ISL 2021-22: লিগের লাস্ট বয় লাল-হলুদ
গত আইএসএলে (ISL) ৯ নম্বরে শেষ করার পর এই আইএসএলে এখনও সবার শেষেই লাল-হলুদ। আইএসএলের ইতিহাসে যা লজ্জার অধ্যায় হয়ে থাকবে মশাল বাহিনীর জন্য।
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
এসসি ইস্টবেঙ্গল ১ : নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ১
(পেরোসেভিচ ৫৫) (মার্কো ৪৫+২)
ফিরে এল ৯৪ বছর আগের লজ্জা। লিগ টেবিলের লাস্ট বয়ই হয়ে থাকল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। গত আইএসএলে (ISL) ৯ নম্বরে শেষ করার পর এই আইএসএলে সবার শেষেই শেষ করল লাল-হলুদ। আইএসএলের ইতিহাসে যা লজ্জার অধ্যায় হয়ে থাকল মশাল বাহিনীর জন্য। ক্লাব-বিনিয়োগকারী সংস্থার দড়ি টানাটানির ফল পড়ল খেলার রেজাল্টে। লাল-হলুদ সমর্থকদের জন্য এই আইএসএল এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকল। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে ১-১ গোলে ড্র এসসি ইস্টবেঙ্গলের । ২০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এ বারের লিগ শেষ করল খালিদ জামিলের নর্থ ইস্ট। লাল-হলুদের ঝুলিতে ১৯ ম্যাচে ১১ পয়েন্ট। শেষ ম্যাচে বেঙ্গালুরুকে হারালেও নর্থ ইস্টকে ছাপিয়ে দশে ওঠার সম্ভাবনা নেই এসসি ইস্টবেঙ্গলের। কারণ প্রথম পর্বে নর্থ ইস্টের কাছে ০-২ গোলে হারে এসসি ইস্টবেঙ্গল। হেড টু হেডে পিছিয়ে পেরোসেভিচরা। দলের এই কুৎসিত পারফরম্যান্স যা মোটেও আশা দেখাচ্ছে না সমর্থকদের। ফলে লাস্ট বয় হয়েই লিগ শেষ করছে এসসি ইস্টবেঙ্গল।
It ends 1-1 at the Maidan.#SCEBNEU #WeAreSCEB #ISL pic.twitter.com/p1tOdCdVA8
— SC East Bengal (@sc_eastbengal) February 28, 2022
ম্যাচ শুরুর কয়েক মিনিট আগেই চোটের জন্য ছিটকে যান ড্যারেন সিডুল। ডাচ মিডিওর বদলে জয়েনার লরেন্সেকো শুরু থেকে খেলান কোচ মারিও। কার্ড সমস্যা মিটিয়ে এ দিন দলে ফেরেন হীরা মণ্ডল। খেলার সময় নাকে চোট পেলেও তা নিয়েই লড়াই চালান বঙ্গতনয়। খেলার ১৭ মিনিটেই নাওরেম মহেশের দুরপাল্লার শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। ৩ মিনিট বাদেই এসসি ইস্টবেঙ্গলের রক্ষণে আক্রমণ শানায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। যদিও ফ্রাঞ্জো পর্চে কর্নারের বিনিময়ে দলকে বাঁচান। ৩৬ মিনিটে পেরোসেভিচের দুরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে প্রথমার্ধের শেষ লগ্নেই গোল হজম লাল-হলুদের। ইনজুরি টাইমে মার্কো সাহানেকের শটে পরাস্ত লাল-হলুদের গোলকিপার শঙ্কর রায়। গোলটির ক্ষেত্রে কার্যত নীরব দর্শক এসসি ইস্টবেঙ্গলের রক্ষণ।
দ্বিতীয়ার্ধের শুরুতেও সেই এক ছবি। শুরু থেকেই আক্রমণে জোর বাড়াতে থাকে নর্থ ইস্ট। তবে গতির বিপরীতেই ফায়দা তোলে লাল-হলুদ। ফ্রান সোতাকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় এসসি ইস্টবেঙ্গল। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান আন্তোনিও পেরোসেভিচ (১-১)। এরপর অনেক চেষ্টা চালিয়েও ম্যাচের ফলাফলে আর কোনও পরিবর্তন আনতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। একটাই সান্ত্বনা, টানা দুটো হারের ধাক্কা কাটিয়ে ড্রয়ে ফিরেছে লাল-হলুদ।
এসসি ইস্টবেঙ্গল: শঙ্কর, নাওচা, ফ্রাঞ্জো, জয়েনার, হীরা, সৌরভ, রফিক, হামতে, নাওরেম, ফ্রান, পেরোসেভিচ।