টোকিও প্যারালিম্পিকে ভারতীয় জুটি পলক-পারুল
টোকিও প্যারালিম্পিকে ডবলসের পাশাপাশি সিঙ্গলসেও আশার আলো দেখাচ্ছেন পলক। প্যারালিম্পিকে মেয়েদের সিঙ্গলস ইভেন্ট এসইউ৫-এর জন্য যোগ্যতা অর্জন করতে পারেন পলক। এই ব্যাপারে আশাবাদী পলকও। বর্তমানে তিনি বিশ্বের ১১ নম্বরে রয়েছেন।
নয়াদিল্লি: অলিম্পিকে (Olympics) ভারতীয় শাটলাররা বরাবর অংশগ্রহণ করেন। তবে প্যারালিম্পিকে (Paralympics) ভারতীয় প্যারা শাটলাররা (Indian para shuttlers) এর আগে কোনওদিন অংশগ্রহণ করেননি। কিন্তু এ বারের টোকিও প্যারালিম্পিকে অংশগ্রহণ করবেন দুই ভারতীয় প্যারা শাটলার। এই নতুন কীর্তি গড়লেন পলক কোহলি (Palak Kohli) ও পারুল পারমার (Parul Parmar) জুটি। প্যারালিম্পিকে ভারতের হয়ে এক বিরল নজির গড়লেন এই প্যারা শাটলার জুটি। পলক-পারুল জুটিই প্রথমবার ভারতের হয়ে প্যারালিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করল।
১৮ বছর বয়সী পলক ও তাঁর সঙ্গী পারুল আসন্ন স্প্যানিশ প্যারা-ব্যাডমিন্টনে ইন্টারন্যাশানালে অংশগ্রহণ করেতে পারছেন না। করোনার জন্য ভারতীয়দের বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। পলক-পারুল জুটি এসএল৩-এইউ৫ মেয়েদের ডবলস ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছেন। বর্তমানে এই জুটি বিশ্বের ছয় নম্বরে রয়েছে। কনিষ্ঠ প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় পলক টোকিও প্যারলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় উচ্ছসিত। পলক বলেছেন, “আজ আমরা সরকারি ভাবে এই তথ্য পেয়েছি। এই খবর শুনে আমি ভীষণ খুশি। গত কয়েক মাসে আমরা নিজেদেরকে ক্রমাগত এগিয়ে দিয়েছি এবং কঠোর প্রশিক্ষণ করেছি। এমনকি মহামারিতেও আমরা গৌরব খন্না স্যারের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়েছি এবং কখনও আমরা মনোযোগ হারাইনি।”
There is no limit to what we can accomplish!
I am very happy to share that I have officially received invitation along with @ParulBadminton to represent the country in Tokyo 2020ne Paralympics in Women's Doubles SL3-SU5 event. pic.twitter.com/B3Inj1l8CO
— Palak Kohli (@palakkohli2002) May 21, 2021
টোকিও প্যারালিম্পিকে ডবলসের পাশাপাশি সিঙ্গলসেও আশার আলো দেখাচ্ছেন পলক। প্যারালিম্পিকে মেয়েদের সিঙ্গলস ইভেন্ট এসইউ৫-এর জন্য যোগ্যতা অর্জন করতে পারেন পলক। এই ব্যাপারে আশাবাদী পলকও। বর্তমানে তিনি বিশ্বের ১১ নম্বরে রয়েছেন।
পলক ও পারুল বর্তমানে লক্ষ্ণৌয়ের গৌরব খন্না এক্সেলিয়া ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন। এটিই ভারতের প্রথম পেশাদার প্যারা ব্যাডমিন্টন অ্যাকাডেমি। তাঁদের কোচ গৌরব বলেছেন, “টোকিও প্যারালিম্পিকে টিকিট পাওয়া প্রথম ভারতীয় প্যারা অ্যাথলিট পলক ও পারুল, সেটা জানতে পেরে আমি সত্যিই ভীষণ খুশি হয়েছি। মহামারিতে আমার সকলেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তবে এই খবরটা একটু আমাদের মধ্যে পজিটিভিটি এনে দিল। প্যারালিম্পিক স্তরে আমাদের কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। আমরা এখন থেকেই তার জন্য প্রস্তুতি সেরে রাখব। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া ও বিএআই, ওয়েলস্পান ইন্ডিয়ার প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, এরা প্রতিনিয়ত আমাদের সমর্থন করে চলেছে।”
আরও পড়ুন: অলিম্পিকের আগে ১৭ জন ভারতীয় অ্যাথলিটের টিকাকরণ সম্পূর্ণ