AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Pakistan: এশিয়া কাপ খেলতে অগস্টে ভারতে আসছে পাকিস্তান টিম!

India vs Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলার সময়ই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, তারাও ভারতে খেলবে না। মেয়েদের বিশ্বকাপ, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে নিরপেক্ষ ভেনুতে।

India vs Pakistan: এশিয়া কাপ খেলতে অগস্টে ভারতে আসছে পাকিস্তান টিম!
ভারত-পাকিস্তান সমর্থকদের প্রতীকী ছবি।Image Credit: Adam Gray/Getty Images
| Updated on: Apr 01, 2025 | 4:44 PM
Share

কলকাতা: ভারতে আসছে পাকিস্তান টিম! সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট নিয়ে নানা জলঘোলা হয়েছে। টুর্নামেন্টের আয়োজক ছিল পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারত। টুর্নামেন্ট হয়েছে হাইব্রিড মডেলে। ভারত খেলেছে দুবাইতে। ভারত ফাইনালে ওঠায় ট্রফির ম্যাচও হয়েছিল দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলার সময়ই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, তারাও ভারতে খেলবে না। মেয়েদের বিশ্বকাপ, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে নিরপেক্ষ ভেনুতে। ক্রিকেটে জটিলতা থাকলেও ভারতে আসছে পাকিস্তান হকি টিম।

সামনেই হকির এশিয়া কাপ। এ বারের পুরুষদের হকি এশিয়া কাপ হবে বিহারের রাজগিরের নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্সে। ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর এই টুর্নামেন্ট। সোমবার পাকিস্তান হকি সংস্থার তরফে ঘোষণা করা হয় যে ভারতে হতে চলা এশিয়া কাপে খেলতে আসবে পাকিস্তান হকি দল। শেষ বার ২০২৩ সালে চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছিল পাকিস্তান। সেই ৬ দলের টুর্নামেন্টে ৫ নম্বরে শেষ করে পাকিস্তান হকি টিম।

পাকিস্তানের আসা নিয়ে ভারতের হকি ফেডারেশেনের সভাপতি দিলীপ তিরকে বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ পৃথিবীর যে কোনও জায়গায় হোক না কেন, তা সব সময় রোমাঞ্চকর হয়। এই ম্যাচ সব সময়ই উপভোগ্য। ২০২৩ সালে চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছিল পাকিস্তান। খুব ভাল ম্যাচ হয়েছিল। আশা করি এবারও রাজগিরে এশিয়া কাপে প্রচুর দর্শক থাকবে।”

বিহারের রাজগিরে অনুষ্ঠিত এই ৮ দলের টুর্নামেন্টে ভারত,পাকিস্তান ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, চিন ও মালয়েশিয়া খেলবে। বাকি দুই দল যোগ্যতা অর্জন পর্ব থেকে ঠিক হবে।