Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সচিনের রেকর্ড ভাঙতে পারেন রুট, মত বয়কটের

২০০ টেস্ট খেলে সচিন করেছেন ১৫৯২১ রান।

সচিনের রেকর্ড ভাঙতে পারেন রুট, মত বয়কটের
সৌজন্যে-জো রুট টুইটার
Follow Us:
| Updated on: Jan 26, 2021 | 2:13 PM

লন্ডন: টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিতে পারেন জো রুট (Joe Root)। এমনই মনে করছেন জিওফ্রে বয়কট (Geoffrey Boycott)। ২০০ টেস্ট খেলে সচিন করেছেন ১৫৯২১ রান। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ। ইংল্যান্ডের রুট ৯৯ টেস্ট খেলে ৮২৪৯ রান করে ফেলেছেন। তাঁর বয়স ৩০। শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা ডাবল সেঞ্চুরি ও একটা সেঞ্চুরি সহ দুই টেস্টে করেছেন ৪২৬ রান।

আরও পড়ুন: টোকিও সরে দাঁড়ালে অলিম্পিক আয়োজনে প্রস্তুত ফ্লোরিডা

৮০ বছরের বয়কটের যুক্তি, ‘ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রান করেছে ডেভিড গাওয়ার, কেভিন পিটারসেন আর আমি। আমাদের কথা রুটের মাথায় রাখাই উচিত নয়। ২০০ টেস্ট খেলার মতো ক্ষমতা আছে রুটের। ওর মাত্র ৩০ বছর বয়স। টেস্টে সচিনের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিতে পারে ও।’

আরও পড়ুন: ঘরের মাঠেই বিরাটদের চ্যালেঞ্জ দিচ্ছেন রুট

ভারত সফর ফর্মে থাকা রুটের কাছে বড় পরীক্ষা। ইংল্যান্ডের ক্যাপ্টেন নিজেও জানেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে রান করা আর ভারতের বিরুদ্ধে রান পাওয়া এক নয়। ভারতের মাটিতে বিশ্বের অন্যতম সেরা স্পিনারদের খেলতে হবে।

বয়কট বলছেন, ‘রুটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনদের সঙ্গে। ওদের সঙ্গে সমানতালে রান করছে রুট। আমি তো বলব, রুটকে বিশ্লেষণ করতে হলে বিরাটদের সঙ্গেই ওর তুলনা করা উচিত। অতীতে কে কী করেছে, তা ভাবা উচিত নয়।’

আরও পড়ুন: এ বার করোনা আক্রান্ত রিয়ালের ডিফেন্ডার ন্যাচো

উপমহাদেশে সাফল্য পাওয়ার জন্য করোনার সময়টাকেই বেছে নিয়েছিলেন রুট। যা নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার বয়কট বলেছেন, ‘শ্রীলঙ্কা সফরের আগে রুট বড় রান করেনি। আমার মনে হয় এই করোনার সময় ও ব্যাটসম্যান হিসেবে নিজেকে তুলে ধরার জন্য় প্রচুর প্র্যাক্টিস করেছে। আসলে ইংল্যান্ডের টি-টোয়েন্টি টিমে ঢোকার জন্য নিজেকে তৈরি করেছে ও। কিন্তু সেটা হয়নি বলে টেস্টে যখনই ব্য়াট করতে নেমেছে, প্রতি বলেই রান করার চেষ্টা করেছে। টপ ক্লাস বোলারদের বিরুদ্ধে ডট না খেলে প্রতি বলে রান করাটা কিন্তু বিরাট ব্যাপার।’