Indian Football: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন মামলায় সুপ্রিম নির্দেশ
Supreme Court-AIFF: পুরো বিষয়টি দেখভালের জন্য আরও দুই সহকারীকেও নিযুক্ত করতে পারেন এল. নাগেশ্বর রাও। ভারতীয় ফুটবলের মার্কেটিং রাইটসের বিষয়ে আদালত সিদ্ধান্ত নিলেও, ফেডারেশনের নির্বাচন সংক্রান্ত কোনও নির্দেশ এখনও দেয়নি সুপ্রিম কোর্ট।

কলকাতা: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে অবিলম্বে গ্লোবাল টেন্ডার ডাকার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দ্রুত বিড ওপেন করার টেন্ডার ডাকতে হবে ফেডারেশনকে। গ্লোবাল টেন্ডার ফেডারেশন পরিচালনা করলেও, তাতে স্বচ্ছতা বজায় রাখতে হবে। আর এই কারণেই অবসরপ্রাপ্ত বিচারপতি এল. নাগেশ্বর রাওকে পুরো বিষয়টি দেখভালের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যে সংস্থা শেষ পর্যন্ত গ্লোবাল টেন্ডার পাবে তাতে অনুমোদন দিতে হবে অবসরপ্রাপ্ত বিচারপতিকে। পুরো বিষয়টি দেখভালের জন্য আরও দুই সহকারীকেও নিযুক্ত করতে পারেন এল. নাগেশ্বর রাও। ভারতীয় ফুটবলের মার্কেটিং রাইটসের বিষয়ে আদালত সিদ্ধান্ত নিলেও, ফেডারেশনের নির্বাচন সংক্রান্ত কোনও নির্দেশ এখনও দেয়নি সুপ্রিম কোর্ট।
গভীর সংকটে রয়েছে ভারতীয় ফুটবল। মাথার উপর ঝুলছে ফিফা নির্বাসনের খাড়া। একদিকে ৩০ অক্টোবরের মধ্যে গঠনতন্ত্র সংশোধন না করলে, নির্বাসনের কবলে পড়তে হবে। অন্যদিকে আইএসএল পরিচালন সমিতি এফএসডিএল আগেই জানিয়েছে, চুক্তি নবীকরণ না করলে লিগ পরিচালনা করবে না তারা। যদিও জট মাঝে কিছুটা কাটে। এবছর আইএসএল করার আশ্বস্ত দেয় এফএসডিএল। কিন্তু এরপর কী হবে?
ফেডারেশনের রায়ে কি সমাধান হল? ওয়াকিবহাল মহল মনে করছে, গ্লোবাল টেন্ডার ডাকার ফলে মার্কেটিং রাইটস হিসেবে কোন সংস্থা সর্বোচ্চ দর দেয় সেটাই এখন ফেডারেশনের মাথাব্যথা। শেষ কয়েক বছরে আইএসএলে প্রচুর অর্থ ব্যয় করেছে এফএসডিএল। এমনকি দেশের অন্যান্য লিগ চালাতেও সেই টাকায় অর্থ ব্যয় করেছে ফেডারেশন। কমার্শিয়াল পার্টনার হিসেবে এখন কোন সংস্থা এগিয়ে আসে তা অবশ্যই দেখার বিষয়। এরই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ, সুপার কাপের পাশাপাশি ২০২৫-২৬ ফুটবল মরসুমের অন্যান্য টুর্নামেন্টগুলোও সুষ্ঠুভাবে আয়োজন করতে হবে ফেডারেশনকে।
ফেডারেশনের নির্বাচন সংক্রান্ত কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। নতুন স্পোর্টস বিল লাগু না হওয়া পর্যন্ত নির্বাচনের পদক্ষেপ নিতে পারবে না ফেডারেশন। সেই সংক্রান্ত নির্দেশ তাই ঝুলেই রইল। স্পোর্টস বিল লাগু হওয়ার পরই সংবিধান সংস্করণ করা যাবে। সেই সংবিধান মেনেই নির্বাচন প্রক্রিয়া শুরু করা সম্ভব। এখন দেখার গ্লোবাল টেন্ডার ডাকার পর কমার্শিয়াল পার্টনার হিসেবে নতুন সংস্থাকে কতদিনে পায় ফেডারেশন। ততদিনে স্পোর্টস বিল লাগু হয়ে গেলে নির্বাচনের দামামা বেজে যাবে ফেডারেশনে। সেক্ষেত্রে নতুন কমিটি কিভাবে পুরোটা সামলায় সেটাও দেখার বিষয়।
