Asian Games, 2023 Highlights, Day 8: এশিয়াডে ব্যাডমিন্টনে রুপোতেই ইতিহাস ভারতের, অষ্টম দিনে এল ১৫ পদক

| Updated on: Oct 01, 2023 | 10:15 PM

Asian Games 2023 Day 8 Live Updates in Bengali: আজ এশিয়াডের অষ্টম দিন। মোট ১৭টি খেলায় দেখা গেল ভারতের অ্যাথলিটদের। আজ অ্যাকোয়াটিক্স-ডাইভিং, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ব্যাডমিন্টন, বক্সিং, তাস, ক্যানোয়িং এবং কায়াকিং, দাবা, ইকুয়েস্ট্রিয়ান, গলফ, হ্যান্ডবল, হকি, কুরাশ, রোলার স্কেটিং, শুটিং, স্কোয়াশ, টেবল টেনিস, টেনিস, ভলিবল ও ভারোত্তলনে অংশ নিলেন ভারতের অ্যাথলিটরা। এশিয়াডের পুঙ্খানুপুঙ্খ আপডেট জানতে নজর রাখুন এই লাইভব্লগে।

Asian Games, 2023 Highlights, Day 8: এশিয়াডে ব্যাডমিন্টনে রুপোতেই ইতিহাস ভারতের, অষ্টম দিনে এল ১৫ পদক
এশিয়াডে ব্যাডমিন্টনে রুপোতেই ইতিহাস ভারতের, অষ্টম দিনে এল ১৫ পদক

হানঝাউ: চলতি এশিয়ান গেমস ১০০ পদকের প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছে ভারত। ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) আজ অষ্টম দিন ছিল। এই মাল্টি স্পোর্টস ইভেন্ট থেকে দেশের অ্যাথলিটরা প্রতিদিন একাধিক পদক নিয়ে আসছেন। রবিবার ভারতের অ্যাথলিটরা ১৭টি ইভেন্টে পারফর্ম করলেন। তাতে ১৩৬ জন ভারতীয় অ্যাথলিটকে দেখা গেল। আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ব্যাডমিন্টন, বক্সিং, তাস, কায়াকিং ও ক্যানোয়িং, দাবা, ইকুয়েস্ট্রিয়ান, গলফ, হকি, কুরাশ, সেপাক তাকরাও, রোলার স্কেটিং, শুটিং, স্কোয়াশ ও ভলিবলে অংশ নিলেন ভারতের অ্যাথলিটরা। অষ্টম দিনের শেষে পদক তালিকায় ভারত রইল ৪ নম্বরে। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৫৩টি। রয়েছে ১৩টি সোনা, ২১টি রুপো এবং ১৯টি ব্রোঞ্জ। TV9Bangla Sports এর এই লাইভব্লগে রইল এশিয়ান গেমসের অষ্টম দিনের একাধিক ইভেন্টের খুঁটিনাটি তথ্য।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 01 Oct 2023 10:12 PM (IST)

    Asian Games: অষ্টম দিন এল ১৫টি পদক

    অষ্টম দিনের শেষে পদক তালিকায় ভারত রইল ৪ নম্বরে। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৫৩টি। রয়েছে ১৩টি সোনা, ২১টি রুপো এবং ১৯টি ব্রোঞ্জ।

  • 01 Oct 2023 07:42 PM (IST)

    Asian Games, Badminton: ব্যাডমিন্টনে রুপো ভারতের

    লক্ষ্য, সাত্বিক-চিরাগের জয়ে ২-০ এগিয়ে ছিল ভারত। সেখান থেকে গত বারের চ্যাম্পিয়ন চিনের কাছে ২-৩ হার। রুপোতেই সন্তুষ্ঠ থাকতে হচ্ছে ভারতকে। এশিয়ান গেমস ব্যাডমিন্টনে প্রথম বার টিম ইভেন্টে রুপো ভারতের।

