Mike Tyson vs Jake Paul: মেজাজ হারিয়ে মাইক মেরেছিলেন চড়, সেই প্রতিপক্ষই রিংয়ে উড়িয়ে দিলেন টাইসনকে
২৭ বছরের পলের কাছে এই জয় স্বাভাবিকভাবেই বড় প্রাপ্তি। একদিকে এই ম্যাচ জিতলেন পল, আর অপরদিকে ১৯ বছর পর রিংয়ে ফিরে সকলের মন জয় করলেন টাইসন।
কলকাতা: বক্সিং রিংয়ে মধুর প্রত্যাবর্তন হল না কিংবদন্তি মাইক টাইসনের (Mike Tyson)। মেজাজ বরাবরই তাঁর থাকে সপ্তমে। ১৯ বছর পর রিংয়ে ফিরলেন তিনি। কে বলবে বয়স তাঁর ৫৮। এখনও যে তেজ রয়েছে তাঁর মধ্যে তাতে তরুণ প্রতিপক্ষরাও চমকে যাবেন। বয়সে ৩১ বছরের ছোট প্রতিপক্ষকে বাউটের আগে চড় মারতে দু’বার ভাবেন না তিনি। আবার সেই প্রতিপক্ষর কাছে হেরে গিয়ে তাঁকে বুকে টেনে নিতেও দু’বার ভাবেন না তিনি। এটাই টাইসন। তাই তো তিনি বক্সিং (Boxing) দুনিয়ার রাজা।
সাংবাদিক সম্মেলনে টাইসনের মারা চড়টা ভুলতে পারেননি পল। হুংকার দিয়েই রেখেছিলেন যে, ‘মাইক টাইসন তোমার চড়টা হয়তো মিষ্টি ছিল। কিন্তু আমি তা অপমান হিসেবেই নিয়েছি। রিং থেকে এ বার ছিটকে ফেলব তোমাকে।’ ২৭ বছরের পল শুধু মুখে নয়, কাজেও সেটাই করে দেখালেন।
পেশায় ইউটিউবার পল পরবর্তীতে বক্সিংয়ের দুনিয়ায় পা রাখেন। তিনি কিংবদন্তি মাইক টাইসনকে বাউটে যে হারিয়ে দেবেন, তা অনেকেই ভাবেননি। আর সেটাই যেন তাঁকে আরও তাতিয়েছিল। ওপেনিং বেল বাজার পরই টাইসন বেশ কয়েকটা দ্রুত গতিতে পাঞ্চ করেন। শুরুতেই খেই হারান পল। কিন্তু ঠিক ফিরে আসেন। ৮ রাউন্ডের ম্যাচ ছিল। ওই ম্যাচের প্রতিটা রাউন্ড ছিল ২ মিনিটের। টাইসন ও পলের বয়সের অনেকটাই পার্থক্য বলে অন্য ম্যাচের তুলনায় এই ম্যাচে রাউন্ড কম রাখা হয়। কেরিয়ারজুড়ে এতদিন মাত্র ৬টি ম্যাচ হেরেছিলেন টাইসন। এ বার তাঁকে সপ্তম হারের স্বাদ দিলেন পল। ম্যাচ শেষে টাইসনকে হারিয়ে পল তাঁকে সর্বকালের সেরাও বলেন। ২৭ বছরের পলের কাছে এই জয় স্বাভাবিকভাবেই বড় প্রাপ্তি। একদিকে এই ম্যাচ জিতলেন পল, আর অপরদিকে ১৯ বছর পর রিংয়ে ফিরে সকলের মন জয় করলেন টাইসন।
Jake Paul praises Mike Tyson: “He’s the GOAT” #PaulTyson pic.twitter.com/AhEBA5Ojoj
— Netflix (@netflix) November 16, 2024