পুরোনো ক্লাবে নিজেকে ফের প্রমাণ করতে চান সুব্রত
ইস্টবেঙ্গলে সুব্রত আসাকে পজিটিভ দিক হিসেবে তুলে ধরছেন কোচ রবি ফাউলার।
পানাজি: এক যুগ পর আবার তাঁর গায়ে উঠছে লাল-হলুদ জার্সি। ভারতীয় টিমের প্রাক্তন কিপার সুব্রত পাল (Subrata Paul) মুখিয়ে রয়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে আইএসএলে নামার জন্য। সুব্রত বলেছেন, ‘আমি লাল-হলুদ জার্সির ওজন জানি। আবার ইস্টবেঙ্গলে ফিরতে পেরে ভালো লাগছে। টিমের হয়ে মাঠে নেমে পড়ার জন্য মুখিয়ে আছি।’
আরও পড়ুন: বিরল রোগে প্রয়াত প্রাক্তন ফুটবলার প্রশান্ত ডোরা
৩৪ বছরের সুব্রত আইএসএলের প্রথম দফায় হায়দরাবাদের হয়ে খেলেছেন। ছ’ম্যাচে দুটো ক্লিন শিট রয়েছে তাঁর। কিপার হিসেবে এই মরসুমে খুব একটা সফল বলা যাবে না। অবশ্য টিম এই আইএসএলে বেশ সফল। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে রয়েছে তারা। সেই টিম ছেড়ে কলকাতার টিমে আসার একটাই কারণ নিজেকে নতুন করে প্রমাণ করা।
২০১১ সালে এএফসি কাপের সময় স্বপ্নের ফর্মে ছিলেন সুব্রত। এশিয়ান মিডিয়া তখন তাঁর নাম দিয়েছিল ‘স্পাইডারম্য়ান’। সুব্রত বলেওছেন, ‘টিমের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর সেই সঙ্গে ইস্টবেঙ্গলকে আমার সেরাটা দিতে চাই।’
আরও পড়ুন: বাইশ গজে অন্য মেজাজে লিয়েন্ডার-ইরফান
ইস্টবেঙ্গলে সুব্রত আসাকে পজিটিভ দিক হিসেবে তুলে ধরছেন কোচ রবি ফাউলার। লিভারপুলের প্রাক্তন ফুটবলারের কথায়, ‘সুব্রত অভিজ্ঞ কিপার। দীর্ঘ সময় ধরে নিজের কাজটা অত্যন্ত দায়িত্বের সঙ্গে পালন করছে। সুব্রত অভিজ্ঞতা টিমের তো বটেই অন্য কিপারদেরও কাজে লাগবে।’
ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ এর আগে জামশেদপুরে কাজ করেছেন সুব্রতর সঙ্গে। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, ‘ওর কোয়ালাটি নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। জামশেদপুরে ওর সঙ্গে কাজ করেছি। ও নিজের অভিজ্ঞতা ইস্টবেঙ্গলেও কাজে লাগাবে। খুব ভালো করে জানি, প্রথম দলে জায়গা পাওয়ার জন্য দেবজিত্ মজুমদারের সঙ্গে তীব্র লড়াই করবে সুব্রত।’
আরও পড়ুন: সচিনের রেকর্ড ভাঙতে পারেন রুট, মত বয়কটের