Cheapest Flight Ticket: ট্রেনের থেকেও কম খরচে ফ্লাইট টিকিট মিলবে এই সাইটে, বাড়িতে বসেই ঝটপট বুকিং

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sayantan Mukherjee

Updated on: Jan 07, 2023 | 3:26 AM

Flight Ticket Booking Akasa Air: ট্রেনের খরচেই আপনি ফ্লাইট টিকিট কাটতে পারেন। সেই সুযোগ আপনার জন্য করে দিচ্ছে একটি ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটি ফ্লাইট টিকিট বুকিংয়ে বিরাট ছাড় দিচ্ছে। সেখান থেকে খুবই সস্তায় আপনি প্লেনের টিকিট কাটতে পারবেন।

Cheapest Flight Ticket: ট্রেনের থেকেও কম খরচে ফ্লাইট টিকিট মিলবে এই সাইটে, বাড়িতে বসেই ঝটপট বুকিং
এবার ট্রেনের থেকেও কম খরচে ফ্লাইট টিকিট।

Follow us on

Akasa Air: বছরের শুরুতেই কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে এখনই আপনার জন্য উপযুক্ত একটা সময়। কনকনে ঠান্ডায় আপনার ট্রেনে যেতে না-ও ইচ্ছে করতে পারে। তবে তার জন্য বিন্দুমাত্র চিন্তা করবেন না। কারণ, ট্রেনের খরচেই আপনি ফ্লাইট টিকিট কাটতে পারেন। সেই সুযোগ আপনার জন্য করে দিচ্ছে একটি ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটি ফ্লাইট টিকিট বুকিংয়ে বিরাট ছাড় দিচ্ছে। সেখান থেকে খুবই সস্তায় আপনি প্লেনের টিকিট কাটতে পারবেন। তবে হ্যাঁ, টিকিট বুক করার আগে আপনাকে কয়েকটি বিষয়ে যত্ন নিতে হবে। কী সেই সাইটের নাম, কীভাবেই বা আপনি সেখান থেকে সস্তায় এয়ার টিকিট বুক করতে পারবেন, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

Akasa Air-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি কম খরচে প্লেনের টিকিট বুক করতে পারবেন। আপনি যদি এখন গোয়া যাওয়ার চিন্তাভাবনা করেন, তবে Akasa Air আপনাকে মোটা টাকার ছাড় দেবে। যাঁরা এই মুহূর্তে গোয়া বেড়াতে যেতে চান, তাঁদের জন্য সবথেকে সস্তার ফ্লাইট টিকিট বিক্রি করছে আকাসা এয়ার। সংস্থার সেই অফারে আপনি গোয়া যাওয়ার ফ্লাইট টিকিট বুক করতে পারবেন মাত্র 2,396 টাকায়। সেই টিকিট বুকিংয়ের জন্য আপনাকে বেশি ঝক্কিও পোহাতে হবে না।

অনলাইনে Akasa Air-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফ্লাইট টিকিট বুক করতে হবে। গোয়া ছাড়াও সংস্থার তরফ থেকে লখনউ থেকে মুম্বই এবং বেঙ্গালুরু পর্যন্ত একটি নতুন প্ল্যান চালু করা হয়েছে। সেই প্ল্যানেই আপনি মাত্র 3,996 টাকা খরচ করে লখনউ থেকে মুম্বই এবং বেঙ্গালুরুর ফ্লাইট টিকিট বুক করতে পারবেন। এদিকে যদি ট্রেনে করে যেতে চান, আর সেই ট্রেন যদি হয় NZM MAO RAJDANI, তাহলে দিল্লি থেকে গোয়া যেতে আপনার খরচ হবে 2,995 টাকা।

আবার আপনি যদি TVC Rajdhani এক্সপ্রেসে চড়ে যাত্রা করতে চান, তাহলে সেই ট্রেনের জন্য আপনাকে ভাড়া হিসেবে খরচ করতে হবে 3,595 টাকা। এটি 3rd AC-র জন্য টিকিট খরচ। এই খরচের সঙ্গে যদি Akasa Air-এর ফ্লাইটগুলির ভাড়ার তুলনা করা হয়, তাহলে দেখবেন ট্রেনের থেকেও কম খরচে আপনি ফ্লাইটে ভ্রমণ করছেন। তার থেকেও বড় কথা হল, ট্রেনের থেকেও অনেক কম সময়ে আপনি সফর করতে পারবেন এবং অপেক্ষাকৃত বেশি আরামও অনুভব করতে পারবেন।

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla