ISL 2021-22: বেঙ্গালুরু ম্যাচের আগে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লাল-হলুদ কোচ
বেঙ্গালুরু ম্যাচের আগে কোচ মারিও বলেন, 'আমি যোগ দেওয়ার সময় দলের যা অবস্থা ছিল, তার চেয়ে অনেক পরিবর্তন এসেছে। আমাদের বিরুদ্ধে জয় পেতে প্রত্যেক দলকেই অনেক কষ্ট করতে হয়েছে। খেলায় আমরা অনেক উন্নতি করেছি। দল যে অবস্থায় ছিল, তার চেয়ে উঁচুতে উঠেছে এবং সেই জায়গাটাও ধরে রাখতে পেরেছে। বেশ ভালো ও আক্রমণাত্মক ফুটবল খেলেছি আমরা। ছেলেদের জন্য আমি গর্বিত।'
ভাস্কো: এ বারের আইএসএলে (ISL) এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) শোচনীয় অবস্থা দেখে হতাশ সমর্থকরা। শনিবারই লিগের শেষ ম্যাচে মাঠে নামছে লাল-হলুদ। তারপরই গোয়া থেকে যে যার ডেস্টিনেশনে চলে যাবেন। শনিবার লাল-হলুদের সামনে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি। বিএফসিকে হারালেও এগারো থেকে দশে ওঠা সম্ভব নয় এসসি ইস্টবেঙ্গলের। কারণ নর্থ ইস্টের বিরুদ্ধে হেড টু হেডে পিছিয়ে মারিও রিভেরার (Mario Rivera) দল। ৯৪ বছর আগের লজ্জা ফিরিয়ে এনেছেন পেরোসেভিচ, পর্চেরা। আইএসএলে অবমন না থাকায় রক্ষে। কিন্তু দলের এই জঘন্য পারফরম্যান্স মোটেই শান্তি দিচ্ছে না সমর্থকদের। দীর্ঘদিন কোনও জাতীয় ট্রফি নেই। তার ওপর দলের হতশ্রী পারফরম্যান্স। সব মিলিয়ে বেশ বিরক্ত লাল-হলুদ জনতা। ১৯ ম্যাচে মাত্র একটাতে জিতেছে এসসি ইস্টবেঙ্গল। ১০টায় হার আর ৮টা ড্র। ঝুলিতে ১১ পয়েন্ট।
বেঙ্গালুরু ম্যাচের আগে কোচ মারিও বলেন, ‘আমি যোগ দেওয়ার সময় দলের যা অবস্থা ছিল, তার চেয়ে অনেক পরিবর্তন এসেছে। আমাদের বিরুদ্ধে জয় পেতে প্রত্যেক দলকেই অনেক কষ্ট করতে হয়েছে। খেলায় আমরা অনেক উন্নতি করেছি। দল যে অবস্থায় ছিল, তার চেয়ে উঁচুতে উঠেছে এবং সেই জায়গাটাও ধরে রাখতে পেরেছে। বেশ ভালো ও আক্রমণাত্মক ফুটবল খেলেছি আমরা। ছেলেদের জন্য আমি গর্বিত।’
Mario Rivera answered questions from the media ahead of our final game of the season against Bengaluru FC.
Quotes ?#SCEBBFC #JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/sEctpiNiWO
— SC East Bengal (@sc_eastbengal) March 4, 2022
শেষ ম্যাচ থেকে কিছু পাওয়ার নেই। লাল-হলুদ কোচ বলেন, ‘ফুটবলাররা সবাই পেশাদার। ওরা সব ম্যাচেই ভালো খেলতে চায় ও জিততে চায়। নিজেরাই নিজেদের উজ্জীবিত করতে পারে।’ মরসুম শেষে সমর্থকদের উদ্দেশে মারিও বলেন, ‘ভালো ফল করতে না পারার জন্য দুঃখিত। সমর্থকরা এই দলটার লড়াকু মানসিকতার জন্য নিশ্চয়ই গর্বিত হবেন। আশা করি, আগামী মরসুমে ক্লাবের ঐতিহ্যের প্রতি সুবিচার করে ফুটবলাররা আরও ভালো পারফর্ম করবে।’
আরও পড়ুন: ISL 2021-22: জামশেদপুর ম্যাচকেই ফাইনাল দেখছেন কৃষ্ণা, প্রীতমরা