিশ্চিত করল। প্রথম ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়েছিল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করেছিলেন। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের ৫৪ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের ভাসানো বলে রোনাল্ডোর লাফ। গোলের সেলিব্রেশনে মাতলেও রোনাল্ডো নিশ্চিত ছিলেন না লাস্ট টাচ তাঁরই কিনা। প্রাথমিকভাবে তাঁর গোলই দেওয়া হয়েছিল। তবে বারবার রিপ্লে দেখে ব্রুনোর গোলই ঘোষণা হয়। রোনাল্ডো কেন সেলিব্রেশন করলেন, এই নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। বিশ্বকাপের অন্য ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
ব্রুনো ফার্নান্ডেজের অনবদ্য শট বাঁচিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক। পরের মহূর্তে আর একটি শট পোস্টে লাগে। হ্যাট্রিক হল না ব্রুনোর।
পর্তুগালকে পেনাল্টি দেওয়ায় উরুগুয়ে সমর্থকদের ক্ষোভে রেফারি। উরুগুয়ে সমর্থকরা অশ্লীল ইঙ্গিত করলেন রেফারিকে। ব্রুনো ফার্নান্ডেজের পেনাল্টি গোলে ২-০ এগিয়ে পর্তুগাল।
আর কিছুক্ষণ বাকি। পর্তুগাল এগিয়ে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে নেওয়া হল।
পরিবর্ত হিসেবে নেমেই গোলের সুযোগ। যদিও কাজে লাগাতে পারলেন না সুয়ারেজ।
উরুগুয়ে বনাম পর্তুগাল ম্যাচে... দ্বিতীয়ার্ধের শুরুতেই এই ঘটনা...
A pitch invader with a shirt reading "Save Ukraine" and a rainbow flag during Portugal vs Uruguay.
They risked it all to send the message 😮#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/YdlmumCNQw
— 101 Great Goals (@101greatgoals) November 28, 2022
পরিবর্তনেও কনফিউশন! তবে এডিনসন কাভানির পরিবর্তেই নামানো হল লুইস সুয়ারেজকে।
এ বার হয়তো নামানো হবে সুয়ারেজকে...
রোনাল্ডোর গোল নয়। অফিসিয়ালি জানানো হল ব্রুনোর ভাসানো বল সরাসরি জালে ঢুকেছে। রোনাল্ডো লাফালেও তাঁর মাথায় ছোঁয়া লাগেনি। বিশ্বকাপের মঞ্চে গোল সংখ্যা ৮-ই রইল রোনাল্ডোর।
বিশ্বকাপে গোল সংখ্য়ায় কিংবদন্তি ইউসেবিওকে ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের মঞ্চে নবম গোল রোনাল্ডোর।
এ বারের বিশ্বকাপে এমন মুহূর্ত অনেক দেখা গিয়েছে। আবারও তাই। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধে কাঙ্খিত গোল পর্তুগালের। ব্রুনো ফার্নান্ডেজের ভাসানো বলে মাথা ছোঁয়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং গোল। বি:দ্র- একজন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বর্তমান, আর এক জন সদ্য প্রাক্তন।
বিশ্বকাপের ম্যাচেও এমন নিরাপত্তা!!! মাঠে ঢুকে পড়েছিলেন এক সমর্থক। সম্ভবত, সমকামিতাকে সাপোর্ট করে পতাকা নিয়ে মাঠে ঢুকেছিলেন। যদিও পুরো বিষয়টি স্ক্রিনে দেখানো হয়নি।
এ বার বেশ কিছু ম্যাচেই দেখা গিয়েছে, প্রথমার্ধে কোনও দলই সুবিধা করে উঠতে পারেনি। দ্বিতীয়ার্ধে অনবদ্য কিছু গোল দেখা গিয়েছে। পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচেও তেমন কিছুই কি অপেক্ষা করে রয়েছে?
