Neeraj Chopra: লসেন ডায়মন্ড লিগেও সেরা নীরজ, ‘৯০’-এর আক্ষেপ মিটল না

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 01, 2023 | 3:20 AM

Lausanne Diamond League: লসেনে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের আর এক জনের দিকে নজর ছিল। লং জাম্পার মুরলী শ্রীশঙ্করও এই ইভেন্টে নেমেছিলেন। তরুণ এই লং জাম্পার লসেন ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করলেন।

Neeraj Chopra: লসেন ডায়মন্ড লিগেও সেরা নীরজ, ৯০-এর আক্ষেপ মিটল না
Image Credit source: twitter

Follow Us

লসেন: আরও একটা টুর্নামেন্ট, সাফল্য নীরজ চোপড়ার। ফিট থাকলে নীরজ যে একের পর এক নজির গড়বেন, এমন প্রত্যাশা তৈরি হয়েছে বহু আগেই। টোকিও অলিম্পিকে সোনার পদক জিতে সেই দেশের স্বপ্ন পূরণ করেছিলেন। প্রথম বার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনার পদক জিতেছিল ভারত। সৌজন্যে নীরজ চোপড়া। ডায়মন্ড লিগেও একের পর এক অনবদ্য পারফরম্যান্স। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অলিম্পিক এবং বিভিন্ন ট্রফির পাশাপাশি জিতেছেন ডায়মন্ড ট্রফি। ডায়মন্ড লিগের নতুন সংস্করণেও অনবদ্য ছন্দে। চোটের জন্য বেশ কিছুদিন ট্র্যাকের বাইরে ছিলেন। ফিরলেন রাজার মতোই। লসেন ডায়মন্ড লিগে শীর্ষস্থান দখল করলেন। হয়তো কিছুটা আক্ষেপ থাকতে পারে, তাঁর ৯০ মিটারের লক্ষ্য এখনও পূরণ হল না। হয়তো সেরা পারফরম্যান্স তোলা রয়েছে প্যারিস অলিম্পিকের জন্য!

সুইৎজারল্যান্ডের লসেন ডায়মন্ড লিগে এ দিন ৮৭.৬৬ মিটার জ্যাভলিন থ্রো করেন নীরজ। প্রথম এবং চতুর্থ থ্রোয়ে সুবিধা করতে পারেননি। তবে পঞ্চম থ্রোয়ে ইভেন্টের সেরা থ্রো। শীর্ষস্থানেই শেষ করলেন নীরজ চোপড়া। ডায়মন্ড লিগের মরসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে অলিম্পিক চ্যাম্পিয়নের। মে মাসে দোহায় কাতার ডায়মন্ড লিগে শীর্ষস্থানে শেষ করেছিলেন নীরজ। এ বার লসেনেও শীর্ষস্থানে বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার। সামনেই এশিয়ান গেমস। সেখানেও ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে নীরজে।

লসেনে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের আর এক জনের দিকে নজর ছিল। লং জাম্পার মুরলী শ্রীশঙ্করও এই ইভেন্টে নেমেছিলেন। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে নজর কেড়েছিলেন মুরলী। এরপরই ডায়মন্ড লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। তরুণ এই লং জাম্পার লসেন ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করলেন।

Next Article