Paris Olympics 2024: পরের অলিম্পিকে অ্যাথলিটদের প্রস্তুতি নিয়ে চিন্তায় অভিনব বিন্দ্রা

এর পরের অলিম্পিক প্যারিসে (Paris Olympics) অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৪ সালে। অর্থাৎ ৩ বছর প্রস্তুতির জন্য সময় পাচ্ছে অ্যাথলিটরা। যেখানে সমস্যা দেখছেন বিন্দ্রা।

Paris Olympics 2024: পরের অলিম্পিকে অ্যাথলিটদের প্রস্তুতি নিয়ে চিন্তায় অভিনব বিন্দ্রা
Paris Olympics 2024: পরের অলিম্পিকে অ্যাথলিটদের প্রস্তুতি নিয়ে চিন্তায় অভিনব বিন্দ্রা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2021 | 9:40 AM

মুম্বই: করোনার (COVID-19) কারণে এক বছর পিছিয়ে টোকিও অলিম্পিক (Tokyo Olympics) অনুষ্ঠিত হয়েছে চলতি বছরে। এর পরের অলিম্পিক প্যারিসে (Paris Olympics) অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৪ সালে। অর্থাৎ ৩ বছর প্রস্তুতির জন্য সময় পাচ্ছে অ্যাথলিটরা। ভারতের প্রথম সোনাজয়ী অ্যাথলিট অভিনব বিন্দ্রা (Abhinav Bindra) এতে কিন্তু সমস্যাই দেখছেন। তাঁর কথায়, সাধারণত অ্যাথলিটরা অলিম্পিকের (Olympics) প্রস্তুতির জন্য ৪ বছর সময় পান। তবে করোনার কারণে প্যারিস অলিম্পিকের ক্ষেত্রে সেটা হচ্ছে না।

ইএলএমএস স্পোর্টস ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে অভিনব বলেন, “আমার মনে হয় পরের অলিম্পিকের জন্য যে তিন বছর সময় পাওয়া যাবে সেটা অ্যাথলিটদের কাছে বেশ চাপের হবে। অনেকের কাছে এটা সমস্যা সৃষ্টি করতে পারে। সচরাচর অলিম্পিকের পরে ১ বছর সময় পায় প্রতিযোগীরা যখন তারা বিশ্রাম নিয়ে শরীরকে ভালো করে তোলে, কিন্ত এ বার তাদেরকে অনেক তাড়াতাড়ি অনুশীলনে ফিরতে হবে।”

টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা সব থেকে সফল হয়েছে। তাঁদের প্রশংসা করার পাশাপাশি ভারতীয় অ্যাথলিটদের অনুশীলনকে উন্নত করার কথা বলে অভিনবের ব্যাখ্যা, “অ্যাথলিটদের অনুশীলন প্রক্রিয়ায় বিজ্ঞান, প্রযুক্তি, যন্ত্রবিদ্যা, চিকিৎসাবিদ্যা ইত্যাদির অন্তর্ভুক্তি প্রয়োজন। তবে সেটা শুধু এলিট স্তরে নয়, তৃণমূল স্তর থেকেই এই প্রক্রিয়া চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”