AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games 2023, Tennis: বয়স স্রেফ সংখ্যা, এশিয়ান গেমসে সোনা জিতলেন বোপান্না-ঋতুজা

Tennis: এশিয়ান গেমসে ভারতীয় টেনিস প্লেয়াররা বরাবরই প্রত্যাশা পূরণ করেছেন। এ বার সেটা দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত বোপান্নার হাত ধরে সোনা এল টেনিস থেকে। ৪৩ বছর বয়স বোপান্নার। এই বয়সে অনেকেই অবসরের ভাবনা ভাবেন। বোপান্না ব্যতিক্রম, সোনার মঞ্চে উঠে প্রমাণ করে দিলেন আবার।

Asian Games 2023, Tennis: বয়স স্রেফ সংখ্যা, এশিয়ান গেমসে সোনা জিতলেন বোপান্না-ঋতুজা
রোহন বোপান্না ও ঋতুজাImage Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 5:41 PM
Share

হানঝাউ: একের পর এক অঘটন ঘটিয়ে ফাইনালে পা রেখেছিলেন চিনা তাইপের জুটি। ফাইনালের শুরুতেও সেই ঝলকই দেখাচ্ছিলেন সাং হাও হুয়াং-এন শাও লিয়াং (Tsung-hao Huang-En-Shuo Liang)। মনে হচ্ছিল ভারতীয় জুটি হয়তো রুপোতেই থেমে যাবেন। শেষ পর্যন্ত তা হল না। প্রথম সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত টেনিসের মিক্সড ডাবলসে সোনা জিতলেন রোহন বোপান্না-ঋতুজা ভোসলে (Rohan Bopanna-Rutuja Bhosale)। এশিয়ান গেমসে ভারতীয় টেনিস প্লেয়াররা বরাবরই প্রত্যাশা পূরণ করেছেন। এ বার সেটা দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত বোপান্নার হাত ধরে সোনা এল টেনিস থেকে। TV9Bangla Sportsএ বিস্তারিত।

হুয়াং আর লিয়াং শুরু থেকেই আগ্রাসী টেনিস খেলার চেষ্টা করেন। প্রথম সেটটা বোপান্না-ঋতুজা হেরেছিলেন ২-৬। কিন্তু দ্বিতীয় দারুণ কামব্যাক করেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি। ৬-৩ জেতেন দ্বিতীয় সেট। যে ছন্দ খোঁজার চেষ্টা করেছিলেন বোপান্না, সেটাই পেয়ে গিয়েছিলেন দ্বিতীয় সেটে। টাইব্রেকারে আর বিপক্ষকে দাঁড়াতেই দেননি। ১০-৪ জিতে নেন ম্যাচ। এ বারের এশিয়ান গেমসের টেনিস থেকে ভারতের প্রথম সোনা। এশিয়ান গেমস থেকে সব মিলিয়ে নবম সোনা। শুক্রবারই ভারতের দুই ছেলে রামকুমার রামানাথন-সাকেত মেইনানি ছেলেদের ডাবলসের ফাইনালে উঠেছিলেন। কিন্তু রুপোতেই থামতে হয়েছিল তাঁদের। চিনা তাইপের জুটির কাছে হেরে গিয়েছিলেন রাম-সাকেত। সেই আক্ষেপ মেটানোর পাশাপাশি বদলাও নিলেন বোপান্না-ঋতুজারা।

লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতির পর ভারতীয় টেনিসের মুখ হয়ে উঠেছেন বোপান্না। গত কয়েক বছর ধরেই ধারাবাহিক সাফল্য পাচ্ছেন। উইম্বলডনের সেমিফাইনালে উঠে চমকে দিয়েছিলেন। ইউএস ওপেনের ফাইনালে উঠে বুঝিয়ে ছিলেন, ৪৩ বছর বয়সটা তাঁর কাছে স্রেফ সংখ্যা। এশিয়ান গেমসে ছেলেদের ডাবলসে হেরে গিয়েছিলেন আচমকাই। তার পরও যে সোনার স্বপ্ন ছাড়েননি, মিক্সড ডাবলসে প্রমাণ করে দিলেন। গত বার জাকার্তা এশিয়ান গেমসে ডাবলসে জিতেছিলেন সোনা। এ বার মিক্সড ডাবলসে। বোপান্না মানেই যেন সোনার স্বপ্ন।