Qatar World Cup 2022: বিদেশি পর্যটকদের ব্যাপারে কাতার পুলিশকে ধৈর্য্য ধরার পরামর্শ আমেরিকান দূতাবাসের
USA: আমেরিকার দূতাবাসের প্রতিনিধি বলেছেন, “আপনি যখন কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করছেন, তার অর্থই হল আপনি বিশ্ববাসীকে আমন্ত্রণ জানাচ্ছেন সে দেশে আসতে। তাই আপনার অনেক বেশি স্বচ্ছ এবং সহনশীল হওয়ার প্রয়োজন রয়েছে।”

দোহা: কাতারে বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। বিশ্বকাপ শুরুর আগে থেকেই দোহায় ভিড় জমাতে শুরু করবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যে ৩২টি দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে, সে দেশ থেকে তো লোকেরা আসবেন। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা হাজির হবেন ‘ময়দানের বিশ্বযুদ্ধে’। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের অনেকেই কাতারের আইন ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান না থাকতে পারে। উৎশৃঙ্খলার বশবর্তী হয়েই হোক বা অজ্ঞানতার। নিয়ম ভেঙে ফেলতে পারেন পর্যটক। কড়া পদক্ষেপ নেওয়ার ব্য়াপারে কাতার পুলিশ এবং প্রশাসনের দুর্নামও রয়েছে। তাই বিদেশি পর্যটকরা ছোটখাটো ভুল করলে যা লঘুপাপে গুরুদণ্ড না হয়ে যায়, সে জন্য কাতার পুলিশকে সতর্ক করল দোহায় থাকা আমেরিকার দূতাবাস। আমেরিকার দূতাবাসের পক্ষ থেকে কাতার প্রশাসনকে আরও বেশি ধৈর্য্য ধরার উপদেশ দেওয়া হয়েছে। সবকিছু দেখে পদক্ষেপ করারও অনুরোধ করেছে তাঁরা।
ধৈর্য্য বাড়ানোর পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষে সে দেশে আসা বিদেশিদের ব্যাপারে নরম হওয়ার পরামর্শও দিয়েছে আমেরিকার দূতাবাস। হুট করতেই কঠোর আইনের মারপ্যাচে তাঁদের না জড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। এ নিয়ে দিন কয়েক আগে টুইটারে একটি ভিডিয়োও প্রকাশ করেছে আমেরিকার দূতাবাস।
সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত রিপোর্ট অনুসারে, আয়োজকরা বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলির দূতাবাস এবং পুলিশকে জানিয়েছে যে তারা খুব ছোট উপায়ে আইন লঙ্ঘনকারী দর্শকদের প্রতি সহনশীলতা দেখাতে চায়। কাতারের প্রকাশ্যে অ্যালকোহল বিক্রিতে রাশ টানতে এবং কাতারের কঠোর নিষেধাজ্ঞাগুলি সহজ করার জন্য আয়োজকদের ইতিমধ্যে ঘোষিত পরিকল্পনার অংশ হিসাবে ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে স্টেডিয়ামের কাছাকাছি বিয়ার সরবরাহ করার অনুমতি দেওয়া হবে।
এ নিয়ে আমেরিকার দূতাবাসের প্রতিনিধি বলেছেন, “আপনি যখন কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করছেন, তার অর্থই হল আপনি বিশ্ববাসীকে আমন্ত্রণ জানাচ্ছেন সে দেশে আসতে। তাই আপনার অনেক বেশি স্বচ্ছ এবং সহনশীল হওয়ার প্রয়োজন রয়েছে।”
