AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শহরের দাবা প্রতিযোগিতায় ‘মেন্টর’ বিশ্বনাথন আনন্দ

৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ এর আগে কলকাতায় টাটা স্টীল দাবা প্রতিযোগিতায় অনেকবার খেললেও এই প্রথমবার তাঁকে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়। তরুণ প্রজন্মকে পরামর্শ দিতেই মেন্টরের ভূমিকায় থাকবেন আনন্দ। ২০১৮ সালে ব্লিত্‍জ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন ভিশি।

শহরের দাবা প্রতিযোগিতায় 'মেন্টর' বিশ্বনাথন আনন্দ
বিশ্বনাথন আনন্দ। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 12:41 PM
Share

কলকাতা: কোভিড পরিস্থিতি কাটিয়ে দীর্ঘদিন পর শহরে ফিরছে দাবা প্রতিযোগিতা। ১৭ নভেম্বর থেকে শুরু দাবা প্রতিযোগিতা। র‍্যাপিড (Rapid) আর ব্লিত্‍জ (Blitz) দুটো বিভাগের খেলাই হবে এই প্রতিযোগিতায়। তবে এ বারের প্রতিযোগিতায় প্রধান আকর্ষণ ‘মেন্টর’ বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)।

৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ এর আগে কলকাতায় টাটা স্টীল দাবা প্রতিযোগিতায় অনেকবার খেললেও এই প্রথমবার তাঁকে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়। তরুণ প্রজন্মকে পরামর্শ দিতেই মেন্টরের ভূমিকায় থাকবেন আনন্দ। ২০১৮ সালে ব্লিত্‍জ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন ভিশি। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে আনন্দ বলেন, ‘তরুণদের আমি পরামর্শ দেব, চেষ্টা করব এমন উপদেশ দিতে যা তাদের কাজে লাগবে।’

দাবা প্রতিযোগিতায় মেন্টরের দায়িত্ব পালন করার পাশাপাশি ধারাভাষ্যও দেবেন বিশ্বনাথন আনন্দ। টুর্নামেন্টে খেলবেন লেভন অ্যারোনিয়ান, লে কুয়াং লিয়েম, স্যাম শাঙ্কলান্দ, পরহম মগসুদলু, বিদীথ গুজরাঠিরা। ভারতীয় দাবাড়ুদের পরামর্শ দেবেন আনন্দ। ২০১৯ সালে কলকাতায় অনুষ্ঠিত এই দাবা প্রতিযোগিতায় খেলতে এসেছিলেন ম্যাগনাস কার্লসেন। তবে করোনা পরিস্থিতির জন্য গত বছর টুর্নামেন্ট স্থগিত হয়ে গিয়েছিল। কোভিডবিধি মেনে এ বছর ন্যাশনাল লাইব্রেরিতেই হবে দাবা প্রতিযোগিতা।