ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল থেকে বিদায় সিন্ধু-শ্রীকান্তের

গ্রুপ লিগে পর পর দুটো ম্যাচ হেরে কার্যত ছিটকে গিয়েছেন তাঁরা। 

ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল থেকে বিদায় সিন্ধু-শ্রীকান্তের
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: Jan 28, 2021 | 3:56 PM

ব্যাংকক: বিশ্ব ট্যুর ফাইনালস (World tour finals) নিয়ে ভারতের আশা কার্যত শেষ। যে দুই শাটলারের দিকে তাকিয়েছিল ভারত, সেই পিভি সিন্ধু (PV Sindhu) ও কিদাম্বি শ্রীকান্তের (Kidambi Srikanth) লড়াই শেষ। গ্রুপ লিগে পর পর দুটো ম্যাচ হেরে কার্যত ছিটকে গিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: আগামী বছর ভারতে মেয়েদের এশিয়ান কাপও

প্রথম ম্যাচে বিশ্বের এক নম্বর শাটলার তাই জু-র কাছে হেরেছিলেন সিন্ধু। গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে রাতচানক ইন্টাননের কাছেও হেরে বসলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। প্রথম গেমের শুরু থেকে দু’জন হাড্ডাহাড্ডি লড়াই করেন। শেষ পর্যন্ত সিন্ধু গেম হারেন ২১-১৮ পয়েন্টে।

দ্বিতীয় গেমেও শুরুটা ভালোই ছিল সিন্ধুর। কিন্তু তাঁকে থামিয়ে থাই শাটলার জেতেন ২১-১৩। আগ্রাসী ইন্টাননের মুখে সেই অর্থে দাঁড়াতেই পারেননি তিনি। এই ইন্টাননের কাছেই থাইল্যান্ড ওপেনে হেরেছিলেন পিভি সিন্ধু। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসেও তা-ই হল। সিন্ধু যে একেবারে ফর্মে নেই, তা আরও একবার প্রমাণ হল।

অন্য দিকে, বিশ্ব ট্যুর ফাইনালসের ছেলেদের গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচেও হার কিদাম্বি শ্রীকান্তের (Kidambi Srikanth)। তাইওয়ানের ওয়াঙ্গ জু-ওইয়ের বিরুদ্ধে কিদাম্বি প্রথম গেমে জেতেন ২১-১৯ পয়েন্টে। শুরুটা ভালো করলেও নিজের ফর্ম ধরে রাখতে পারেননি শ্রীকান্ত।

দ্বিতীয় গেমে ওয়াঙ্গের আগ্রাসনের সামনে কিদাম্বি কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। হারেন ৯-২১। তৃতীয় গেমে শ্রীকান্ত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। একটা সময় মনে হচ্ছিল ভারতীয় শাটলার হয়তো ম্যাচটা জিতেই যাবেন। কিন্তু নিজের ভুলেই শেষরক্ষা হয়নি। ওয়াঙ্গের কাছে ২১-১৯ গেমে ছিটকে যান কিদাম্বি।

আরও পড়ুন:  নীতা আম্বানিকে পত্রবোমা বেঙ্গালুরু এফসির মালিকের

টোকিও অলিম্পিকের দিকে তাকিয়ে প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় শাটলাররা। সাইনা নেহওয়াল যোগ্যতা অর্জন করতে পারবেন কিনা, এখনও নিশ্চিত নয়। তাঁর লড়াই বেশ কঠিন। ফলে, অলিম্পিক সাফল্য পেতে সিন্ধু-শ্রীকান্তের দিকেই তাকিয়ে ভারত। তাঁরাও এখনও ফর্ম খুঁজে পাননি। বিশেষজ্ঞমহল কিন্তু বলছে, অলিম্পিকে সাফল্য পেতে হলে ফিটনেস বাড়াতে হবে দু’জনকে।