  • 01 Oct 2023 07:20 PM (IST)

    Asian Games, Athletics: রুপো পেলেন জ্যোতি

    ১২.৯১ সেকেন্ডে ১০০ মিটার হার্ডলসে রুপো পেয়েছেন ভারতের জ্যোতি ইয়ারাজ্জি। চূড়ান্ত নাটক হয়েছে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে।

  • 01 Oct 2023 06:45 PM (IST)

    Asian Games, Badminton: ব্যাডমিন্টন ফাইনাল আপডেট

    লক্ষ্য সেন এবং সাত্বিক-চিরাগ জুটি ভারতকে ২-০ লিড দিয়েছিল। শ্রীকান্তের হারে বড় ধাক্কা খেয়েছিল টিম ইন্ডিয়া। ধ্রুব কপিল-কৃষ্ণ প্রসাদের অনভিজ্ঞ জুটির ম্য়াচে নজর রাখতে হয়। অর্জুনের চোট থাকায় এই জুটি গড়া হয়। তাঁরা মূলত মিক্সড ডাবলসে খেলে থাকেন। পুরুষদের ডাবলসে প্রবল চাপ নিয়ে নামতে হয় ধ্রুব-প্রসাদ জুটিকে। স্নায়ুর চাপ সামলাতে পারলেন না। সোনার পদকের ভাগ্য এখন মঞ্জুনাথের ম্যাচের ফলে নির্ভর করছে।

  • 01 Oct 2023 06:35 PM (IST)

    Asian Games, Athletics: শ্রীশঙ্করের রুপো

    পুরুষদের লং জাম্পে রুপো পেলেন মুরলী শ্রীশঙ্কর। ৮ মিটার জাম্প করে রুপো পেলেন শ্রীশঙ্কর।

  • 01 Oct 2023 06:33 PM (IST)

    Asian Games, Athletics: ৫০ ছাপিয়ে গেল টিম ইন্ডিয়া

    মেয়েদের ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ ভারতের অভিজ্ঞ অ্যাথলিট সীমা পুনিয়ার। মোট পদক ৫০ ছাপিয়ে গেল টিম ইন্ডিয়া।

  • 01 Oct 2023 06:33 PM (IST)

    Asian Games, Athletics: ভারতের হাফসেঞ্চুরি

    নন্দিনী আগাসরা ৮০০মিটার হেপ্টাথলনে ব্রোঞ্জ পেলেন। চলতি এশিয়াডে ভারতের পদকের হাফসেঞ্চুরি।

  • 01 Oct 2023 06:12 PM (IST)

    Asian Games, Athletics: ছেলেদের ১৫০০ মিটারে রুপো ও ব্রোঞ্জ এল ভারতে

    এশিয়ান গেমসে ছেলেদের ১৫০০ মিটারে রুপো ও ব্রোঞ্জ এল ভারতে। অজয় কুমার সরোজ রুপো পেয়েছেন এবং ব্রোঞ্জ পেয়েছেন জিনসন জনসন। চলতি এশিয়াডে অ্যাথলেটিক্স থেকে এল দ্বিতীয় রুপো এবং প্রথম ব্রোঞ্জ।

  • 01 Oct 2023 06:00 PM (IST)

    Asian Games, Athletics: রুপো হরমিলান বেয়ন্সের

    মেয়েদের ১৫০০ মিটার থেকে রুপো পেলেন হরমিলান বেয়ন্স। এটি অ্যাথলেটিক্সে ভারতের তৃতীয় পদক এবং প্রথম রুপো। এখনও অবধি এশিয়ান গেমসে ১৭টা রুপো ও ১৬টা ব্রোঞ্জ সহ মোট ৪৬টা পদক জিতল ভারত।

  • 01 Oct 2023 05:35 PM (IST)

