যৌন নির্যাতনের অভিযোগ তুলে নিরুদ্দেশ সুয়াই, জোকার আতঙ্কিত
জোকার এবং টেনিস দুনিয়া রীতিমতো সোচ্চার পেং সুয়াইকে নিয়ে। চিনা টেনিস তারকা যাতে ন্যায় পান, সেই দাবিই উঠছে সব মহলে।
সিডনি: যৌন নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। সেই পেং সুয়াই (Peng Shuai) নিরুদ্দেশ! চিনের (China) এক ক্ষমতাশালী রাজনীতিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলার জন্যই কি নিরুদ্দেশ হতে হল টেনিস প্লেয়ারকে? এই প্রশ্নে উদ্বিগ্ন টেনিসমহল। বিশ্বের এক নম্বর প্লেয়ার নোভাক জকোভিচও (Novak Djokovic) যা নিয়ে রীতিমতো বিস্ফোরক।
কিছুদিন আগেই চিনা রাজনীতিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলায় তীব্র আলোড়ন পড়ে গিয়েছিল। কিন্তু সুয়াই হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাবেন, তা কেউ ভাবেনি। এমনকি তাঁর পরিবারের সদস্যরাও জানেন না সুয়াই কোথায়? কেনই বা হঠাৎ হারিয়ে গেলেন তিনি? এর পিছনে কি ওই ক্ষমতাশালী চিনা রাজনীতিকের হাত রয়েছে?
জোকার এ নিয়ে বলেছেন, ‘এই ঘটনাটা আমি এক সপ্তাহ শুনেছিলাম। সত্যি বলছি, ওর হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যাওয়াটা আশ্চর্যের ঘটনা। সবচেয়ে বড় কথা হল, এর আগেও ওকে আমি টেনিস কোর্টে দেখেছি। আমি ভীষণ ভাবে চাই, ওকে খুঁজে পাওয়া যাবে। তার থেকেও বড় কথা হচ্ছে, ওকে যেন ঠিকঠাক অবস্থায় খুঁজে পাওয়া যায়। যে ঘটনাটা ঘটেছে, সেটা সত্যিই আতঙ্কের। সুয়াইয়ের হারিয়ে যাওয়ার পর ওর পরিবারের কী অবস্থা, সেটা ভেবেই আরও খারাপ লাগছে।’
সুয়াইয়ের নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনা কিন্তু মেনে নিচ্ছে না চিনা ক্রীড়ামহলও। শুধু তাই নয়, উওমেন্স টেনিস অ্যাসোসিয়েশনও সুয়াইয়ের হঠাৎ হারিয়ে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। ডব্লিউটিএ-র চেয়ারম্যান এবং সিই স্টিভ সিমন বলেছেন, ‘পেং সুয়াই এবং সমস্ত মেয়েরা এ ভাবে এত বিধিনিষেধের মধ্যে বাঁচতে পারে না। চিনা রাজনীতিকের বিরুদ্ধে ও যে যৌন অভিযোগ তুলেছে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। গভীর তদন্তের দাবি করছি আমরা। আমাদের প্লেয়ারদের নিরাপত্তা এবং গুরুত্ব যাতে ঠিকঠাক থাকে, তা নিশ্চিত করতে হবে।’
জোকার এবং টেনিস দুনিয়া রীতিমতো সোচ্চার পেং সুয়াইকে নিয়ে। চিনা টেনিস তারকা যাতে ন্যায় পান, সেই দাবিই উঠছে সব মহলে।
আরও পড়ুন: World Cup Qualifiers: অমীমাংসিত আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