Anju Bobby George on Neeraj: দীর্ঘ অপেক্ষার পর…নীরজকে গ্রুপে স্বাগত অঞ্জু ববি জর্জের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 24, 2022 | 12:01 PM

চাঁদির ঝলকানিতেই উজ্জ্বল নীরজকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন লং জাম্পার। এতদিন এই গ্রুপের একমাত্র সদস্য ছিলেন অঞ্জু। আজ থেকে নীরজকে সঙ্গী পেলেন তিনি।

Anju Bobby George on Neeraj: দীর্ঘ অপেক্ষার পর...নীরজকে গ্রুপে স্বাগত অঞ্জু ববি জর্জের
নীরজকে অঞ্জুর শুভেচ্ছা
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: দুরন্ত লাফে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন অঞ্জু ববি জর্জ (Anju Bobby George )। ২০০৩ সালের প্যারিসে ব্রোঞ্জ পান অঞ্জু। তারপর থেকে বিশ্ব মিটে দাঁত ফোটাতে পারেনি ভারতীয় অ্যাথলিটরা। ১৯ বছর ধরে পদকের হাহাকার কাটল জ্যাভলিনের ওস্তাদের হাতে। অঞ্জুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব মিটে পদক জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। জ্য়াভলিনে অবশ্য এটাই প্রথম পদক ভারতের। তবে পদকের রঙের ক্ষেত্রে অঞ্জু ববি জর্জকে ছাপিয়ে গিয়েছেন নীরজ। ব্রোঞ্জ পরিবর্তিত হয়েছে রুপোয়। নাই বা এল সোনা। চাঁদির ঝলকানিতেই উজ্জ্বল নীরজকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন লং জাম্পার। এতদিন এই গ্রুপের একমাত্র সদস্য ছিলেন অঞ্জু। আজ থেকে নীরজকে সঙ্গী পেলেন তিনি।

প্রতিক্রিয়া দিতে গিয়ে অঞ্জু বললেন, “আমি ভীষণ ভীষণ খুশি। এই মুহূর্তে আমিই সবথেকে আনন্দিত মানুষ। দীর্ঘ অপেক্ষার পর, বিশ্ব চ্য়াম্পিয়নশিপের পোডিয়ামে কোনও ভারতীয়। ও আগেই অলিম্পিকে সোনা জিতেছে। আর এবার বিশ্ব চ্য়াম্পিয়নশিপ। নীরজকে অনেক শুভেচ্ছা।” সোনা জেতার সম্ভাবনা কি ছিল? অঞ্জু বললেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে অনেক কিছুই হতে পারে। তবে সোনা জেতাটা একটু কঠিন মনে হচ্ছিল। প্রথম চেষ্টা ফাউল হল। বিপক্ষের অ্যান্ডারসন পিটার্স ততক্ষণে ৯০ মিটার অতিক্রম করে গিয়েছে। তবে রুপোর পদক কোনও অংশে কম নয়।” পরে নীরজের সঙ্গে ছবি টুইট করে লেখেন, “এই ম্যাজিক মোমেন্টের জন্য ধন্যবাদ নীরজ। গ্রুপে তোমাকে স্বাগত। সত্যিই এটা দীর্ঘদিনের অপেক্ষা।” ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন এবং সাই-কে ট্যাগ করে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন অ্যাথলিট।

টোকিয়ো অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনাজয়ী কাছ থেকে দেশবাসীর প্রত্যাশা প্রবল। অলিম্পিকের পর যে কটি ইভেন্টে নেমেছেন নীরজ, সবকটিতেই পদক এসেছে তাঁর ঝুলিতে। মাত্র ২৪ বছর বয়সেই বড় সাফল্যের অধিকারী নীরজ। সবকরম গ্লোবাল ইভেন্টে পদক জেতা হয়ে গেল তাঁর। ২০১৬ সালে জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। অলিম্পিক ছাড়াও ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। নীরজের কেরিয়ারের দাঁড়িপাল্লায় সাফল্যের দিকটা বেশিই ঝুঁকে। অলিম্পিকের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এমন সাফল্যে দেশের অন্য কোনও অ্যাথিলটের নেই।