Hockey World Cup 2023: দুরন্ত হার্দিক, জয় দিয়ে হকি বিশ্বকাপ শুরু ভারতের!

দুরন্ত জয় দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু ভারতীয় হকি টিমের। স্পেনের বিরুদ্ধে আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ--- তিনটে বিভাগই চমৎকার পারফর্ম করেছে। হরমনপ্রীত সিংয়ের টিম অবশ্য গোলের মালা পরাতে পারত স্পেনকে।

Hockey World Cup 2023: দুরন্ত হার্দিক, জয় দিয়ে হকি বিশ্বকাপ শুরু ভারতের!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2023 | 10:45 PM

কলকাতা: দাদু প্রীতম সিং রায় হোন আর বাবা বীরেন্দ্রপ্রীত সিং রায়, কাকা যুগরাজ সিং হোন আর পিসি রাজবীর কৌর, কিংলা পিসেমশাই গুরমেল সিংকেই ধরা হোক— ভারতীয় হকির সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িয়ে গোটা পরিবার। বলতে গেলে হকিতে বাস, হকি ঘিরেই স্বপ্ন। সেই পরিবারের ছেলে যে শৈশব থেকেই হকি স্টিক আঁকড়ে ধরবে, এতে আর আশ্চর্য কী! জাতীয় টিমের হয়ে খেলার স্বপ্ন দেখতেন। তা সফল হয়েছে অনেক দিন আগেই। অলিম্পিক পদকের স্বপ্নও ছিল। তাও সফল করে ফেলেছেন। এ বার যেন বিশ্বকাপটাও মুঠোয় ধরতে চাইছেন! এই তিনি হার্দিক সিং। বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে একাই তছনছ করে দিলেন। মনপ্রীত সিংয়ের পর ভারত এমন একজন মিডফিল্ডার পেয়ে গিয়েছে, যিনি খেলা তৈরি করতে পারেন, গোল করতে পারেন। কঠিন ম্যাচে নিয়ন্ত্রণ করতে পারেন মাঝমাঠকে। এই হার্দিকই দুরন্ত গোলও করে গেলেন বিশ্বকাপের প্রথম ম্যাচেই।

হকি আর ক্রিকেট— দুটো টিমই যেন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। টি-টোয়েন্টিতে যেমন বিরাট কোহলি, রোহিত শর্মাদের ভুলে সামনে তাকাতে চাইছে রাহুল দ্রাবিড়ের টিম ম্যানেজমেন্ট। হার্দিক পান্ডিয়াকে নেতা করে। ভারতীয় হকি টিমও যেন সেই পথেই হাঁটছে। গত বছর অলিম্পিকে খেলা সিনিয়ররা ধীরে ধীরে অতীত হয়ে গিয়েছেন টিম থেকে। হরমনপ্রীত সিংকে নেতা করা হয়েছে বিশ্বকাপে। আর সেই টিমে মুক্তো ছড়াচ্ছেন হার্দিক। দ্বিতীয় কোয়ার্টারে যখন গোলের খোঁজে মরিয়া গ্রাহাম রিডের টিম, বিপক্ষকে আরও চাপে ফেলে দেওয়ার জন্য মুখিয়ে, ঠিক তখনই বাঁ দিক দিয়ে গতির ঝড় তুলে উঠে আসেন হার্দিক। তাঁর মাইনাস স্প্যানিশ কিপারের পায়ে গেলে ঢুকে যায় গোলে।

প্রথম কোয়ার্টারেই অবশ্য ১-০ করে ফেলেছিল ভারত। বিশ্বকাপের প্রথম সংস্করণ থেকে নিয়মিত খেলছে স্পেন। ১৯৯৮ সালে একবার ফাইনালে ওঠা ছাড়া বলার মতো সাফল্য নেই এই টিমের। একসময় যারা বিশ্বের তিন নম্বর টিম ছিল, সেই তারাই এখন অনেকটাই রঙ হারিয়েছে। এই স্পেন যে ভারতের তরুণ ও অভিজ্ঞ টিমকে বেশিক্ষণ সামলাতে পারবে না, শুরু থেকেই বোঝা গিয়েছিল। ১৩ মিনিটেই হলও তাই। ১-০ করেন অমিত রোহিদাস। সেখান থেকেই খেলা ঘুরে যায়।

ভারত-২ : স্পেন-০

(অমিত ১৩, হার্দিক ২৬)

ভারতীয় টিম যে রৌরকেল্লার মাঠে আগ্রাসী হকি খেলবে, স্প্যানিশ কোচ ম্যাক্স কালডাস ভালো করেই জানতেন। কিন্তু ভারতের আক্রমণ, মাঝমাঠ ও ডিফেন্সের চমৎকার মেলবন্ধনের জন্য স্প্যানিশ কোচের কোনও স্ট্র্যাটেজিই কাজে লাগেনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে ভারত ২-০ এগিয়ে ছিল। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ৩-০ করতে পারতেন হরমনপ্রীত সিং। বক্সের মধ্যে তাঁকে ফাউল করা হয়। কিন্তু পেনাল্টি স্ট্রোকটা তিনি স্প্যানিশ কিপারকে লক্ষ্য করে সরাসরি মারেন। বল গোললাইন ক্রশ না করার জন্য বাতিল করে দেওয়া হয় গোল। স্পেন সেই অর্থে তেমন পরীক্ষাই নিতে পারেনি ভারতীয় রক্ষণের। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে প্রথম পেনাল্টি কর্নার পেয়েছিল স্পেন। কিন্তু ভারতীয় গোলকিপার কৃষ্ণ পাঠক ডানদিকে ঝাঁপিয়ে সেভ করে দেন। চতুর্থ কোয়ার্টারেও তিনকাঠির তলায় তিনি ছিলেন নির্ভরযোগ্য।

ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