    Asian Games, SHOT PUT: শট পাটে সোনা জিতলেন তেজিন্দর

    গত বারের চ্যাম্পিয়ন তেজিন্দর পাল সিং এ বারের এশিয়ান গেমসে পুরুষদের শট পাট ফাইনালে সোনা জিতলেন। শেষ প্রয়াসে তিনি ২০.৩৬ থ্রো করে এশিয়াডে সোনার খেতাব ধরে রাখলেন।

  • 01 Oct 2023 05:23 PM (IST)

    এশিয়াডে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম সোনা

    ১৯তম এশিয়ান গেমস থেকে দেশকে প্রথম অ্যাথলেটিক্সে সোনা দিলেন অবিনাশ সাবলে। তিনি পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতেছেন।

    পড়ুন বিস্তারিত – নীরজ নামার আগেই ট্র্যাকে সোনা ফলালেন অবিনাশ সাবলে

  • 01 Oct 2023 05:03 PM (IST)

    Asian Games, STEEPLECHASE: সোনা জিতলেন অবিনাশ

    এ বারের এশিয়ান গেমস থেকে এ বার অ্যাথলেটিক্সে এল প্রথম সোনা। ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতলেন ভারতের অবিনাশ সাবলে।

  • 01 Oct 2023 04:53 PM (IST)

    Asian Games, Badminton: ২-০ এগিয়ে জার্সি খুলে ওড়ালেন চিরাগ

    • ডিফেন্ডিং চ্যাম্পিয়নের জুটিকে হারিয়ে ২-০ লিড।
    • ২-০ এগিয়ে জার্সি খুলে ওড়ালেন চিরাগ।
    • ভারতকে এগিয়ে দিয়ে নাচতেও দেখা গেল চিরাগ শেট্টিকে।
  • 01 Oct 2023 04:44 PM (IST)

    Asian Games, BOXING: ব্রোঞ্জ পেলেন নিখাত, এশিয়াডে প্রথম পদক

    • মেয়েদের ৫০ কেজি বিভাগের বক্সিংয়ের সেমিফাইনাল চলছে।
    • প্রথম রাউন্ডে থাইল্যান্ডের চুথামাত রাকসাতকে ৩-২ হারিয়েছিলেন।
    • দ্বিতীয় রাউন্ডে চুথামাত রাকসাত ৩-২ ব্যবধানে হারান নিখাতকে।
    • থাই বক্সার তৃতীয় রাউন্ডে চারটি 10s পান।
    • বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন শেষ অবধি থাই বক্সারের বিরুদ্ধে হেরে যান।
    • এশিয়াডে প্রথম পদক পেলেন নিখাত জারিন।

  • 01 Oct 2023 04:41 PM (IST)

    Asian Games, SHOT PUT: শট পাটে সোনা তেজিন্দরের

    পুরুষদের শট পাট ফাইনালে যে ভাবে সোনা জিতলেন তেজিন্দর পাল সিং —

    • গত বারের এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন তেজিন্দর পাল সিং শট পাটের ফাইনালে প্রথম প্রয়াসে ফাউল করেছেন।
    • প্রথম প্রয়াসে তেজিন্দর প্রায় ২০ মিটার দূরে থ্রো করেছিলেন। কিন্তু তা ফাউল বলে ঘোষণা করা হয়।
    • তেজিন্দরের দ্বিতীয় প্রয়াসও ফাউল ঘোষণা করা হয়।
    • প্রথম ২ প্রয়াস ফাউল হওয়ার পর তৃতীয় প্রয়াসে তেজিন্দর ১৯.২১ মিটার থ্রো করেন।
    • চতুর্থ প্রয়াসে তেজিন্দর ২০.০৬ থ্রো করেছেন তেজিন্দর।
    • তেজিন্দরের পঞ্চম থ্রো ফাউল হয়েছে।
    • ষষ্ঠ প্রয়াসে তেজিন্দর ২০.৩৬ থ্রো করেন এবং সোনা জিতে নিয়েছেন।
  • 01 Oct 2023 04:32 PM (IST)

