‘টাইগার স্লাম’এর ২০ বছর পূর্তি, উচ্ছ্বসিত উডস
টাইগার (Tiger Woods) নামতে না পারলেও তাঁকে সম্মান জানাবে অগাস্টা মাস্টার্সের আয়োজকরা।
অগাস্টা: কুড়ি বছর আগে জন্ম হয়েছিল এক বিরল গল্ফারের (golfer)। ২০০১ সালে যিনি পর পর জিতে নিয়েছিলেন গল্ফের সেরা চার খেতাব। যে বছরকে গল্ফের দুনিয়া মনে রেখেছে ‘টাইগার স্লাম’ (Tiger Slam) হিসেবে। সেই অভূতপূর্ব সাফল্যের ২০ বছরের সেলিব্রেশন চলছে যখন, তখন টাইগার উডসকে (Tiger Woods) নিয়ে প্রশ্নের শেষ নেই। গল্ফ কোর্সে কি আবার দেখা যাবে তাঁকে? সেই সংশয় বাড়িয়ে দিচ্ছে। কারণ, অগাস্টা মাস্টার্সে কুড়ি বছরে এই প্রথম নামছেন না টাইগার।
১৫টা মেজর জেতা কিংবদন্তি গল্ফার কিছু দিন আগেই বড় দুর্ঘটনায় পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন। কিন্তু পায়ে মারাত্মক চোট পান। তাঁর ডান পায়ের সিনবোনে স্টিলের পাত বসেছে। নমনীয়তা ফেরাতে গোড়ালিও বসাতে হয়েছে পাত। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও টাইগার কার্যত হাঁটতে পারছেন না। আর তাই অগাস্টা মাস্টার্সে তাঁর নামার কোনও সম্ভাবনাই ছিল না।
আরও পড়ুন: বিরাট-আমলাকে টপকে নয়া নজির বাবরের
টাইগার নামতে না পারলেও তাঁকে সম্মান জানাবে অগাস্টা মাস্টার্সের আয়োজকরা। এই টুর্নামেন্টে লি এল্ডার ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ গল্ফার। টাইগার বলেছেন, ‘লি ছিলেন পথপ্রদর্শক। উনিই প্রথম বর্ণের ভেদাভেদ মুছে দিয়েছিলেন। সেই কারণেই হয়তো আমার মতো কৃষ্ণাঙ্গ কেউ ওই টুর্নামেন্টে নামতে পেরেছিল। ১৯৭৫ সালে উনি মাস্টার্স জিতেছিলেন। ওই বছরই আমার জন্ম। ৯৭ সালে আমি যখন অগাস্টা মাস্টার্স জিতি, তখন উনি সেটার সাক্ষী ছিলেন। ওঁর মতো কাউকে স্টার্টার হিসেবে পাওয়াটা বিরাট প্রাপ্তি। টুর্নামেন্টের জন্যও ঐতিহাসিক দিন।’
আরও পড়ুন: সময় কাটানোর টিপস চাইলেন ওয়ার্নার
আর ‘টাইগার স্লাম’এর ২০ বছর পূর্তি নিয়ে উডস বলেছেন, ‘ওটা একটা বিশেষ ঘটনা ছিল আমার জীবনে। চারটে মেজর টুর্নামেন্ট একই বছরে জেতার সঙ্গে আর কোনও কিছুর তুলনা করতে পারব না।’ অতীতে ফিরে গিয়ে টাইগার বলেছেন, ‘নিজের উপর বিশ্বাস ছিল, আমি ওই রকম কিছু করে দেখাতে পারব।’