ISL 2021-22: নামতের অবিশ্বাস্য গোলে হারতে হারতে ড্র ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গলের এ দিনের খেলাতেও অনেকটা ডার্বিরই ছোঁয়া। একের পর এক গোল মিসের কাহিনি। প্রথমার্ধে ভুলে ভরা ফুটবল। দ্বিতীয়ার্ধে আবার দুরন্ত প্রত্যাবর্তন। তবে সুযোগগুলো কাজে লাগাতে পারলে এই ম্যাচটাও জিততে পারতেন মারিও।

ISL 2021-22: নামতের অবিশ্বাস্য গোলে হারতে হারতে ড্র ইস্টবেঙ্গলের
ISL 2021-22: নামতের অবিশ্বাস্য গোলে হারতে হারতে ড্র ইস্টবেঙ্গলের
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2022 | 10:24 PM

চেন্নাইয়িন এফসি-২ : এসসি ইস্টবেঙ্গল-২ (হীরা-আত্মঘাতী ২, নিন্থোই ১৫) (সিডল ৬১, নামতে ৯১)

কলকাতা: প্রত্যাবর্তন বোধহয় একেই বলে! অবিশ্বাস্য কিছু মুহূর্ত অনেক সময় চোখ ধাঁধিয়ে দেয়। এমন কিছু উপহার দিয়ে যায়, যা মনে থেকে যায় অনেক দিন। লালরিনলিয়ানা নামতের নাম এখনও খুব একটা পরিচিত নয়। পরিবর্ত হিসেবে নামেন মিজো ছেলে। পাহাড়ি বলে অফুরান দৌড়তে পারেন। মাঝমাঠ থেকে গতির ঝড় তুলে বিপক্ষকে চাপে ফেলে দেন অনেক সময়। কিন্তু তিনি যে এমন গোল করতে পারেন, তা হয়তো ভারতীয় ফুটবল জানত না। ৭৭ মিনিটে সৌরভ দাসের পরিবর্তে নেমে হিরো ১৮ বছরের এক সুপারসাব।

আজকাল কি ইনজুরি টাইমেই ম্যাচের ফয়সালা বেশি হচ্ছে? ডার্বিতে কিয়ান নাসিরি ইনজুরি টাইমে জোড়া গোল করে এটিকে মোহনবাগানকে ৩-১ জিতিয়েছিলেন। ইস্টবেঙ্গল ডার্বিতে হারলেও চেন্নাইয়ের বিরুদ্ধে পিছিয়ে থেকে ড্র করল ওই ইনজুরি টাইমেই। ৯১ মিনিটের মাথায় কর্নার থেকে বল ভাসান ওয়াহেংবাম লুয়ান। শূন্যে লাফিয়ে বলের দিশা বদলে কোণাকুণি হেডে অবিশ্বাস্য গোল নামতের। ওই শেষ মুহূর্তের গোলটাই হারতে হারতে একটা পয়েন্ট দিয়ে গেল মারিওর টিমকে।

ইস্টবেঙ্গলের এ দিনের খেলাতেও অনেকটা ডার্বিরই ছোঁয়া। একের পর এক গোল মিসের কাহিনি। প্রথমার্ধে ভুলে ভরা ফুটবল। দ্বিতীয়ার্ধে আবার দুরন্ত প্রত্যাবর্তন। তবে সুযোগগুলো কাজে লাগাতে পারলে এই ম্যাচটাও জিততে পারতেন মারিও।

ম্যাচের শুরুতেই চেন্নাইয়িন ১-০ করে ফেলে। বাঁ দিক থেকে জেরির সেন্টার বক্সের মধ্যে পেয়ে যান সুশীল পাশা। কিন্তু তাঁর নির্বিষ হেড ক্লিয়ার করতে গিয়ে গোলে ঢুকিয়ে দেন হীরা মণ্ডল। ২ মিনিটের মধ্যে আত্মঘাতী গোল হজম করতে হলেও ইস্টবেঙ্গল কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। ১১ মিনিটের মাথায় মহম্মদ সাজিদের মিস পাস পেয়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্সেলো। তাঁর নেওয়া শট কোনও রকমে বাঁচিয়ে দেয় চেন্নাইয়ের রক্ষণ। চার মিনিটের মধ্যে আবার ২-০ চেন্নাইয়ের। নিন্থোই মিতাল জোরালো ভলিতে দুরন্ত গোল করেন। এই আইএসএলে প্রথম বোজিদার বান্দোভিচের টিম প্রথমার্ধেই ২-০ করার সুযোগ পেল। আর তা কিছুটা হলেও লাল-হলুদ রক্ষণের জন্য সম্ভব হল।

বিরতির পরই মারিওর টিম কিছুটা হলেও ম্যাচে ফেরার চেষ্টা করে। ৬১ দুরন্ত ফ্রি কিক থেকে ড্যারেন সিডলের অনবদ্য গোল। চেন্নাইয়ের বাঙালি গোলকিপার দেবজিত্‍ মজুমদারের কিছু করার ছিল না। বাকি সময়ে অন্তত দু’গোল করতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু মার্সেলোর একের পর এক মিসের কারণে তা সম্ভব হয়নি।