FIFA World Cup 2022: পেনাল্টির খরা কেন পার করতে পারেন না দক্ষ ফুটবলাররা?
১৯৮২ তে এই পেনাল্টি প্রথম বিশ্বকাপ ফুটবলে শুরু হয়। বিশ্বকাপে গড় ১৮.৩ শতাংশ পেনাল্টি সেভ হওয়ার সম্ভাবনা থাকে তবে কাতার বিশ্বকাপে শেষ ষোলো অবধি পেনাল্টি সেভের গড় গিয়ে দাঁড়িয়েছে ৩৭.৯ শতাংশ।

দোহা: অনেক সময় মাঝ মাঠ থেকে গোল করতে দেখা যায় বহু ফুটবলারকে। আবার এই ফুটবলাররাই(Footballers) গোল পোস্ট থেকে ১২ গজ দুরত্বে পেনাল্টি মিস করেন অথবা সেভ হয়ে যায় তাঁদের শট। কেন এমন হয়? তবে কী টেকনিকাল ত্রুটির থেকেও মানসিক চাপ বড় হয়ে দাঁড়ায়? উত্তর এখনও অজানা। তাই ফুটবলে পেনাল্টি(Penalty) একটি বড় খরা। পার করতে পারলে সাফল্য, মিস করলেই ইতি। চলতি বিশ্বকাপেও(FIFA World Cup 2022) পেনাল্টি মিসের রেকর্ড রয়েছে বেশ কয়েকজন ফুটবলারের। কেন পেনাল্টিতে সাফল্য আসে না? তুলে ধরল TV9 Bangla।
চলতি বিশ্বকাপে পেনাল্টি মিসের বড় উদাহরণ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি মিস করেন তিনি। কেনের যা দক্ষতা দেখেছে ফুটবলবিশ্ব তাতে ১২ গজ দুরত্ব থেকে শট মিস তাঁর থেকে আশা করা যায় না। অনায়হাসে তিনি চামচের মতো বল তুলে শট মারার ক্ষমতা রাখেন। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে কাজ করেনি তাঁর দক্ষতা। ফ্রান্সের কাছে পেনাল্টিতে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নেন হ্যারি কেনরা। শুধু তিনি একা নন কাতার বিশ্বকাপে পেনাল্টিতে ভার্জিল ভ্যান ডাইক, লিওনেল মেসির শটও সেভ হয়েছে। এই তালিকায় আরও রয়েছে রবার্ট লেওয়ানডস্কি, সের্গিয়ো বুসকেটসের নাম।
স্ট্যাটিসটিক অনুযায়ী কর্ণার শট বেশিরভাগ সময়ই সেভ হয়ে যায়। বাদবাকি শট গোলরক্ষকের জন্য সেভ করা অপেক্ষাকৃত কঠিন হয়ে দাঁড়ায়। ১৯৮২ তে এই পেনাল্টি প্রথম বিশ্বকাপ ফুটবলে শুরু হয়। বিশ্বকাপে গড় ১৮.৩ শতাংশ পেনাল্টি সেভ হওয়ার সম্ভাবনা থাকে তবে কাতার বিশ্বকাপে শেষ ষোলো অবধি পেনাল্টি সেভের গড় গিয়ে দাঁড়িয়েছে ৩৭.৯ শতাংশ। বিশেষজ্ঞরা মনে করেছেন মানসিক চাপই বড় ফুটবলারদের পথে বাধা হয়ে দাঁড়ায়।
