UCL: বদলার ম্যাচ ইউরোপে! রিয়াল আর বায়ার্ন কি পাল্টা আঘাত হানবে?
রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের বাধা টপকে সেমি এবং ফাইনালে ওঠে, উল্টো দিক থেকে যদি বার্সেলোনা ওঠে, ফাইনালে এলক্লাসিকো হবে। যা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফুটবল প্রেমীরা।

কলকাতা: জমজমাট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। জমে উঠেছে সেমিফাইনালের লড়াই। ইতিমধ্যে সেমিফাইনালের টিকিট পেয়ে গিয়েছে স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা। বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-৩ হেরেও সেমিতে লামিন ইয়ামালরা। প্রথম লেগে ডর্টমুন্ডকে ৪-০ ফলে হারিয়েছিল বার্সা। তার দরুণ আ্যগ্রিগেটের বিচারে ৫-৩ গোলে জয়ী বার্সেলোনা। অন্য দিকে, অ্যাস্টন ভিলাকে হারিয়ে ইউসিএল এর সেমিতে পিএসজি। আ্যগ্রিগেটের বিচারে ৫-৪ গোলে জয়ী ফ্রান্সের এই জনপ্রিয় ক্লাব।
আজ গভীর রাতে এপ্রিল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হতে চলছে দুই হেভিওয়েট টিম। সবচেয়ে বেশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বনাম ইংল্যান্ডের ঐতিহ্যশালী ক্লাব আর্সেনাল। প্রথম লেগে ৩-০ গোলের বিচারে এগিয়ে আছে আর্সেনাল। প্রথম লেগে রিয়ালকে হেলায় হারিয়েছিল ইংল্যান্ডের এই ক্লাব। প্রথম লেগে ফ্রি কিক থেকে চোখ ধাঁধানো গোল করেছিলেন ডেক্লেন রাইস। তাঁর জোড়া গোল ছিল সেই ম্যাচে। সেই ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেছিলেন রিয়াল মিডফিল্ডার কামাভিঙ্গা। ফিরতি দফার ম্যাচে তিনি পারবেন না খেলতে।
দ্বিতীয় লেগে বলার অপেক্ষা রাখে না যে রিয়াল মাদ্রিদ মরণ কামড় দিতে চলেছে আর্সেনালকে। রিয়াল মাদ্রিদের কাছে এই ম্যাচ খুব কঠিন। তবে পিছিয়ে পরে বহু ম্যাচ অতীতে জিতেছে ১৪বারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা। আর্সেনাল দল চেষ্টা করবে প্রথম থেকেই লিড ধরে রাখার। যাতে পাল্টা চাপে রাখা যায়।
অপর দিকে, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান মুখোমুখি হচ্ছে জার্মানির সেরা দল বায়ার্ন মিউনিখের। প্রথম লেগের জমজমাট ম্যাচের পরে ২-১ গোলে এগিয়ে রয়েছে ইন্টার। দ্বিতীয় লেগে মাঠে নামার আগে জার্মান জায়ান্ট মুখিয়ে রয়েছে বদলার ম্যাচের জন্য। এই ম্যাচ জিতে নিজেদের শেষ চারের টিকিট পাকা করতে চান টমাস মুলাররা। অন্য দিকে নিজেদের গোলের ব্যবধান বাড়িয়ে নিতে চাইবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের স্ট্রাইকার মার্টিনেজ এবং তাঁর দলবল।
রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের বাধা টপকে সেমি এবং ফাইনালে ওঠে, উল্টো দিক থেকে যদি বার্সেলোনা ওঠে, ফাইনালে এলক্লাসিকো হবে। যা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফুটবল প্রেমীরা।