মাঠ ছাড়লেন পর্তুগাল ডিফেন্ডার নুনো মেন্ডেজ। রাফায়েল গায়েরো তাঁর পরিবর্ত।
একের পর এক অনবদ্য মুহূর্ত। যদিও স্কোর লাইনে তার প্রভাব পড়ছে না।
বক্সের সামনে ফ্রি-কিক। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো...কিন্তু ওয়ালেই আটকে গেল...
আর কয়েক মিনিটের অপেক্ষা...
Bring the 𝐇𝐄𝐀𝐓 🔥😤🔥
Aquecimento realizado com sucesso! Warm Up: ✅! #VesteABandeira #WearTheFlag #FIFAWorldCup pic.twitter.com/oWfezz5eBf
— Portugal (@selecaoportugal) November 28, 2022
বিশ্বকাপে গত ৮ ম্যাচের মধ্যে সাত ম্যাচেই ক্লিনশিট রেখেছে উরুগুয়ে। পর্তুগাল কি পারবে তাদের রক্ষণ ভাঙতে?
👊🏼 ¡𝗩𝗔𝗠𝗢𝗢𝗢𝗢𝗢𝗢𝗢!#ElEquipoQueNosUne pic.twitter.com/pR6gXJDDxz
— Selección Uruguaya (@Uruguay) November 28, 2022
কালারফুল পর্তুগাল গ্যালারি...
💚💛❤️#VesteABandeira #WearTheFlag #FIFAWorldCup pic.twitter.com/ESQIec6zSn
— Portugal (@selecaoportugal) November 28, 2022
মরণ বাঁচন ম্যাচ। এক নজরে উরুগুয়ের প্রথম একাদশ- সের্গিও রোচে, হোসে গিমিনেজ, দিয়েগো গডিন, সেবাস্তিয়ান কোয়েতস, গুইলেরমো বারেলা, মাতিয়াস অলিভিয়েরা, রড্রিগো বোন্তাঙ্কুর, ফেডেরিকো ভালভার্দে, মাতিয়াস ভেসিনো, ডারউইন নুনেজ, এডিনসন কাভানি।
✍🏼 𝗟𝗔 𝗣𝗟𝗔𝗡𝗜𝗟𝗟𝗔
Ficha del partido contra @selecaoportugal por el 𝗚𝗥𝗨𝗣𝗢 𝗛 de la @fifaworldcup. #ElEquipoQueNosUne pic.twitter.com/H6pbCmDc3H
— Selección Uruguaya (@Uruguay) November 28, 2022
দু-বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে পর্তুগালের প্রথম একাদশ- দিয়োগো কোস্তা, জোয়াও ক্য়ান্সেলো, পেপে, রুবেন দিয়াজ, নুনো মেন্ডেস, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্ডেজ, উইলিয়াম, বার্নার্ডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোয়াও ফেলিক্স।
Que a 𝗠𝗮𝗴𝗶𝗮 comece! 🪄 Este é o nosso 11 Inicial para hoje! 👥🇵🇹 #VesteABandeira
Let the 𝗦𝗵𝗼𝘄 begin! 🎭 This is our Starting 11 for today! 👥 #WearTheFlag pic.twitter.com/riGoQ3zyYQ
— Portugal (@selecaoportugal) November 28, 2022
TV9Bangla-র লাইভ ব্লগে স্বাগত। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ। পর্তুগাল প্রথম ম্যাচে জিতেছে। ফলে তারা কিছুটা হলেও সুবিধাজনক জায়গায়। চাপে রয়েছে উরুগুয়ে। প্রথম ম্যাচে ড্র করেছে তারা। এই ম্যাচ হারলে নকআউটের সম্ভাবনা ক্ষীণ হবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমর্থকরা মুখিয়ে দলের জয় এবং রোনাল্ডোর সেই চেনা সেলিব্রেশন 'সিউউউউউউউ'।
Published On - Nov 28,2022 11:30 PM