AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PV Sindhu: বিরাট কোহলিকেও এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, কেন বলছেন সিন্ধু?

Asian Games 2023: টোকিও অলিম্পিকের আগেও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন সিন্ধু। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আবার অলিম্পিক পদক পেয়ে প্রমাণ করেছিলেন নিজেকে। যে কোনও গেমসে সিন্ধুর মনোবল তুঙ্গে থাকে। প্রতিপক্ষদের নিয়ে বিশেষ পরিকল্পনা করতে পারেন। এ বারের এশিয়ান গেমসেও তাই করার চেষ্টা করছেন সিন্ধু। যদি পদক নিয়ে ফিরতে পারেন চিনের হানঝাউ থেকে প্যারিস অলিম্পিকের আগে বাড়তি মোটিভেশন পেয়ে যাবেন।

PV Sindhu: বিরাট কোহলিকেও এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, কেন বলছেন সিন্ধু?
বিরাট কোহলিকেও এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, কেন বলছেন সিন্ধু?Image Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 8:00 AM
Share

নয়াদিল্লি: একের এক টুর্নামেন্টে নেমেছেন ঠিকই, কিন্তু খেতাবের কাছে পৌঁছতে পারেননি। ফাইনালে ওঠা হাতে গোনা। দ্বিতীয় কিংবা তৃতীয় রাউন্ডই টপকাতে পারেননি। তার উপর চোট। ২৮ বছরের তারকা শাটলার গত এক বছর ধরে বারবার পড়েছেন প্রশ্নের মুখে। এশিয়ান গেমসে (Asian Games 2023) কি সোনার পদক জিতে সব ভুলিয়ে দেবেন? ছন্দ খুঁজে পেতে সম্প্রতি কিংবদন্তি ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাড়ুকোনের কাছে ফিরেছেন। দু’বার অলিম্পিকে পদক পাওয়া পিভি সিন্ধুকে (PV Sindhu) তাতাচ্ছেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli)। এশিয়ান গেমসে নামার আগে কেন সিন্ধুর মুখে তাঁর নাম? TV9Bangla Sportsএ বিস্তারিত।

হারতে হারতে যখন প্রবল চাপে পড়ে গিয়েছিলেন, তখন বিরাট কোহলির একটা সাক্ষাৎকার তাঁকে আবার তাতিয়ে দিয়েছে। সিন্ধু বলছেন, ‘সময় পেলে আমি কিছু ইন্টারভিউ পড়ি। বিরাট কোহলির তেমনই একটা ইন্টারভিউ পড়েছি। যখন তুমি খুব হতাশ, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছ না, তখন কী ভাবে ওই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে প্রবল ভাবে? বিরাট কোহলিও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, যখন রান করতে পারেনি। শুধু বিরাট কেন, চ্যাম্পিয়ন অ্যাথলিটদের সবাইকে এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। এমনই হয়।’

২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন এই বছর সাতটা টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই হেরে গিয়েছেন। একবার সেমিফাইনাল, দু’বার কোয়ার্টার ফাইনাল। সিন্ধুর কী হল, সবাই এ নিয়ে আলোচনায় ব্যস্ত। ২৮ বছরের শাটলার বলে দিচ্ছেন, ‘যখন আমি সব টুর্নামেন্ট জিতছিলাম, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু হারতে শুরু করলেই সব হারিয়ে যায়। পুরনো ছন্দ খোঁজার চেষ্টা করি আমরা, কিন্তু পাই না। কেউ সবই জিতবে, তা কখনও হতে পারে না। বিশেষ করে এখন আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। জানুয়ারিতে চোট থেকে বেরিয়ে এসে ছন্দ খোঁজার চেষ্টাই করেছি। খেলায় সব সময় কিন্তু উঠা-পড়া থাকে।’

টোকিও অলিম্পিকের আগেও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন সিন্ধু। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আবার অলিম্পিক পদক পেয়ে প্রমাণ করেছিলেন নিজেকে। যে কোনও গেমসে সিন্ধুর মনোবল তুঙ্গে থাকে। প্রতিপক্ষদের নিয়ে বিশেষ পরিকল্পনা করতে পারেন। এ বারের এশিয়ান গেমসেও তাই করার চেষ্টা করছেন সিন্ধু। যদি পদক নিয়ে ফিরতে পারেন চিনের হানঝাউ থেকে প্যারিস অলিম্পিকের আগে বাড়তি মোটিভেশন পেয়ে যাবেন।