Wrestlers Protest : সভাপতির চ্যালেঞ্জে সায় দিয়ে নার্কো টেস্টে রাজি বজরং-বিনেশরা

দিল্লির যন্তর মন্তরে এখনও ধর্নায় দেশের কুস্তিগিররা। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। কুস্তিগিরদের দীর্ঘ অভিযোগের পর নার্কো টেস্ট করানোর দাবি তোলেন রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিং।

Wrestlers Protest : সভাপতির চ্যালেঞ্জে সায় দিয়ে নার্কো টেস্টে রাজি বজরং-বিনেশরা
সভাপতির চ্যালেঞ্জে সায় দিয়ে নার্কো টেস্টে রাজি বজরং-বিনেশরাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2023 | 4:41 PM

নয়াদিল্লি: দিল্লির যন্তর মন্তরে ধর্নায় দেশের কুস্তিগিররা। রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। কুস্তি ফেডারেশনের সভাপতির অপসারণের দাবিতে সরব বিনেশ ফোগত, সাক্ষী মালিকরা। দীর্ঘ কয়েকমাস ধরেই এই ইস্যুতে উত্তপ্ত রাজধানী। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থও হয়েছেন বজরং পুনিয়া, বিনেশ ফোগতরা। জল অনেকদূর গড়ালেও সমস্যার সমাধান হয়নি। কুস্তির আখড়া ছেড়ে যন্তর মন্তরে দিনের পর দিন ধর্নায় রয়েছেন সাক্ষীরা। বিভিন্ন রাজ্যের মহিলা কুস্তিগিররা রেসলিং ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। দেশের কুস্তিগিরদের (Wrestlers) আন্দোলনে সামিল হয়েছেন আরও অনেকে। এমনকি অন্যান্য রাজ্যের বিভিন্ন ক্রীড়াবিদরাও বজরং পুনিয়াদের পাশে দাঁড়িয়েছেন। শুধু যৌন হেনস্থাই নয়, রেসলিং ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে কুস্তিগিরদের। ফেডারেশনে স্বচ্ছতা ফেরাতে এর আগে নির্বাচনের দাবিও তোলেন বিনেশ ফোগতরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। কুস্তিগিরদের দীর্ঘ অভিযোগের পর নার্কো টেস্ট করানোর দাবি তোলেন রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিং। সোমবারই নিজের সোশ্যাল মিডিয়ায় হিন্দিতে পোস্ট করে লেখেন, ‘নার্কো টেস্ট, পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর টেস্ট করানোর জন্য আমি প্রস্তুত। তবে আমার শর্ত একটাই। বিনেশ ফোগত আর বজরং পুনিয়াকেও এই পরীক্ষা করাতে হবে। দুই কুস্তিগিরই যদি এই পরীক্ষায় রাজি হয়, তাহলে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করুক। আমি নিশ্চিত ভাবে জানাচ্ছি, এই টেস্টের জন্য আমি একেবারে তৈরি।’

কয়েকঘণ্টা বাদেই কুস্তি ফেডারেশনের সভাপতির পাল্টা প্রতিক্রিয়া দেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া। তিনি সাফ জানান, ‘আমরাও নার্কো টেস্ট করাতে রাজি। একই সঙ্গে আমরা সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে চাইব, ব্রিজভূষণের পরীক্ষা টেলিভিশনে লাইভ দেখানো হবে। আমরা দেখতে চাই ওকে কি প্রশ্ন করা হচ্ছে। ও আমার আর বিনেশের নার্কো টেস্ট করাতে চেয়েছে। শুধু আমরা দু’জন কেন, যে মেয়েরা ওর বিরুদ্ধে অভিযোগ এনেছে তারাও নার্কো টেস্ট করাতে চায়।’ যন্তর মন্তরে সাক্ষী মালিক, বিনেশ ফোগতদের পাশে বসে পাল্টা হুঙ্কার বজরংয়ের।

কুস্তিগির বিনেশ ফোগত বলেন, ‘দেশের প্রত্যেকের জানা উচিত আমাদের বিরুদ্ধে কি অবিচার হয়েছে। ব্রিজভূষণ কোনও তারকা নয়। ও একজন যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত। ওর সঙ্গে সে রকমই ব্যবহার করা উচিত। মঙ্গলবার আমাদের প্রতিবাদের একমাস পূর্ণ হবে। ইন্ডিয়া গেট পর্যন্ত আমরা মোমবাতি মিছিল করব।’ অপর কুস্তিগির সাক্ষী মালিক বলেন, ‘আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ। কেউ যদি এই প্রতিবাদে অশান্তি করার চেষ্টা করে, তার দায় আমরা নেব না।’