    Asian Games, Badminton: লক্ষ্য-চিরাগদের চিয়ার করছেন বোপান্না-তিলকরা

    ভারতীয় ক্রিকেটার এবং টেনিস প্লেয়াররা ব্যাডমিন্টন ম্য়াচে স্ট্যান্ডে উপস্থিত। তাঁরা ভারতীয় পুরুষ টিমের সদস্যদের জন্য গলা ফাটাচ্ছেন।

  • 01 Oct 2023 04:14 PM (IST)

    Asian Games, Badminton: প্রথম ম্যাচ জিতলেন লক্ষ্য

    চিনের বিরুদ্ধে এশিয়ান গেমসে পুরুষদের টিম ইভেন্টের প্রথম ম্যাচ জিতলেন ভারতের লক্ষ্য সেন।

  • 01 Oct 2023 03:43 PM (IST)

    Asian Games, Hockey: ভারত-কোরিয়া ম্যাচের রেজাল্ট

    এশিয়ান গেমসে হকি ভারত ও দক্ষিণ কোরিয়ার ম্যাচ ১-১ গোলে ড্র দিয়ে শেষ হল।

  • 01 Oct 2023 03:33 PM (IST)

    Asian Games, Squash: মিক্সড ডাবলসে জয় অভয়-অনাহতদের

    এশিয়ান গেমসে স্কোয়াশে পাকিস্তানের বিরুদ্ধে মিক্সড ডাবলসে জিতলেন অনাহত সিং ও অভয় সিং।

  • 01 Oct 2023 02:33 PM (IST)

    Asian Games, Shooting: শুটিংয়ে সফর শেষ ভারতের

    এ বারের মতো এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের সফর শেষ। শুটিং থেকে মোট ২২টি পদক এল ভারতে। তার মধ্যে রয়েছে ৭টি সোনা, ৯টি রুপো ও ৬টি ব্রোঞ্জ।

  • 01 Oct 2023 02:15 PM (IST)

    Asian Games, Shooting: ব্রোঞ্জ পেলেন কিনান চেনাই

    পুরুষদের ৫০ মিটার ট্র্যাপের ব্যক্তিগত বিভাগের ফাইনালে ব্রোঞ্জ পেলেন কিনান চেনাই। এশিয়ান গেমসে পুরুষদের ৫০ মিটার ট্র্যাপ টিম ইভেন্ট থেকে রবিবার সকালে সোনা জিতেছিলেন কিনান চেনাই (Kynan Chenai), জোরাবর সিং (Zoravar Singh) এবং পৃথ্বীরাজ তোন্ডিয়ামানরা (Prithviraj Tondaiman)। পুরুষদের ৫০ মিটার ট্র্যাপের ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠেছিলেন কিনান চেনাই, জোরাবর সিংরা। ফাইনালে প্রথম ১০ শটের পর চার ও পাঁচ নম্বরে ছিলেন কিনান ও জোরাবর। ফাইনালে ২০টি শটের পর দুই নম্বরে উঠে আসেন কিনান। ছয়ে নেমে যান জোরাবর। ২৫ শটের পর তিনে নেমে যান কিনান এবং পাঁচে উঠে আসেন জোরাবর। শেষ অবধি ৩২ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছেন কিনান।

  • 01 Oct 2023 02:05 PM (IST)

    Asian Games, Hockey: প্রথম কোয়ার্টারের শেষে পিছিয়ে ভারতের মেয়েরা

    হানঝাউ গেমসে ভারতীয় মহিলা হকি টিম খেলছে সাউথ কোরিয়ার বিরুদ্ধে। প্রথম কোয়ার্টারের শেষে ১-০ পিছিয়ে ভারতের মেয়েরা।

  • 01 Oct 2023 02:03 PM (IST)

    Asian Games, Canoe: ফাইনালে সোনিয়া দেবী

    এশিয়ান গেমসে K1 Women 500m এর ফাইনালে উঠলেন ভারতের সোনিয়া দেবী।

  • 01 Oct 2023 02:02 PM (IST)

    Asian Games, Shooting: পুরুষদের ৫০ মিটার ট্র্যাপ ফাইনাল চলছে

    পুরুষদের ৫০ মিটার ট্র্যাপ ইভেন্টের ব্যক্তিগত ফাইনাল চলছে। অ্যাকশনে ভারতের কিনান চেনাই ও জোরাবর সিং।

  • 01 Oct 2023 01:23 PM (IST)

    Asian Games, Badminton: ব্যাডমিন্টন ফাইনাল কখন?

    এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের টিম ইভেন্টের ফাইনাল হবে দুপুর ২.৩০ মিনিটে। সেই ম্যাচে মুখোমুখি ভারত-চিন।

  • 01 Oct 2023 01:14 PM (IST)

    Asian Games, Shooting: হতাশ করলেন মনীষা

    মেয়েদের ৫০ মিটার ট্র্যাপ ইভেন্টের ফাইনালে ছয় নম্বরে শেষ করলেন মনীষা খের। টিম ইভেন্ট এর আগে প্রীতি রজক ও রাজেশ্বরী কুমারীর সঙ্গে রুপো পেয়েছিলেন মনীষা।

  • 01 Oct 2023 12:56 PM (IST)

    Asian Games, BOXING: কোয়ার্টার ফাইনালে হেরে হেলেন জেসমিন

    মেয়েদের বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন জেসমিন। উত্তর কোরিয়ার ওম উংইয়ং-এর কাছে হেরে যান জেসমিন। প্রথম রাউন্ডের পরে জেসমিন এগিয়ে ছিলেন। কিন্তু উত্তর কোরিয়ার বক্সারের কয়েকটি ঘুষি ভারতের জেসমিনকে চাপে ফেলে দেয়। শেষ পর্যন্ত রেফারিকে বাউটটি থামাতে হয়।
  • 01 Oct 2023 12:06 PM (IST)

    Asian Games, BOXING: পদক নিশ্চিত করলেন পারভীন

    এশিয়ান গেমসে মেয়েদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে উঠলেন ভারতের পারভীন হুডা। তিনি কোয়ার্টার ফাইনালে হারালেন উজবেকিস্তানের বক্সার তুর্দিবেকোভাকে। এবং  এশিয়াড থেকে পদক নিশ্চিত করলেন পারভীন। একইসঙ্গে অলিম্পিক কোটা পেলেন পারভীন।

  • 01 Oct 2023 12:03 PM (IST)

    Asian Games, SQUASH: স্কোয়াশে মিক্সড ডাবলস জয়

    পুল-ডি এর ম্যাচে স্কোয়াশে মিক্সড ডাবলসে ভারত ১১-৭, ১১-৫ ব্যবধানে হারাল ফিলিপিন্সকে।

  • 01 Oct 2023 11:08 AM (IST)

    Asian Games, SHOOTING: ট্র্যাপের ব্যক্তিগত বিভাগের ফাইনাল কখন?

    এশিয়ান গেমসে মেয়েদের ৫০ মিটার ট্র্যাপের ব্যক্তিগত বিভাগের ফাইনাল ইভেন্ট শুরু হবে দুপুর ১২.৩০ নাগাদ। এশিয়ান গেমসে পুরুষদের ৫০ মিটার ট্র্যাপের ব্যক্তিগত বিভাগের ফাইনাল ইভেন্ট শুরু হবে দুপুর ১.৩০ নাগাদ।

  • 01 Oct 2023 10:08 AM (IST)

    Asian Games, Shooting: ট্র্যাপে সোনা-রুপো ভারতের

    শুটিংয়ে পুরুষদের ট্র্যাপ ইভেন্টে ভারতীয় পুরুষ দল (কিনান চেনাই, জোরাবর সিং এবং পৃথ্বীরাজ তোন্ডিয়ামান) পেল সোনা।

