AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Australian Open: পাইলটের টুপি পরে ককপিটে ব্রিটিশ টেনিস সুন্দরী

বিশেষ সম্মান পাওয়ার দিনে ব্রিটেনের টেনিস সুন্দরী বলেন, 'ব্রিটিশ এয়ারওয়েস (British Airways) সবসময় আমার উপর নজর রাখে। ইউএস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার সময় থেকেই ওরা আমাকে প্রতিটা ক্ষেত্রে সমর্থন করে যায়। আমি যেখানেই খেলতে যাই, সেখানেই ব্রিটিশ এয়ারওয়েস আমার পাশে থাকে। ঐতিহ্যশালী এই সংস্থার সঙ্গে যুক্ত হতে পারে স্বভাবতই ভালো লাগছে। বিমান চলাচলের উপর এমনিতেই আমার একটা আলাদা ভালোবাসা আছে। ভবিষ্যতে আমরা বিভিন্ন প্রজেক্টের পরিকল্পনাও করেছি।'

Australian Open: পাইলটের টুপি পরে ককপিটে ব্রিটিশ টেনিস সুন্দরী
এমা রাডুকানু। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Dec 31, 2021 | 1:02 PM
Share

লন্ডন: একেবারে অন্য ভূমিকায় ব্রিটিশ টেনিস সুন্দরী। ককপিটে বসে এমা রাডুকানু (Emma Raducanu)। টেনিস কোর্টে দাপিয়ে বেড়ানো দস্যি মেয়ের মাথায় পাইলটের টুপি। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) আগে ১৯ বছরের ইউএস ওপেন (US Open) চ্যাম্পিয়ন একেবারে ফুরফুরে মেজাজে। ব্রিটেনের টেনিস সুন্দরী এ বছরই মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন জিতে অনন্য নজির গড়েছেন।

ব্রিটিশ এয়ারওয়েসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন এমা রাডুকানু (Emma Raducanu)। বিশেষ সম্মান পাওয়ার দিনে ব্রিটেনের টেনিস সুন্দরী বলেন, ‘ব্রিটিশ এয়ারওয়েস (British Airways) সবসময় আমার উপর নজর রাখে। ইউএস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার সময় থেকেই ওরা আমাকে প্রতিটা ক্ষেত্রে সমর্থন করে যায়। আমি যেখানেই খেলতে যাই, সেখানেই ব্রিটিশ এয়ারওয়েস আমার পাশে থাকে। ঐতিহ্যশালী এই সংস্থার সঙ্গে যুক্ত হতে পারে স্বভাবতই ভালো লাগছে। বিমান চলাচলের উপর এমনিতেই আমার একটা আলাদা ভালোবাসা আছে। ভবিষ্যতে আমরা বিভিন্ন প্রজেক্টের পরিকল্পনাও করেছি।’

View this post on Instagram

A post shared by Emma (@emmaraducanu)

কোভিডের কারণে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আবু ধাবিতে বিশেষ সম্মান নিতে হাজির থাকতে পারেননি রাডুকানু। সেই সময় আইসোলেশনে ছিলেন ব্রিটেনের টেনিস সুন্দরী। হোটেলের ঘরে থেকেই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন রাডুকানু। অস্ট্রেলিয়ান ওপেনের আগে টর্বেন বেলত্‍জকে কোচ করেছেন তিনি। ইউএস ওপেনের আগে রাডুকানুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ছিল ৪ লক্ষ। চ্যাম্পিয়ন হওয়ার পর সেই সংখ্যা দাঁড়ায় ২১ লক্ষে।

আরও পড়ুন: Rahul Dravid: ব্যাটার দ্রাবিড়ের পর কোচ দ্রাবিড়ও সফল হচ্ছেন প্রোটিয়াভূমে