ইতালিয়ান ওপেনের ফাইনালে মুখেমুখি রাফা-জোকার
আজ, রবিবার ইতালিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচের (Novak Djokovic) বিরুদ্ধে খেলবেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। দুই মহাতারকার দ্বৈরথ দেখার জন্য অপেক্ষায় রয়েছে টেনিসপ্রেমীরা।
রোম: ইতালিয়ান ওপেনের (Italian Open) সেমি ফাইনালে একদিকে ইতালির লরেঞ্জো সোনেগার মুখোমুখি হয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic)। অন্যদিকে রেইলি ওপেলকার বিরুদ্ধে খেলেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল (Rafael Nadal)। টেনিস বিশ্বের দুই তারকাই কাঙ্খিত জয় পাওয়ার পর, এ বার মুখোমুখি হবেন ফাইনালে। ফরাসি ওপেনের আগে আজ, রবিবার ইতালিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচের বিরুদ্ধে খেলবেন রাফায়েল নাদাল। দুই মহাতারকার দ্বৈরথ দেখার জন্য অপেক্ষায় রয়েছে টেনিসপ্রেমীরা।
For the 6th time in Rome’s history, it’s going to be #Djokovic vs #Nadal! ? 2009 ??Nadal? 2011 ?? Djokovic? 2012 ?? Nadal? 2014 ?? Djokovic? 2019 ??Nadal? 2021❓ pic.twitter.com/b0yqKjEe3I
— Internazionali Bnl (@InteBNLdItalia) May 15, 2021
ইতালিয়ান ওপেনে ন’বারের চ্যাম্পিয়ন রাফা এ দিন রেইলি ওপেলকাকে হারালেন স্ট্রেট সেটে। ১ ঘণ্টা ৩২ মিনিটেই উড়িয়ে দেন প্রতিপক্ষকে। খেলার ফল ৬-৪, ৬-৪। বেশ আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা গেল ক্লে কোর্টের রাজাকে। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফা জয়ী এই নিয়ে রোমে মোট ১২ বার ফাইনালে খেলবেন। বিশ্বের এক নম্বর টেনিস তারকা জকোভিচ ইতালির লরেঞ্জো সোনেগাকে হারান ৬-৩, ৬-৭ (৫/৭), ৬-২ ফলে। ২ ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে শেষ হাসি ফোটে জোকারের মুখে।
ইটালিয়ান ওপেনে পুরুষদের ফাইনালে একদিকে মুখোমুখি হবেন রাফা-নাদাল। অন্যদিকে মেয়েদের ফাইনালে মুখোমুখি হবেন ক্যারোলিনা প্লিসকোভা ও ইগা শিয়নটেক।
আরও পড়ুন: চেলসিকে হারিয়ে প্রথম বার এফএ কাপ লেস্টারের