AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চেলসিকে হারিয়ে প্রথম বার এফএ কাপ লেস্টারের

এফএ (FA Cup) কাপের ফাইনালে শনিবার থমাস তুচেলের চেলসি (Chelsea) ও ব্রেন্ডন রজার্সের লেস্টার সিটি (Leicester City) মুখোমুখি হয়েছিল। চেলসিকে ১-০ হারিয়ে প্রথমবার ট্রফি ঘরে তুলেছে দি ফক্সেস। লেস্টারের এফ এ কাপের ফাইনালের রেকর্ডের দিকে নজর দিলে দেখা যায়, তা মোটেই তাদের পক্ষে ছিল না। তবে এ বারের ফাইনালটা ছিল অন্যরকম। আটবারের চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে শেষ হাসি হাসল লেস্টার। এফএ কাপে হারলেও তুচেলের দলের সামনে রয়েছে অন্য লক্ষ্য। ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসি মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটির।

| Updated on: May 16, 2021 | 9:51 AM
Share
৬৩ মিনিটে লেস্টারের তিয়েলমান্সের একমাত্র গোল। (সৌজন্যে-লেস্টার সিটি টুইটার)

৬৩ মিনিটে লেস্টারের তিয়েলমান্সের একমাত্র গোল। (সৌজন্যে-লেস্টার সিটি টুইটার)

1 / 5
চেলসি শেষ মুহূর্তে সমতায় ফিরলেও, শেষ মেশ ওয়েস মর্গ্যানের আত্মঘাতী গোলটি ভিএআর সিদ্ধান্তে বাতিল হয়ে যায়। (সৌজন্যে-চেলসি টুইটার)

চেলসি শেষ মুহূর্তে সমতায় ফিরলেও, শেষ মেশ ওয়েস মর্গ্যানের আত্মঘাতী গোলটি ভিএআর সিদ্ধান্তে বাতিল হয়ে যায়। (সৌজন্যে-চেলসি টুইটার)

2 / 5
আটবারের চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে প্রথমবার এফ কাপ জিতল লেস্টার সিটি। (সৌজন্যে-চেলসি টুইটার)

আটবারের চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে প্রথমবার এফ কাপ জিতল লেস্টার সিটি। (সৌজন্যে-চেলসি টুইটার)

3 / 5
১৯৪৯ থেকে ১৯৬৯ সালের মধ্যে চারবার এফএ কাপের ফাইনালে খেলেছিল লেস্টার। চারটি ফাইনালেই হেরেছিল দি ফক্সেসরা।  (সৌজন্যে-লেস্টার সিটি টুইটার)

১৯৪৯ থেকে ১৯৬৯ সালের মধ্যে চারবার এফএ কাপের ফাইনালে খেলেছিল লেস্টার। চারটি ফাইনালেই হেরেছিল দি ফক্সেসরা। (সৌজন্যে-লেস্টার সিটি টুইটার)

4 / 5
প্রথমবার এফ কাপ জয়ের পর ড্রেসিংরুমে 'দি ফক্সেস' টিমের সেলিব্রেশনস। (সৌজন্যে-লেস্টার সিটি টুইটার)

প্রথমবার এফ কাপ জয়ের পর ড্রেসিংরুমে 'দি ফক্সেস' টিমের সেলিব্রেশনস। (সৌজন্যে-লেস্টার সিটি টুইটার)

5 / 5