Vinesh Phogat: ক্ষমা করে দিও, আমার সব সাহস শেষ… কুস্তি থেকে অবসর ঘোষণা বিনেশ ফোগাটের
Vinesh Phogat Retirement: ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট মঙ্গলবার প্যারিস অলিম্পিকে মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে ওঠেন। সেই রাতেই তাঁর ২কেজি ওজন বেড়ে যায়। রাতভর ওজন কমানোর চেষ্টা করে যান বিনেশ। বুধবার সকালে তাঁর ওজন দাঁড়ায় ৫০ কেজি ১০০ গ্রাম। এই ঘটনার রেশ কাটেনি। তার মাঝে অবসর ঘোষণা বিনেশের।

কলকাতা: বিনেশ ফোগাটকে নিয়ে তোলপাড় চলছে ভারতীয় ক্রীড়ামহলে। মঙ্গলবার তিনি প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে ওঠেন। সেই রাতেই তাঁর ২ কেজি ওজন বেড়ে যায়। রাতভর ওজন কমানোর নানা চেষ্টা করে যান বিনেশ। বুধবার সকালে তাঁর ওজন দাঁড়ায় ৫০ কেজি ১০০ গ্রাম। ওই বাড়তি ১০০ গ্রাম ওজনের জন্য তাঁকে অলিম্পিক থেকে বাতিল করা হয়। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়শেন সব চেষ্টা করে বিনেশকে যাতে ফাইনালে নামার সুযোগ দেওয়া হয়। কিন্তু লাভের লাভ হয়নি। বুধবার গভীর রাতে জানা যায়, কোর্ট অব আরবিট্রেশনে আবেদন করেছেন বিনেশ ফোগাট (Vinesh Phogat)। হরিয়ানার মেয়ের আবেদন পরিস্থিতির বিচার করে তাঁকে যাতে যুগ্মভাবে রুপোজয়ী ঘোষণা করা হয়। আজ অর্থাৎ বৃহস্পতিবার অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে। তার আগেই সকলকে অবাক করে ভারতীয় সময় ভোর ৫.১৭ মিনিটে কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন বিনেশ ফোগাট।
প্যারিস অলিম্পিকে বিপর্যয়ের পর বড় ঘোষণা ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের। সোশ্যাল মিডিয়া সাইট X এ বৃহস্পতিবার ভোরবেলায় নিজের অবসের কথা জানিয়েছেন হতাশাগ্রস্ত বিনেশ। অলিম্পিকে বাতিল হওয়ার এক দিন পরই কুস্তিকে বিদায় জানালেন হরিয়ানার মেয়ে। সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার থেকেই ট্রেন্ডিংয়ে বছর ২৯ এর ভারতীয় তারকা কুস্তিগির।
প্যারিস গেমসে মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠে মাকে বিনেশ বলেছিলেন, সোনা জিতে দেশে ফিরবেন। ফাইনালে উঠলেও, সেখানে নামতে পারেনি বিনেশ। যে কারণে মাকে জানিয়েই X হ্যান্ডেলে বিনেশ লেখেন, ‘মা কুস্তি আমার থেকে জিতে গিয়েছে। আর আমি হেরে গেলাম। ক্ষমা করে দিও আমায়। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। আমার শক্তি নেই আর। বিদায় কুস্তি ২০০১-২০২৪। আপনাদের সকলের কাছে চিরকাল ঋণী হয়ে থাকব। ক্ষমা করে দেবেন।’
माँ कुश्ती मेरे से जीत गई मैं हार गई माफ़ करना आपका सपना मेरी हिम्मत सब टूट चुके इससे ज़्यादा ताक़त नहीं रही अब।
अलविदा कुश्ती 2001-2024 🙏
आप सबकी हमेशा ऋणी रहूँगी माफी 🙏🙏
— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 7, 2024