    শুটিংয়ে পুরুষদের ট্র্যাপ ইভেন্টে ভারতীয় মহিলা দল (রাজেশ্বরী কুমারী, মনীষা খের, প্রীতি রজক) পেল রুপো।

  • 01 Oct 2023 09:37 AM (IST)

    Asian Games, Golf: রুপো পেলেন অদিতি

    মেয়েদের গলফে রুপো পেলেন অদিতি অশোক। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম পদক পেলেন অদিতি অশোক।

  • 01 Oct 2023 09:11 AM (IST)

    Asian Games, Badminton: চিনের বিরুদ্ধে ফাইনালের লাইনআপ

    গতকাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পুরুষদের টিম ইভেন্টে ব্যাডমিন্টনের সেমিফাইনালে প্রথম ম্যাচ জিতেছিলেন এইচএস প্রণয়। দ্বিতীয় ম্যাচে হেরেছিলেন সাত্বিক-চিরাগরা। তিন নম্বর ম্যাচে জেতেন লক্ষ্য সেন। এরপর চার নম্বর ম্যাচ অর্থাৎ দ্বিতীয় ডাবলসে হারেন অর্জুন ও ধ্রুব। পাঁচ নম্বর ম্যাচ জিতে ভারতকে ফাইনালে তোলেন শ্রীকান্ত। চিনের বিরুদ্ধে পুরুষদের ব্যাডমিন্টনের ফাইনালে চোটে নেই এইচএস প্রণয়। রইল চিনের বিরুদ্ধে ফাইনালের লাইনআপ…

  • 01 Oct 2023 08:45 AM (IST)

    Asian Games, Athletics: স্বপ্না চারে

    মেয়েদের হেপ্টাথেলনে ৬টি ইভেন্টের পর ৪৮৪০ পয়েন্ট নিয়ে চার নম্বরে স্বপ্না বর্মন। এবং নন্দিনী আগাসার ৫ নম্বরে।

  • 01 Oct 2023 08:43 AM (IST)

    Asian Games, ROLLER SKATING: রোলার স্কেটিং ফাইনাল রেজাল্ট

    রোলার স্কেটিংয়ে পুরুষদের ১০ হাজার মিটার স্প্রিন্ট ফাইনালে বিক্রম শেষ করলেন ৫ নম্বরে। তিনি সময় নিয়েছেন ১.২৯.৯৫২ এবং আরিয়ানপাল শেষ করেছেন আট নম্বরে।

  • 01 Oct 2023 08:26 AM (IST)

    Asian Games, ATHLETICS: লং জাম্প আপডেট

    মেয়েদের লং জাম্পে নন্দিনী আগাসারা শেষ করলেন ৩ নম্বরে (৫.৯০ মিটার- ব্যক্তিগত সেরা)। স্বপ্ন বর্মন শেষ করেছেন ৭ নম্বরে (৫.৭১ মিটার)।

  • 01 Oct 2023 08:02 AM (IST)

    Asian Games, Golf: গলফে পদকের স্বপ্ন দেখাচ্ছেন অদিতি

    অদিতি অশোক গলফে পদকের স্বপ্ন দেখাচ্ছেন। চতুর্থ এবং ফাইনাল রাউন্ড চলছে।

  • 01 Oct 2023 07:51 AM (IST)

    Asian Games, ATHLETICS: জ্যোতি ফাইনালে উঠতে পারলেন না

    মেয়েদের ২০০ মিটার রেসের ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারলেন না জ্যোতি ইয়াররজি। তিনি হিট শেষ করেন ২৩.৭৮ সেকেন্ডে এবং তিন নম্বরে। এর পর জ্যোতিকে দেখা যাবে ১০০ মিটার হার্ডল ফাইনালে।

Published On - Oct 01,2023 6:30 AM

Follow Us: