Japan Open 2023: জাপান ওপেনের শেষ-১৬-তে লক্ষ্য, সা-চি জুটি; প্রথম রাউন্ডেই বিদায় সিন্ধুর
PV Sindhu: কোরিয়া ওপেনের পর এ বার জাপান ওপেনেও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন পিভি সিন্ধু। চলতি বছরে এই নিয়ে সপ্তমবার কোনও টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন দু'বার অলিম্পিকে পদক জয়ী পিভি সিন্ধু।
টোকিও: একদিকে ব্যাডমিন্টন বিশ্ব উত্থান দেখছে লক্ষ্য সেন, সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টিদের। অন্যদিকে ভারতীয় ব্যাডমিন্টন ভক্তরা সম্ভবত সব চেয়ে খারাপ সময় দেখছে ২ বারের অলিম্পিকে পদক জয়ী পিভি সিন্ধুর। দিন কয়েক আগে শেষ হওয়া কোরিয়া ওপেনের পর এ বার জাপান ওপেনেও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন পিভি সিন্ধু। চলতি বছরে এই নিয়ে সপ্তমবার কোনও টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন পিভি সিন্ধু (PV Sindhu)। অন্যদিকে জাপান ওপেনের (Japan Open 2023) শুরুটা ভালোই করলেন লক্ষ্য সেন (Lakshya Sen) এবং সাত্বিক-চিরাগরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সম্প্রতি মালয়েশিয়ার মহম্মদ হাফিজ হাশিমের তত্ত্বাবধানে অনুশীলন করছেন পিভি সিন্ধু। কিন্তু নতুন কোচের অধীনে সিন্ধুর পারফর্ম্যান্সে এখনও উন্নতি হয়নি। এ বারের জাপান ওপেনের প্রথম রাউন্ডে চিনের ঝ্যাং ইম্যানের কাছে স্ট্রেট গেমে হারেন। ম্যাচের ফল ২১-১২, ২১-১৩। সিন্ধু তাঁর থেকে বছর দু’য়েকের ছোট ঝ্যাংয়ের বিরুদ্ধে এই নিয়ে ৫ বার নামলেন। তার মধ্যে এটি তৃতীয় হার সিন্ধুর।
অন্যদিকে ভারতীয় শাটলার প্রিয়াংশু রাজাওয়াতের বিরুদ্ধে জাপান ওপেনের রাউন্ড অব ৩২ এর ম্যাচে নেমেছিলেন লক্ষ্য সেন। সেই ম্যাচে প্রথম গেমে প্রিয়াংশুকে ২১-১৫ ব্যবধানে হারান লক্ষ্য। এরপর দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান প্রিয়াংশু। সেই গেমে লক্ষ্য হারেন ১২-২১ ফলাফলে। এরপর নির্ণায়ক গেমে ২৪-২২ ব্যবধানে জিতে শেষ-১৬-তে পৌঁছে গেলেন লক্ষ্য সেন।
সদ্য কোরিয়া ওপেন জয়ী সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জাপান ওপেনের প্রথম রাউন্ডে নেমেছিলেন ইন্দোনেশিয়ার লিও রলি কার্নান্দো এবং ড্যানিয়েল মার্টিনের বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথম রাউন্ডে ২১-১৬ ব্যবধানে ইন্দোনেশিয়ার জুটিকে হারান সাত্বিকরা। এরপর দ্বিতীয় গেমে ভালো লড়াই করেন লিওরা। ফলে, ১১-২১ ব্যবধানে দ্বিতীয় গেম হারেন চিরাগরা। কিন্তু তৃতীয় গেমে সা-চি জুটি ঘুরে দাঁড়ায়। এবং ২১-১৩ ব্যবধানে জিতে প্রি কোয়ার্টারে পৌঁছে গেলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি।