Citroen e-C3 ইলেকট্রিক গাড়ি লঞ্চ হল, একচার্জে 320 কিমি দৌড়বে, দাম ও রেঞ্জে Tata Tiago EV-র প্রতিযোগী

Citroen e-C3-র দাম শুরু হচ্ছে 11.50 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। মাত্র 25,000 টাকা থাকলেই Citroen e-C3 ইলেকট্রিক হ্যাচব্যাকটি বুক করা যাবে। এর রেঞ্জ 320km (ARAI)। এই রেঞ্জ এবং দামের মধ্যে হ্যাচব্যাকটি Tata Tiago EV-র সঙ্গে জোরদার টক্কর দিতে পারবে।

Citroen e-C3 ইলেকট্রিক গাড়ি লঞ্চ হল, একচার্জে 320 কিমি দৌড়বে, দাম ও রেঞ্জে Tata Tiago EV-র প্রতিযোগী
ভারতে কম দামের ইলেকট্রিক গাড়ি লঞ্চ হল।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 2:04 PM

Citroen e-C3 EV Launched: ভারতে একটি চমৎকার ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল Citroen। সংস্থার সেই ইলেকট্রিক হ্যাচব্যাকের নাম Citroen e-C3। গাড়িটির দাম শুরু হচ্ছে 11.50 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। মাত্র 25,000 টাকা থাকলেই Citroen e-C3 ইলেকট্রিক হ্যাচব্যাকটি বুক করা যাবে। এর রেঞ্জ 320km (ARAI)। এই রেঞ্জ এবং দামের মধ্যে হ্যাচব্যাকটি Tata Tiago EV-র সঙ্গে জোরদার টক্কর দিতে পারবে।

Citroen e-C3 EV: ফিচার ও স্পেসিফিকেশন

Citroen e-C3 ইলেকট্রিক হ্যাচব্যাকে একটি 29.3kWh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। গাড়িটির ফ্রন্ট অ্যাক্সেল মাউন্ট করা রয়েছে 57bhp ইলেকট্রিক মোটরের সঙ্গে। e-C3 EV মাত্র 6.8 সেকেন্ডের মধ্যে 0-60 Kmph-এ অ্যাক্সিলারেট করতে পারে। ইলেকট্রিক গাড়িটির সর্বাধিক স্পিড 107 kmph। এই গাড়িটির মোট দুটি ড্রাইভিং মোড রয়েছে – ইকো এবং স্ট্যান্ডার্ড। রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমও দেওয়া হয়েছে এই গাড়িতে।

Citroen-এর তরফ থেকে জানানো হয়েছে গাড়িটির ARAI-ক্লেইমড রেঞ্জ 320 কিলোমিটার। DC চার্জারের সাহায্যে এই গাড়িটি মাত্র 57 মিনিটের মধ্যেই 10-80 শতাংশ চার্জ করতে পারে। অন্য দিকে একটি 3.3kW AC চার্জার ব্যবহার করে গাড়িটি 10-100 শতাংশ চার্জ হতে সময় নেয় 10.5 ঘণ্টা।

Citroen e-C3 গাড়ির হাইয়ার স্পেক মডেলটিতে রয়েছে একটি 10.2 ইঞ্চির টাচ ডিসপ্লে। তার সঙ্গে গাড়িটিতে রয়েছে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, ফোর স্পিকার অডিও, MyCitroen স্মার্টফোন কানেক্টিভিটি, ডুয়াল এয়ারব্যাগ, ABS ও তার সঙ্গে EBD।

Citroen এই গাড়িটির ব্যাটারির সঙ্গে 7 বছর বা 1,40,000 কিলোমিটারের ওয়ারান্টি দেওয়া হচ্ছে। অন্য দিকে গাড়িটির মোটরের সঙ্গে 3 বছর বা 1,25,000 কিলোমিটারের ওয়ারান্টি দেওয়া হচ্ছে।

Citroen e-C3 EV: বিভিন্ন মডেলের দাম

Citroen e-C3 ইলেকট্রিক হ্যাচব্যাকটি ভারতে একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তাদের এক্স-শোরুম প্রাইসগুলি একনজরে দেখে নিন –

* Citroen e-C3 Live – 11.50 লাখ টাকা

* Citroen e-C3 Feel – 12.13 লাখ টাকা

* Citroen e-C3 Feel Vibe Pack – 12.28 লাখ টাকা

* Citroen e-C3 Feel Dual Tone Vibe Pack – 12.43 লাখ টাকা