Mustafizur Rahman: তুমুল বিতর্কের মধ্যে ফোকাসড, বিপিএলে দলকে জেতালেন মুস্তাফিজুর!
আগামী মাসে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এ দেশে পা দেবে না বাংলাদেশ। সোমবারই আবার নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে ইউনূস সরকার। যখন তুমুল বিতর্ক চলছে, পাকিস্তানকে অক্ষম অনুকরণ শুরু করেছে বাংলাদেশে, তখন চর্চায় উঠে এসেছে মুস্তাফিজুরের নতুন বার্তা। সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন তিনি?

কলকাতা: চরম বিতর্ক চলছে তাঁকে নিয়ে। বাংলাদেশি বিতর্কে বোর্ডের নির্দেশ মেনে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে তাঁকে। আর তা নিয়ে ভারত-বাংলাদেশ দ্বৈরথ শুরু হয়েছে। আগামী মাসে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এ দেশে পা দেবে না বাংলাদেশ। সোমবারই আবার নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে ইউনূস সরকার। যখন তুমুল বিতর্ক চলছে, পাকিস্তানকে অক্ষম অনুকরণ শুরু করেছে বাংলাদেশে, তখন চর্চায় উঠে এসেছে মুস্তাফিজুরের নতুন বার্তা। সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন তিনি?
এক্স হ্যান্ডলে মুস্তাফিজুর লিখেছেন, “যখন দরকার, তখন দলের দায়িত্ব নিতে পেরে খুশি। দলের জয়ে অবদান রাখতে পেরে তৃপ্ত। এ বার পরের ম্য়াচের দিকে নজর।” আগামী আইপিএলের জন্য নিলামে ৯.২০ কোটি টাকা খরচ করে মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরে বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে রিলিজ করে দিয়েছে কেকেআর। এই সিদ্ধান্ত ক্রিকেটমহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মুস্তাফিজুর।
তাঁকে নিয়ে যখন তীব্র আলোচনা, তখন বাইশ গজে মন দিয়েছেন বাংলাদেশের বাঁ হাতি পেসার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলেন তিনি। রবিবার সিলেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের মোক্ষম সময়ে মোড় ঘুরিয়ে দেন মুস্তাফিজুর। ১৫৬ রানের লক্ষ্যে নেমে শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল ১০ রান। হাতে ছিল ৬ উইকেট। ম্যাচটি রংপুরকে জেতাতে সাহায্য করেছেন তিনি। শেষ পর্যন্ত ৫ রানে জয় পায় রংপুর রাইডার্স। ৪ ওভারে ২৩ রান ১ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর।
ম্য়াচের পর রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান ভূয়সী প্রশংসা করে বলেছেন, “মুস্তাফিজুর একজন বিশ্বমানের বোলার। কেকেআর ইস্যুতে কিছুটা হতাশা থাকলেও মুস্তাফিজুরকে বিচলিত মনে হয়নি। দলের হয়ে পারফর্ম করার দিকেই মনোযোগী ছিল।” এর আগেও বিপিএলে মাইলফলক ছুঁয়েছেন মুস্তাফিজুর। সিলেট টাইটান্সের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে দ্রুততম বোলার হিসেবে ৪০০ উইকেট পূর্ণ করেন তিনি। সমালোচনার মাঝেও মুস্তাফিজুর বারবার মনে করিয়ে দিচ্ছেন, তাঁর যে কাজ, সেটাই করে যাবেন।
