Car Care Tips: এই তীব্র গরমে কী ভাবে ভাল থাকবে আপনার গাড়ি?
Car Care Tips: গরমকালে গাড়িতে আগুন ধরার ঘটনাও বেড়ে যায় প্রায় কয়েকগুণ। তাই গাড়ি ভাল রাখতে হলে প্রয়োজন সঠিক যত্ন। গ্রীষ্মকালে কী ভাবে গাড়িকে ভাল রাখবেন? রইল সেই টিপস।

তীব্র গরমের চোটে একটু বেলা বাড়লেই বাড়ি থেকে বেরোনো যেন কঠিন হয়ে পড়ে। আপনার মতোই এই গরমে কিন্তু কষ্ট পেতে হয় আপনার গাড়িকেও। গরমকালে গাড়িতে আগুন ধরার ঘটনাও বেড়ে যায় প্রায় কয়েকগুণ। তাই গাড়ি ভাল রাখতে হলে প্রয়োজন সঠিক যত্ন। গ্রীষ্মকালে কী ভাবে গাড়িকে ভাল রাখবেন? রইল সেই টিপস।
১। গ্রীষ্মকালে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়। বাইরের তাপ এবং ইঞ্জিনের নিজস্ব তাপ সবটাই থাকে। তাই কুল্যান্ট গুরুত্বপূর্ণ। কুল্যান্ট ইঞ্জিনকে ঠান্ডা রাখে এবং অতিরিক্ত গরম হওয়া রোধ করে। প্রতি দুই সপ্তাহে কুল্যান্টের মাত্রা পরীক্ষা করুন। যদি লেভেল কম থাকে, তাহলে গাড়ির ম্যানুয়াল অনুসারে উপযুক্ত কুল্যান্ট যোগ করুন। সস্তা কুল্যান্ট ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ এটি ইঞ্জিনের ক্ষতি করতে পারে। এছাড়াও, যদি গাড়ি তিন বছরের বেশি পুরনো হয়, তাহলে রেডিয়েটর সার্ভিস করানো প্রয়োজন।
২। রেডিয়েটর গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য বাতাস সঞ্চালন করে। কিন্তু, ধুলোবালি, নোংরা ঢুকে রেডিয়েটর ফ্যানের মধ্যে আটকে যায়। যা বায়ুপ্রবাহ হ্রাস করে এবং ইঞ্জিনকে উত্তপ্ত করে তোলে। রেডিয়েটর ফ্যানের উপর ধুলো জমলে নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। পরিষ্কার রেডিয়েটর প্রচণ্ড গরমেও আপনার গাড়িকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে।
৩। রোদে গাড়ি পার্ক করলে, কয়েক মিনিটের মধ্যেই গরম হতে শুরু করে। ভেতরের পরিবেশও অসহনীয় হয়ে ওঠে। ইঞ্জিনেও চাপ পড়ে। যখনই সম্ভব গাড়িটি গাছের নিচে, গ্যারেজে অথবা ছায়ায় পার্ক করুন। যদি কোনও ছায়া না থাকে, তাহলে গাড়িতে বডি কভার ব্যবহার করুন। এই কভারটি গাড়ির রঙ এবং অভ্যন্তরকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। এছাড়াও, পার্কিং করার সময় গাড়ির জানলা হাফ ইঞ্চি খোলা রাখুন। এতে বাতাস চলাচল করবে এবং ভিতরের তাপ কমবে।
৪। গ্রীষ্মে গাড়ির এয়ার কন্ডিশনার (এসি) আপনার সঙ্গী। কিন্তু ক্রমাগত ব্যবহার এর উপর চাপ সৃষ্টি করে। এসির ফিল্টারে ধুলো জমলে, বায়ুপ্রবাহ কমে যায়। ঠান্ডা কম হয়। এসি সার্ভিসিং করান। রেফ্রিজারেন্ট লেভেল, কম্প্রেসার এবং বেল্ট পরীক্ষা করুন।





