Uruguay Squad: কাতারে শেষ বিশ্বকাপ খেলতে উরুগুয়ে দলে কাভানি-সুয়ারেজ
FIFA World Cup 2022 News: কাতার বিশ্বকাপে উরুগুয়ের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সে দেশের দুই বর্ষীয়ান ফুটবলার লুইস সুয়ারেজ এবং এডিনসন কাভানি। এই দুই তারকারই বয়স ৩৫ বছর।

মন্টেভিডিয়ো: কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করল উরুগুয়ে। লাতিন আমেরিকার এই দল রয়েছে গ্রুপ-এইচে। সেই গ্রুপে উরুগুয়ে ছাড়াও রয়েছে পর্তুগাল, দক্ষিণ কোরিয়া এবং ঘানা। গ্রুপ পর্বে এই তিন দলের বিরুদ্ধে খেলতে হবে উরুগুয়েকে। তাঁদের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপ অভিযানে নামতে ১৯ নভেম্বর কাতার পৌঁছবে উরুগুয়ে। তার আগে বৃহস্পতিবার উরুগুয়ের কোচ দিয়েগো আলন্সো ঘোষণা করলেন কোন কোন ফুটবলারদের নিয়ে কাতারে উড়ে যাবেন তিনি।
কাতার বিশ্বকাপে উরুগুয়ের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সে দেশের দুই বর্ষীয়ান ফুটবলার লুইস সুয়ারেজ এবং এডিনসন কাভানি। এই দুই তারকারই বয়স ৩৫ বছর। এবং এই বিশ্বকাপই সম্ভবত তাঁদের কেরিয়ারের শেষ বিশ্বকাপ। এ ছাড়াও উরুগুয়ের দলে জায়গা করে নিয়েছেন অপর তিন বর্ষীয়ান ফুটবলার। গোলকিপার ফার্নান্দো মুসলেরা, ডিফেন্ডার দিয়েগো গডিন এবং মার্টিন কাসেরেসও রয়েছেন উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াডে। বার্সোলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউজোকেও ২৬ জনের দলে রেছেছেন উরুগুয়ে কোচ। যদিও ওই ফুটবলার সম্প্রতি ডান পায়ের উরুতে চোট পেয়েছিলেন। সেখানে অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু বিশ্বকাপের পরবর্তী ম্যাচর আগে সুস্থ হয়ে ওঠার আশায় তাঁকে দলে রাখা হয়েছে।
উরুগুয়ের চূড়ান্ত দল-
গোলকিপার: ফের্নান্দো মুসলেরা, সর্গিও রচেট, সেবাস্তিয়ান সোসা।
ডিফেন্ডার: দিয়েগো গদিন, জোসে মারিয়া গিমেনেজ, সেবাস্তিয়ান কোয়াতেস, মার্টিন কাসেরেস, রোনাল্ড আরাউজো, মাতিয়াস ভিনা, মাতিয়াস অলিভিয়েরা, গুইলার্মো ভারেলা, জোসে লুইস রদ্রিগেজ।
মিডফিল্ডার: মাতিয়াস ভেসিনো, রদ্রিগো বেন্তানকুর, ফেডরিকো ভালভার্দে, লুকাস তোরেইরা, ম্যানুয়েল উগার্তে, ফাকুন্দো পেল্লিস্ত্রি, নিকোলাস দি লা ক্রুজ, জর্জিয়ান দি আরাসকায়েতা, অগাস্টিন কানোবিও, ফাকুন্দো তোরেস।
ফরওয়ার্ড: ডারউইন নুনেজ, লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ।





