Tokyo Olympics 2020: জিনকেও হারানোর ক্ষমতা রাখেন সৌরভ, বলছেন জিতু
দক্ষিণ কোরিয়ার (South Korean) সর্বকালের অন্যতম সেরা পিস্তল শুটার জিন জং-ওহকে (Jin Jong-Oh) কি হারাতে পারবেন ভারতের সৌরভ চৌধুরি (Saurabh Chaudhary)?
নয়াদিল্লি: দক্ষিণ কোরিয়ার (South Korean) সর্বকালের অন্যতম সেরা পিস্তল শুটার জিন জং-ওহকে (Jin Jong-Oh) কি হারাতে পারবেন ভারতের সৌরভ চৌধুরি (Saurabh Chaudhary)? অলিম্পিকে (Olympics) জিনের দুরন্ত ট্র্যাক রেকর্ড। চারটে সোনা সহ জিতেছেন ৬টা পদক যে কারণে তাঁকে শুটিং দুনিয়ায় কিংবদন্তি বলা হয়। জিনকে হারানোর ক্ষমতা রাখেন সৌরভ, এমনই বলছেন ভারতের আর ১০ মিটার এয়ার পিস্তল শুটার জিতু রাই (Jitu Rai)।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপো পাওয়া জিতুর কথায়, ‘সৌরভকে বেশ কিছুদিন ধরে আমি দেখছি। ও যে শুধু পদক জিতছে, তাই নয়। বিরাট স্কোরে ওই পদকগুলো জিতেছে। এই কারণেই এই মুহূর্তে বিশ্বরেকর্ডটা ওর দখলে রয়েছে।’
শুধু শুটিং যদি ধরা হয়, টোকিও গেমস (Tokyo Games) থেকে অনেক বেশি পদকের প্রত্যাশা রয়েছে। যশস্বিনী সিং দেশওয়াল, মনু ভাকেরদের পদকের সম্ভাবনাও অত্যন্ত উজ্জ্বল।
জিতু এ বার টোকিওতে নেই। প্যারিস অলিম্পিকে ফিরে আসতে চান। তার আগে সৌরভকে নিয়ে জিতুর ব্যাখ্যা, ‘ও যে ভাবে প্রতিটা টুর্নামেন্টে পারফর্ম করে, দেখলেই বোঝা যাবে কতটা আত্মবিশ্বাস নিয়ে ও পারফর্ম করছে। আমার যদি ট্র্যাক রেকর্ড দেখে থাকেন, মনে হবে, আমার আরও বেশি আন্তর্জাতিক পদক জেতা উচিত ছিল। কিন্তু সৌরভ আমার থেকেও অনেক বেশি এগিয়ে রয়েছে।’
টোকিওয় কী হওয়া উচিত? জিতুর বিশ্লেষণ, ‘টোকিওতে কোয়ালিফাইং রাউন্ডে ও যদি ৫৮২-৮৩ স্কোর তুলে ফেলতে পারে, ফাইনালে ওঠার ব্যাপারে ৯৯ শতাংশ নিশ্চিত হতে পারবে। আমার তো মনে হয়, তার থেকেও বেশি স্কোর করার মতো ক্ষমতা আছে ওর।’
মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল শুটার যশস্বিনীও পদক জেতার অন্যতম দাবিদার। মনুও সাফল্য দিতে পারবেন, এমনই বিশ্বাস অনেকের। জিতু যা উস্কে দিয়ে বলছেন, ‘জার্মানিতে একটা শিবিরে যশস্বিনীকে দেখেছিলাম। ও লাঞ্চটা ওখানেই সারত ডাইনিং টেবলে শুয়ে কাটিয়ে দিত দুপুরটা। সন্ধে পর্যন্ত যাতে প্র্যাক্টিস করতে সমস্যা নান হয়। এই রকম দায়বদ্ধতা ওর আছে। যে এই রকম পরিশ্রম করে, নিজেকে প্রতিটা দিন উজাড় করে দেয়, তার কাছ থেকে পদকের আশা রাখা যায়।’
মনুকে নিয়ে জিতু বলছেন, ‘ও-ও কিন্তু দারুণ ফর্মে আছে। আমা তো মনে হয়, এটাই সেরা সময় ভারতীয় শুটারদের নিজেদের মেলে ধরার। বাইরের দুনিয়া ভুলে গিয়ে ওরা শুধু অলিম্পিক নিয়েই ভাবুক।’
আরও পড়ুন: Tokyo Olympics 2020: এক নজরে দেখে নিন টোকিওয় নামতে চলা ভারতীয় টিম