AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিশ্বকাপের ১০ বছর পূর্তিতে কী বললেন গৌতম?

বিশ্বকাপ (World Cup) জয়ের অনুভূতি অন্য কোনও কিছুর সঙ্গে তুলনার নয়। সোশ্যাল মিডিয়াতে যুবরাজ-হরভজন-সেওয়াগরা তাঁদের অনুভূতি শেয়ার করেছেন।

বিশ্বকাপের ১০ বছর পূর্তিতে কী বললেন গৌতম?
বিশ্বকাপের ১০ বছর পূর্তিতে কী বললেন গৌতম?
| Updated on: Apr 02, 2021 | 3:57 PM
Share

নয়াদিল্লি: আজ ২ এপ্রিল। আজকের দিনেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারিয়ে বিশ্বকাপ (World Cup) জিতেছিল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভারত (India)। একদিকে যখন বিশ্বকাপ জয়ের স্মৃতিতে সবাই ডুব দিচ্ছেন, অন্যদিকে তখন উল্টো সুর শোনা গেল বিশ্বকাপ জয়ের নেপথ্যে থাকা নায়ক গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মুখে। বিশ্বকাপ জয়ের অনুভূতি অন্য কোনও কিছুর সঙ্গে তুলনার নয়। সোশ্যাল মিডিয়াতে যুবরাজ-হরভজন-সেওয়াগরা তাঁদের অনুভূতি শেয়ার করেছেন। গৌতম গম্ভীরও এই বিশেষ দিনে টুইটারে পোস্ট করে লেখেন, “এক বিলিয়ন ভারতীয় এই দিনে বিশ্বকাপ জিতেছিল। জয় হিন্দ।”

কিন্তু ২০১১-র বিশ্বকাপের এই নায়ক এই মুহূর্তে দাঁড়িয়ে পিছনে ফিরে স্মৃতিচারণা করতে রাজি নন। তাঁর কথায়, “আমার মনে হয় না আমাদের এখন পিছন তাকিয়ে থাকার সময়। আমি অন্তত সেরকম মানুষ নই। সময় এসেছে আমাদের এগিয়ে যাওয়ার। ভারতীয় ক্রিকেটে আমাদের বিশ্বকাপ জয়ের দিনটা সত্যিই মনে রাখার মতো। আমরা জেতার জন্যই খেলতে নেমেছিলাম। আর জিতেছিলামও। তাই এই দিনটা বিশেষ হলেও, পিছনের কথা না ভেবে আমাদের এগিয়ে যেতে হবে।”

আরও পড়ুন: বিশ্বকাপ নায়কদের হাল-হকিকত

বিশ্বকাপে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় গৌতম গম্ভীরের। কিন্তু তাঁর ৯৭ রানের ইনিংসটা না থাকলে ভারত জয়ের দিকে এগোতে পারত না। এটা সবাই মানেন। দলের হয়ে সবথেকে বেশি রান ছিল সে দিন গৌতমের ঝুলিতে। কিন্তু ম্যাচ শেষে ম্যাচের সেরার পুরস্কার পান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফিনিশার মাহির সেই ছক্কাটা ক্রিকেট বিশ্বে আলোচিত হয়ে আসছে। সন্দেহ নেই ভবিষ্যতেও আলোচিত হবে। অনেকের মুখেই শোনা যায় সেই ছক্কাই জিতিয়েছিল ভারতকে। গৌতি কিন্তু সেই ছক্কা দিয়ে জয়ের যুক্তি মানতে নারাজ। তিনি বলেছেন, “আমার মনে হয় না কারও একার জন্য আমরা বিশ্বকাপ জিততে পেরেছি। আমার মনে হয় কারও একার পক্ষ্যে বিশ্বকাপ জেতা অসম্ভব। তেমনটা যদি হত, তা হলে ভারত এখন পর্যন্ত সব বিশ্বকাপই জিততে পারত। একটা ছয় আমাদের জেতায়নি। আমাদের দলগত ভালো পারফরম্যান্সের জন্যই আমরা জিততে পেরেছিলাম।”

আরও পড়ুন: ফিরে দেখা ২০১১-র বিশ্বকাপ