AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games 2023: এশিয়াডে ভল্ট ফাইনালে হতাশ করলেন প্রণতি নায়েক, দেশে ফিরবেন খালি হাতে

Pranati Nayak: চলতি এশিয়ান গেমসে জিমন্যাস্টিক থেকে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন বাংলার প্রণতি নায়েক। তিনি মেয়েদের ভল্ট এবং অল-অ্যারাউন্ডের ফাইনালে পৌঁছেছিলেন। তবে অল-অ্যারাউন্ডের ফাইনাল থেকে সরে দাঁড়ান। আর আজ, এশিয়ান গেমসে ভল্টের ফাইনালে তিনি শেষ করলেন সবচেয়ে নীচে।

Asian Games 2023: এশিয়াডে ভল্ট ফাইনালে হতাশ করলেন প্রণতি নায়েক, দেশে ফিরবেন খালি হাতে
Asian Games 2023: এশিয়াডে ভল্ট ফাইনালে হতাশ করলেন প্রণতি নায়েক, দেশে ফিরবেন খালি হাতে
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 3:33 PM
Share

হানঝাউ: এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন বাংলার প্রণতি নায়েক (Pranati Nayak )। জিমন্যাস্টিক্স (Gymnastics) থেকে তিনি পদকের স্বপ্ন দেখাচ্ছিলেন। আজ অবশ্য প্রণতির সেই স্বপ্ন ভেঙে গিয়েছে। চলতি এশিয়ান গেমসে মেয়েদের ভল্ট ফাইনালে তিনি চূড়ান্ত হতাশ করেছেন। ভল্ট ফাইনালে তিনি শেষ করেন সবার শেষে। ২৮ বছর বয়সী প্রণতি দুটি ভল্টের পর স্কোর করেন ১২.৩৫০। তাতে আট নম্বরে শেষ করেছেন বাংলার জিমন্যাস্ট প্রণতি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আজ, বৃহস্পতিবার এশিয়ান গেমসে মেয়েদের ভল্ট ফাইনালে প্রথম ভল্টে প্রণতি নায়েক স্কোর করেন ১২.১০০। এরপর দ্বিতীয় ভল্টে তিনি স্কোর করেন ১২.৬০০। সার্বিকভাবে ভল্ট ফাইনালে দুটি ভল্টের পর তিনি করেন ১২.৩৫০ স্কোর। প্রণতির প্রথমে সুকাহারা ৭২০ ডিগ্রি ভল্ট দিয়েছিলেন। কিন্তু তিনি নিখুঁত ভাবে ল্যান্ডিং করতে পারেননি। ফলে তাঁর ০.৩ পয়েন্ট কেটে নেওয়া হয়। উত্তর কোরিয়ার আন চাঙ্গোক মোট ১৪.০৯০ স্কোর নিয়ে স্বর্ণপদক জিতেছেন এবং সে দেশেরই অপর এক জিমন্যাস্ট কিম সনহিয়াং ১৩.৬০০ স্কোর নিয়ে রুপো পেয়েছেন। চিনের ইউ লিনমিন ১৩.৫৩৩ স্কোর নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন।

২৬ সেপ্টেম্বর এশিয়ান গেমসে মেয়েদের ভল্ট এবং অল-অ্যারাউন্ডের ফাইনালে পৌঁছেছিলেন প্রণতি নায়েক। অবশ্য দিন দুয়েক আগে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয় অল-অ্যারাউন্ডের ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন প্রণতি। ফলে এ বারের মতো প্রণতির এশিয়ান গেমস সফর শেষ হল।

প্রণতি নায়েক হাঙ্গেরিতে এফআইজি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ব্রোঞ্জ পদক পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। কিন্তু সেখানে আশানুরূপ ফল করতে পারলেন না। ভারতের জিমন্যাস্টিক্স ফেডারেশন এশিয়ান গেমসের জন্য অলিম্পিয়ান দীপা কর্মকার সহ ৯ জন জিমন্যাস্টকে বেছে নিয়েছিল। অবশ্য শেষ অবধি ক্রীড়া মন্ত্রক শুধুমাত্র প্রণতিকে হানঝাউতে যাওয়ার অনুমোদন দিয়েছিল। জিমন্যাস্টিক্সে এশিয়ান গেমসে ভারতের মাত্র একটি পদক রয়েছে। আশিস কুমার ২০১০ সালের এশিয়ান গেমসে ফ্লোর এক্সারসাইজে ব্রোঞ্জ পেয়েছিলেন।