AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hero Glamour এবার নতুন অবতারে হাজির, দাম 82,348 টাকা, চমৎকার ফিচার্স ও স্পেসিফিকেশন

নতুন Hero Glamour মোটরসাইকেলে রয়েছে 125cc-র একটি ইঞ্জিন, যা 10.8PS সর্বাধিক পাওয়ার এবং 10.6Nm পিক টর্ক দিতে পারে। এখন এই ইঞ্জিন পেয়ার করা রয়েছে একটি 5-স্পিডের গিয়ারবক্সের সঙ্গে। বাইকের দাম শুরু হচ্ছে 82,348 টাকা (এক্স-শোরুম, দিল্লি) থেকে।

Hero Glamour এবার নতুন অবতারে হাজির, দাম 82,348 টাকা, চমৎকার ফিচার্স ও স্পেসিফিকেশন
এসে গেল হিরো গ্ল্যামারের নতুন ভার্সন।
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 1:43 PM
Share

Hero Glamour বাইকের একটি নতুন ভার্সন লঞ্চ হয়ে গেল। সেই নতুন হিরো গ্ল্যামার বাইকের দাম শুরু হচ্ছে 82,348 টাকা (এক্স-শোরুম, দিল্লি) থেকে। নতুন অবতারটি ইতিমধ্যেই দেশের সমস্ত প্রান্তে Hero MotoCorp-এর ডিলারশিপগুলিতে হাজির হয়ে গিয়েছে।

নতুন Hero Glamour মোটরসাইকেলে রয়েছে 125cc-র একটি ইঞ্জিন, যা 10.8PS সর্বাধিক পাওয়ার এবং 10.6Nm পিক টর্ক দিতে পারে। এখন এই ইঞ্জিন পেয়ার করা রয়েছে একটি 5-স্পিডের গিয়ারবক্সের সঙ্গে। বাইকটির গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে Hero MotoCorp-এর লেটেস্ট i3S (আইডল স্টপ-স্টার্ট সিস্টেম) প্রযুক্তি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই মোটরসাইকেলটি 63kmpl পর্যন্ত মাইলেজ দিতে পারে।

Hero Glamour-এর এই লেটেস্ট ভার্সনটিতে সম্পূর্ণ ভাবে নতুন একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। রয়েছে একটি ইউএসবি-চার্জিং পোর্ট। বাইকের বডিতে রয়েছে আকর্ষণীয় চেক স্ট্রাইপস, যা গ্ল্যামারের লুক আরও গ্ল্যামারাস ও স্পোর্টি করে তুলেছে। রাইডার এবং পিলিয়নের জন্য মোটরবাইকের সিট হাইট কমিয়ে যথাক্রমে 8mm এবং 17mm করা হয়েছে।

মোট দুটি ভ্যারিয়েন্ট রয়েছে এই Hero Glamour বাইকের নতুন ভার্সনটির। তার একটি হল ড্রাম এবং অপরটি ডিস্ক। এই ভার্সন দুটির দাম দিল্লিতে এক্স-শোরুম প্রাইস অনুযায়ী :-

Hero Glamour (ড্রাম ব্রেক) – 82,348 টাকা।

Hero Glamour (ডিস্ক ব্রেক) – 86,348 টাকা।

এই গ্ল্যামার বাইকটি মোট তিনটি রঙে পাওয়া যাবে। সেগুলি হল- ক্যান্ডি ব্লেজিং রেড, টেকনো ব্লু-ব্ল্যাক এবং স্পোর্টস রেড-ব্ল্যাক। নতুন হন্ডা গ্ল্যামার মোটরসাইকেলটি টক্কর দিতে পারে Honda Shine 125, TVS Raider এবং Bajaj Pulsar 125 এই তিন জনপ্রিয় বাইকের সঙ্গে।